Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

2023 Tata Nexon EV Facelift লঞ্চ হল 14.74 লাখে, এক চার্জে দৌড়বে 465 কিলোমিটার

2023 Tata Nexon EV Facelift-এর ডিজ়াইনটি নেওয়া হয়েছে Tata Curvv কনসেপ্ট থেকে। এই নতুন নেক্সন ফেসলিফ্ট ভার্সনের দাম শুরু হচ্ছে 14.74 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে এবং তার দাম যাচ্ছে 19.94 লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। তবে এই দাম লিমিটেড পিরিয়ডের জন্য ইন্ট্রোডাক্টারি অফার হিসেবে নিয়ে আসা হয়েছে।

2023 Tata Nexon EV Facelift লঞ্চ হল 14.74 লাখে, এক চার্জে দৌড়বে 465 কিলোমিটার
এসে গেল নেক্সন ইভির নতুন ফেসলিফ্ট ভার্সন।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 4:19 PM

Tata Motors তার Nexon EV Facelift গাড়িটি লঞ্চ করে দিল। এই নতুন নেক্সন ফেসলিফ্ট ভার্সনের দাম শুরু হচ্ছে 14.74 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে এবং তার দাম যাচ্ছে 19.94 লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। তবে এই দাম লিমিটেড পিরিয়ডের জন্য ইন্ট্রোডাক্টারি অফার হিসেবে নিয়ে আসা হয়েছে। গাড়িটিকে Tata Nexon.ev বলা হচ্ছে। বিগত কয়েক বছর ধরে জনপ্রিয় এসইউভিটি যে দাপট চালাচ্ছে, তারই পিওর ইভি বা ইলেকট্রিক ভেহিকল ভার্সন হল Nexon EV Facelift। পিওর ইভি অর্থে জন্মলগ্ন থেকেই গাড়িটি ইলেকট্রিক। নতুন বিদ্যুচ্চালিত গাড়িটির ডিজ়াইন বদলানো হয়েছে, রয়েছে একাধিক নতুন ফিচার্স এবং আপগ্রেডেড পাওয়ারট্রেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই টাটা মোটরস আগের নিক্সন ইলেকট্রিক গাড়িটির 53,000 ইউনিট বাজারে বিক্রি করে ফেলেছে। নতুন গাড়িটির ক্ষেত্রেও বিক্রিবাট্টায় এমন জোয়ার আসবে বলেই মনে করছে সংস্থাটি।

2023 Tata Nexon EV Facelift-এর ডিজ়াইনটি নেওয়া হয়েছে Tata Curvv কনসেপ্ট থেকে। গাড়িটিতে আগের তুলনায় ভিন্ন এয়ার ড্যাম এবং ফুল উইধ LED লাইট বার দেওয়া হয়েছে। তার ফলে গাড়িটি আইসিই কাউন্টারপার্টের থেকে অনেকটাই আলাদা হয়েছে। নিক্সন ইভি ফেসলিফ্টের মোট সাতটি ভিন্ন এক্সটিরিয়ার কালার অপশন রয়েছে: এমপাওয়ার্ড অক্সাইড, প্রিস্টাইন হোয়াইট, ইনটেন্সি টিল, ফ্লেম রেড, ডেটোনা গ্রে, ফিয়ারলেস পার্পল এবং ক্রিয়েটিভ ওশিয়ান।

ডিজ়াইন

এই ইলেকট্রিক এসইউভিতে সম্পূর্ণ ভাবে নতুন LED হেডল্যাম্প সেটআপ দেওয়া হয়েছে,যাতে এখন LED ডেটাইম রানিং লাইটসও রয়েছে। সমগ্র ফ্রন্ট ফ্যাসিয়া আপডেট করা হয়েছে। গাড়িটি দৌড়চ্ছে একটি 16 ইঞ্চির অ্যালয় হুইলের সাহায্যে। তবে আগের মডেলের মতো এতে ব্লু অ্যাক্সেন্ট উইন্ডো লাইনটি দেওয়া হয়নি। গাড়িটির পিছনে রয়েছে LED লাইট বার, টেইলগাইট নতুন করে তৈরি করা হয়েছে এবং দুই প্রান্তেই ডেল্টা শেপের LED টেইল ল্যাম্প থাকছে। এছাড়া অ্যাঙ্গুলার বাম্পার এবং একটি নতুন ইন্টিগ্রেটেড রুফ স্পয়লার দেওয়ার ফলে গাড়িটি রেঞ্জ-রোভারের মতো লুক পেয়েছে।

