মাত্র ৩০০ ঘণ্টায় ৩০ লক্ষ ছায়াপথের ম্যাপিং! চমক দিল অস্ট্রেলিয়ান রেডিও টেলিস্কোপ
অস্ট্রেলিয় জ্যোতির্বিদ ডেভিড ম্যাককনেলের মতে ‘খেলা বদল’ করার ক্ষমতা রাখে এই রেডিও টেলিস্কোপ।
৩০০ ঘণ্টায় ৩০ লক্ষ নতুন ছায়াপথের অবস্থান নির্ণয় করেছে শক্তিশালী একটি রেডিও টেলিস্কোপ। এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন টেলিস্কোপের হদিশ পাওয়া গিয়েছে অস্ট্রেলিয়ায়। রেকর্ড ব্রেকিং সময়ে মহাকাশের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে, ছিটিয়ে থাকা ছায়াপথগুলির অবস্থান ম্যাপিং করে দেখিয়েছে এই টেলিস্কোপ। গত মঙ্গলবার এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার ‘ন্যাশনাল সায়েন্স এজেন্সি’। বিজ্ঞানীদের ধারণা, আগামীদিনে এইসব নতুন ছায়াপথের হাত ধরে যুগান্তকারী কিছু আবিষ্কার হতে চলেছে।
এই রেডিও টেলিস্কোপের নাম অস্ট্রেলিয়ান স্কোয়ার কিলোমিটার অ্যারে পাথফাইন্ডার (এএসকেএপি)। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই টেলিস্কোপের সাহায্যে সমগ্র মহাকাশের তুলনামূলক সমীক্ষা করতে প্রায় ১০ বছর লাগতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয় জ্যোতির্বিদ ডেভিড ম্যাককনেলের মতে ‘খেলা বদল’ করার ক্ষমতা রাখে এই রেডিও টেলিস্কোপ। জানা গিয়েছে, কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন এই টেলিস্কোপের রিসিভারের ডিজাইন বানিয়েছে। সেই সব রিসিভারের সাহায্যে এ যাবৎ মহাকাশের যে সব ছবি তোলা হয়েছে, তার থেকে আরও অনেক ঝকঝকে ছবি তোলা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: মঙ্গলে বহু বছর আগে বন্যার হদিশ পেলেন বিজ্ঞানীরা
রয়টার্সের একটি সাক্ষাৎকারে জ্যোতির্বিদ ম্যাককনেল বলেছেন, “এর আগেও এভাবে সমগ্র মহাকাশের ছবি তুলে সার্ভে করা হয়েছে। তবে সেক্ষেত্রে এত বিস্তারিত এবং খুঁটিনাটি সম্পন্ন তথ্য ছিল না। কিন্তু এবারের পর্যবেক্ষণের ক্ষেত্রে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও টেলিস্কোপের সাহায্যে মহাকাশের বিস্তীর্ণ একটা অংশের সমীক্ষা করা হয়েছে। ফলে আগের তুলনায় আমরা অনেক বেশি তথ্য পেয়েছি।“
ম্যাককনেল আরও জানিয়েছেন, ইতিমধ্যেই বিজ্ঞানীদের নজরে এসেছে বেশ কিছু অস্বাভাবিক জিনিস। যা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন জ্যোতির্বিদরা। এই তালিকায় রয়েছে বেশ কিছু নক্ষত্রও। ম্যাককনেলের ধারণা এই ধরনের সমীক্ষা আগামী দিনে নক্ষত্রের গঠন এবং গ্যালাক্সি ও ব্যাল্কহোল সম্পর্কে নতুন নতুন তথ্য জানা যাবে।