ভারতে লঞ্চ হয়েছে নতুন ই-স্কুটার ‘সিম্পল ওয়ান’, বেঙ্গালুরুর সংস্থার তৈরি এই ইলেকট্রিক স্কুটারের দাম কত?

তামিলনাড়ুর হোসুরে ২ লক্ষ বর্গ ফুটের একটি কারখানা রয়েছে। সেখানেই সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটার নির্মাণ করছে সিম্পল এনার্জি সংস্থা।

ভারতে লঞ্চ হয়েছে নতুন ই-স্কুটার 'সিম্পল ওয়ান', বেঙ্গালুরুর সংস্থার তৈরি এই ইলেকট্রিক স্কুটারের দাম কত?
১৫ অগস্ট ভারতে লঞ্চ হয়েছে এই ইলেকট্রিক স্কুটার।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2021 | 8:09 AM

বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকেল নির্মাণের স্টার্ট আপ সংস্থা সিম্পল এনার্জি তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার ‘সিম্পল ওয়ান’ লঞ্চ করেছে ভারতে। ওলার ই-স্কুটারের সঙ্গে একই দিনে অর্থাৎ ১৫ অগস্টই ভারতে লঞ্চ হয়েছে সিম্পল এনার্জির ইলেকট্রিক স্কুটার সিম্পল ওয়ান। এই ই-স্কুটারে রয়েছে একটি ৪.৮ kWh- এর লিথিয়াম আয়ন ব্যাটারি। এর সাহায্যে সর্বোচ্চ ২৩৬ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়। অন্যদিকে সংস্থার দাবি, ইকো মোডে সাধারণ ভাবে ২০৩ কিলোমিটারের রেঞ্জ পাওয়া সম্ভব। সিম্পল ওয়ান ই-স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০৫ কিলোমিটার। এছাড়া ০ থেকে ৪০ কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে সময় লাগে মাত্র ২.৯ সেকেন্ড। এই ইলেকট্রিক স্কুটারের ইঞ্জিন বা মোটরের সাহায্যে ৪.৫ kW এবং ৭২ Nm of torque শক্তি উৎপন্ন হয়। সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারে রয়েছে ১১০ কেজির kerb weight এবং ৩০ লিটারের boot space। এই ই-স্কুটারের দাম ১,০৯,৯৯৯ লক্ষ টাকা (এক্স শোরুম)।

সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারের দাম বিভিন্ন রাজ্যে সেখানকার স্টেট সাবসিডি- র উপর নির্ভর করে একটু এদিক-ওদিক হতে পারে। ১৯৪৭ টাকার বিনিময়ে এই ই-স্কুটারের প্রি-অর্ডার করা সম্ভব। এই মুহূর্তে ৭৫টি শহরে সিম্পল ওয়ান ই-স্কুটার লঞ্চের পরিকল্পনা রয়েছে সিম্পল এনার্জি সংস্থার। এর মধ্যে ১৩টি শহরে আগামী কয়েক মাসের মধ্যেই কাজ শুরু হবে। পরের বছরের মধ্যে ১৭৫টি শহরে ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বেঙ্গালুরুর ওই স্টার্ট আপ সংস্থার। ১৫ অগস্ট থেকেই শুরু হয়েছে এই ই-স্কুটারের প্রি-বুকিং। দেশের যেকোনও প্রান্ত থেকে সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারের জন্য বুকিং করতে পারবেন আগ্রহীরা। কবে থেকে এই ই-স্কুটারের ডেলিভারি শুরু হবে তা অবশ্য জানায়নি সংস্থা।

সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৪জি পরিষেবা। অর্থাৎ এটি একটি কানেক্টেড স্কুটার। চারটি রাইডিং মোড রয়েছে এই ই-স্কুটারে। সেগুলি হল- Eco, Ride, Dash এবং Sonic। এছাড়াও রয়েছে ৭ ইঞ্চির একটি টাচস্ক্রিন প্যানেল, ব্লুটুথ কানেক্টিভিটি, জিও ফেন্সিং, অনবোর্ড নেভিগেশন, ওভার দ্য এয়ার আপডেট, কানেক্টেড স্মার্টফোনের সাহায্যে মিউজিক এবং ফোন কলের ক্ষেত্রে অ্যাকসেস এবং নিয়ন্ত্রণ, remote telemetrics এবং টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। এই ই-স্কুটারে চার্জ দেওয়ার জন্য কোম্পানির তরফে একটি Simple Loop charging network লঞ্চ করা হয়েছে। পাবলিক চার্জিং কিংবা হোম চার্জিং, সু’ক্ষেত্রেই এই পরিষেবা আপনাকে সাহায্য করবে। আগামী ৭ মাসের মধ্যে ১৩টি শহরে ৩০০ চার্জিং স্টেশন তৈরি হবে বলে জানিয়েছে সিম্পল এনার্জি সংস্থা।

ভারতে লঞ্চ হওয়া সিম্পল এনার্জির প্রথম ইলেকট্রিক স্কুটার সিম্পল ওয়ানে রয়েছে ১২ ইঞ্চির চাকা। এই ই-স্কুটারের চাকার সামনে রয়েছে ২০০ mm ফ্রন্ট ডিস্ক এবং পিছনের অংশে রয়েছে ১৮০ mm রেয়ার ডিস্ক। এছাড়া সিম্পল এনার্জি সংস্থার তরফে তাদের নিজস্ব ব্রেকিং সিস্টেম তৈরি করা হয়েছে সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারের জন্য।

আরও পড়ুন- Ola Electric Scooter: ভারতে লঞ্চ হয়েছে ওলার ইলেকট্রিক স্কুটার, দেখে নিন খুঁটিনাটি ফিচার