ফিচার্স

2023 Tata Nexon EV Facelift এখন ওয়াইড রেঞ্জের লেআউট এবং একাধিক নতুন ফিচার্স পেয়েছে। বেশ বড় দুটি স্ক্রিন রয়েছে এখন, তার মধ্যে একটি হল 12.3 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং অপরটি একটি 10.25 ইঞ্চির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যা কেবিনের প্রিমিয়াম কোশেন্ট বাড়িয়ে তুলেছে। নতুন ইলেকট্রিক ভেহিকলে রয়েছে স্টিয়ারিং মাউন্টেড প্যাডেল শিফ্টার, 360 ডিগ্রি ক্যামেরা, ব্লাইন্ড স্পট মনিটর, ওয়্যারলেস স্মার্টফোন চার্জার, ভয়েস কমান্ড ফাংশন, হাইট অ্যাডজাস্টেবল ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, এয়ার পিওরিফায়ার, সাবউফার সহযোগে JBL অডিও সিস্টেম এবং সানরুফও দেওয়া হয়েছে।

সুরক্ষা

সুরক্ষা ফিচার্সের দিক থেকে Nexon EV Facelift-এ রয়েছে ছয়টি এয়ারব্যাগ এবং স্ট্যান্ডার্ড হিসেবে ESC। অন্য দিকে ফ্রন্ট ও রিয়ার পার্কিং সেন্সর, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, হিল অ্যাসেন্ট, ডিসেন্ট কন্ট্রোল এবং রিয়ার ডিস্ক ব্রেক দেওয়ার ফলে গাড়িটি আরও সুরক্ষিত হয়েছে।

পাওয়ারট্রেন

পাওয়ারট্রেনের দিক থেকে Tata Nexon EV Facelift-এ একাধিক উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। পাওয়ারের জন্য গাড়িটিতে এখন নিউ জেন 2 মোটর দেওয়া হয়েছে, যা আগের মোটরের তুলনায় অন্তত 20 Kg হাল্কা। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, ইলেকট্রিক গাড়িটি একচার্জে 465 কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারবে। এদিকে ইলেকট্রিক গাড়িটির যে লং রেঞ্জ ভ্যারিয়েন্টটি রয়েছে, তা 143 bhp পিক পাওয়ার এবং 215 Nm সর্বাধিক টর্ক দিতে পারে। গাড়িটির পাওয়ার আউটপুট যেমন বাড়ানো হয়েছে, তেমনই আবার তার টর্ক জেনারেশন আগের তুলনায় সামান্য কমানো হয়েছে। মাত্র 8.9 সেকেন্ডের মধ্যেই গাড়িটি 0-100 kmph স্পিড তুলতে পারে। তিনটি ভিন্ন ড্রাইভিং মোড রয়েছে: সিটি, ইকো এবং স্পোর্ট।

টাটা মোটরস জানিয়েছে, নতুন ইলেকট্রিক ভেহিকলটি আগের তুলনায় আরও অ্যারোডাইনামিক করা হয়েছে। আর তার ফলে গাড়িটির পারফরম্যান্সও আরও ভাল হয়েছে। নিক্সন ইভি-র এই নতুন সংস্করণে আগের মতোই 40.5 kWh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এই ব্যাটারির সঙ্গে আট বছর অর্থাৎ 160,000 কিলোমিটারের ওয়ারান্টি দিচ্ছে টাটা মোটরস। Nexon EV Facelift-এর আর একটি গুরুত্বপূর্ণ দিক হল এতে V2L এবং V2V প্রযুক্তি দেওয়া হয়েছে, তার ফলে গাড়িটি অন্যান্য ইলেকট্রিক গাড়িকেও চার্জ দেওয়ার ক্ষমতা রাখে।