অ্যাপেলের ‘স্প্রিং লোডেড’ ইভেন্ট, লাইভ সম্প্রচার দেখবেন কীভাবে?
করোনা আবহে গতবছরের স্প্রিং লঞ্চ ইভেন্ট পুরোটাই হয়েছিল ভার্চুয়ালি। লাইভ স্ট্রিমিং দেখানো হয়েছিল পুরো অনুষ্ঠানের। এবছরও লাইভ স্ট্রিম করা হবে 'স্প্রিং লোডেড' ইভেন্ট।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মঙ্গলবার ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে অ্যাপেলের ‘স্প্রিং ইভেন্ট ২০২১’। টেক জায়ান্ট অ্যাপেলের এই ইভেন্টের নাম ‘স্প্রিন রিলোডেড’। আইম্যাক, আইপ্যাড প্রো, এয়ার ট্যাগস, এয়ারপডস, অ্যাপেল পেনসিল, অ্যাপেল টিভি- সহ একগুচ্ছ গ্যাজেট লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এই ইভেন্টে।
ক্যালিফোর্নিয়ার Cupertino- এ অ্যাপেল সংস্থার যে ‘অ্যাপেল পার্ক ক্যাম্পাস’ রয়েছে, সেখানে স্টিভ জোবস থিয়েটারে এই অনুষ্ঠান হবে। করোনা আবহে গতবছরের স্প্রিং লঞ্চ ইভেন্ট পুরোটাই হয়েছিল ভার্চুয়ালি। লাইভ স্ট্রিমিং দেখানো হয়েছিল পুরো অনুষ্ঠানের। এবছরও লাইভ স্ট্রিম করা হবে ‘স্প্রিং লোডেড’ ইভেন্ট। শোনা গিয়েছে, ভারতীয় সময় রাত সাড়ে দশটায় এই ইভেন্ট শুরু হবে।
কীভাবে ‘অ্যাপেল স্প্রিং লোডেড’ ইভেন্টের লাইভ দেখবেন?
অ্যাপেলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটেও এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখা যাবে। বেশ কয়েক ঘণ্টা ধরে এই লঞ্চ ইভেন্ট চলবে বলে মনে করা হচ্ছে।
সম্ভাব্য কী কী গ্যাজেট লঞ্চ হতে পারে এই ইভেন্টে?
অ্যাপেলের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে বেশ অনেকগুলো অত্যাধুনিক গ্যাজেট লঞ্চ হতে পারে মঙ্গলবারের ‘অ্যাপেল স্প্রিং লোডেড’ ইভেন্টে। সেই তালিকায় রয়েছে নতুন আইপ্যাড প্রো। নিউ জেনারেশনের আপডেটেড এই আইপ্যাড প্রো ভার্সানে থাকতে পারে মিনি এলইডি স্ক্রিন টেকনোলজি। এর সঙ্গে আরও গ্যাজেটের ব্যাপারে জানতে উদগ্রীব রয়েছেন গ্যাজেট প্রেমীরা। সেটি হল থার্ড জেনারেশন অ্যাপেল পেনসিল। শোনা যাচ্ছে, নতুন অ্যাপেল পেনসিলে নাকি নতুন সেনসর থাকতে পারে। তবে এই পেনসিল কেবলমাত্র ২০২১ সালে রিলিজ হওয়া আইপ্যাড প্রো-তেই কাজ করবে।
এছাড়াও শোনা যাচ্ছে, আপগ্রেডেড ভার্সানের নতুন আইম্যাক লঞ্চ হতে পারে এই ইভেন্টে। যার ডিজাইনে থাকবে নতুনত্ব। বাড়বে স্ক্রিন সাইজও। নতুন প্রসেসর এবং বড় স্ক্রিন (অনুমান করা হচ্ছে ৩২ ইঞ্চি) সমেত নতুন আইম্যাক দেখার আশায় রয়েছেন গ্যাজেট প্রেমীরা।
অন্যদিকে, অ্যাপেলের ‘স্প্রিং লোডেড’ ইভেন্টে আইওএস ১৪.৫ রোল আউটের ঘোষণা করতে পারেন অ্যাপেল কর্তৃপক্ষ। আইওএস- এর এই নতুন ভার্সানে একগুচ্ছ নতুন ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। যেমন মাস্ক পরা অবস্থাতেও আপনার ফেস আইডি দিয়ে ফোন লক এবং খোলার সুবিধা থাকতে পারে আইওএস ১৪.৫- এ।
এছাড়াও এয়ারপড, এয়ারট্যাগ, অ্যাপেল টিভি লঞ্চ হতে পারে ‘স্প্রিং লোডেড’ ইভেন্টে।