ভারতে লঞ্চ হয়েছে নতুন 2021 Honda Amaze facelift, দাম শুরু কত টাকা থেকে?
নতুন হন্ডা অ্যামেজফিট ফেসলিফট গাড়ির কেবিনে পুরনো ডিজাইনেরই বেশিরভাগ রয়েছে। ডুয়াল টোনের কেবিন ইন্টিরিয়র ডিজাইনের সঙ্গে রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম।
ভারতে লঞ্চ হয়েছে হন্ডা কারস- এর নতুন গাড়ি 2021 Honda Amaze facelift। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৬.৩২ লক্ষ টাকা থেকে। টপ রেঞ্জের মডেলের দাম ১১.১৫ লক্ষ টাকা। সব দামই এক্স শোরুম দিল্লি অনুসারে ধার্য হয়েছে। এর আগে ২০১৮ সালে Honda Amaze facelift লঞ্চ হয়েছিল। তবে সেই গাড়ির তুলনায় নতুন মডেল অনেক বেশি আপডেটেড। ডিজাইন এবং ফিচারে বেশ কিছু পরিবর্তন এসেছে। পুরনো স্টাইলের সঙ্গে নতুন ডিজাইন এবং আপডেটেড ফিচারের সঙ্গে নতুন ফিচার যুক্ত হয়েছে। জানা গিয়েছে, তিনটি কি-ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে নতুন 2021 Honda Amaze facelift। সেগুলি হল E, S এবং VX ভ্যারিয়েন্ট। বেস ভ্যারিয়েন্ট ছাড়া বাকি তিনটি ট্রিমের ক্ষেত্রে একটি করে CVT automatic option রয়েছে। পেট্রোল ভার্সানে দুটো CVT অটোম্যাটিক ভ্যারিয়েন্ট রয়েছে S এবং VX trims। আর ডিজেল CVT অপশন আপাতত রয়েছে শুধুই VX trim- এ।
জাপানের গাড়ি তৈরি সংস্থা তাদের নতুন হন্ডা অ্যামেজফিট গাড়িতে অনেক পুরনো ডিজাইনই বজায় রেখেছে। তবে তার পাশাপাশি বেশ কিছু প্রিমিয়াম এক্সটিরিয়র ফিচার যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে একটি revised grille, নতুন এলইডি প্রোজেক্টর হেডলাইট, এলইডি ডেটাইম রানিং ল্যাম্প এবং নতুন এলইডি ফগল্যাম্প। টপ ভ্যারিয়েন্টের মডেলে রয়েছে নতুন ডুয়াল টোনের ১৫ ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় হুইলস। সেই সঙ্গে রয়েছে ক্রোম ডোর হ্যান্ডেল। এছাড়াও গাড়ির পিছনের অংশে লাইট অর্থাৎ টেল-ল্যাম্পগুলোই এলইডি লাইট।
নতুন হন্ডা অ্যামেজফিট ফেসলিফট গাড়ির কেবিনে পুরনো ডিজাইনেরই বেশিরভাগ রয়েছে। ডুয়াল টোনের কেবিন ইন্টিরিয়র ডিজাইনের সঙ্গে রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এর মধ্যে অ্যানড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে, ভয়েস কম্যান্ড অ্যাক্টিভেশন, রেয়ার পার্কিং ক্যামেরা (মাল্টি ভিউ এবং গাইডলাইন), পুশ বাটন স্টার্ট, অ্যাটোম্যাটক এসি এবং আরও অনেক অত্যাধুনিক ফিচার রয়েছে। সুরক্ষার খাতিরে এই গাড়িতে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি ব্রেকিং সিস্টেম (with EBD), সিটবেল্ট রিমাইন্ডার, হাই-স্পিড অ্যালার্ট এবং রেয়ার পার্কিং সেনসর।
পেট্রোল এবং ডিজেল, দু’ধরনের ইঞ্জিনের অপশনই রয়েছে 2021 Honda Amaze facelift গাড়িতে। আগের মতোই এই গাড়িতে ১.২ লিটারের i-VTEC unit এবং ১.৫ লিটারের i-DTEC ডিজেল মোটরের সাহায্যে। প্রথম ইঞ্জিনের সাহায্যে ৮৯ bhp এবং ১১০ Nm of peak torque শক্তি উৎপন্ন হয়। আর দ্বিতীয় মোটরের সাহায্যে ৯৯ bhp এবং ২০০ Nm of peak torque শক্তি উৎপন্ন হবে। দুই ইঞ্জিনের ক্ষেত্রেই ট্রান্সমিশন অপশনে একটি করে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে। এর সঙ্গে রয়েছে অপশনাল CVT অটোম্যাটিক ফিচার।