Hero Xpulse 200 4V বাইকের আপডেটেড 2023 ভার্সন লঞ্চ হয়ে গেল, দাম 1.44 লাখ টাকা
2023 Hero Xpulse 200 4V বাইকটি লঞ্চ করা হয়েছে মোট দুটি ভ্যারিয়েন্টে: স্ট্যান্ডার্ড ও প্রো। এই ভার্সন দুটির দাম যথাক্রমে 1.44 লাখ টাকা ও 1.51 লাখ টাকা। দুটি মডেলের দামই এক্স-শোরুমের।
Hero MotoCorp ভারতে তাদের আপডেটেড Xpulse 200 4V বাইকটি লঞ্চ করে দিল। নতুন হিরো বাইকের দাম শুরু হচ্ছে 1.44 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। এটি একটি এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, যা এখন দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটি আপডেটেড ইঞ্জিন এবং একাধিক নতুন ফিচার্স দেওয়া হয়েছে 2023 Xpulse 200 4V মোটরবাইকে। এই লেটেস্ট বাইকে নতুন কী-কী ফিচার্স রয়েছে, আগের থেকে কী-কী পরিবর্তন করা হয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
2023 Hero Xpulse 200 4V: নতুন কী থাকছে?
ডিজ়াইনের দিক থেকে আপডেটেড 2023 Hero Xpulse 200 4V বাইকে রয়েছে নতুন 60 mm লম্বা ভাইজ়ার, আপডেটেড সুইচ গিয়ার, অল-LED হেডল্যাম্প ও তার সঙ্গে একটি H-শেপড LED DRL এবং একটি আপডেটেড রাইডার ট্রায়াঙ্গল। রাইডার ফুট পেগের পজ়িশনও আগের থেকে অন্যরকম করা হয়েছে। এই Hero Xpulse 200 4V আপডেটেড মডেলে একাধিক ABS মোড রয়েছে: রোড, অফ রোড এবং র্যালি।
2023 Hero Xpulse 200 4V: ইঞ্জিন ও গিয়ারবক্স
Xpulse 200 4V বাইকে রয়েছে আগের মতোই একই 199.6cc সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুলড, ফুয়েল ইঞ্জেক্টেড, ফোর স্ট্রোক, ফোর ভাল্ভ ইঞ্জিন, যা 18.9 bhp চার্ন আউট করতে পারে 8,500 RPM-এ এবং 17.35 Nm পিক টর্ক দিতে পারে 6,500 RPM-এ। এই ইঞ্জিনটি এখন OBD-2 কমপ্লায়েন্ট E20 ফুয়েল দ্বারাও চালিত হতে পারে। 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে পেয়ার করা রয়েছে এটি।
2023 Hero Xpulse 200 4V: ভ্যারিয়েন্ট ও দাম
2023 Hero Xpulse 200 4V বাইকটি লঞ্চ করা হয়েছে মোট দুটি ভ্যারিয়েন্টে: স্ট্যান্ডার্ড ও প্রো। এই ভার্সন দুটির দাম যথাক্রমে 1.44 লাখ টাকা ও 1.51 লাখ টাকা। দুটি মডেলের দামই এক্স-শোরুমের। এদের মধ্যে প্রো ভ্যারিয়েন্টের Xpulse 200 4V-তে রয়েছে অ্যাডজাস্টেবল ফ্রন্ট সাসপেনশন ও তার সঙ্গে 250 mm ট্রাভেল, একটি 10 স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন ও তার সঙ্গে 220 mm ট্রাভেল, সিট হাইট অনেকটাই লম্বা, গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগের থেকে অনেকটাই বাড়ানো হয়েছে এবং আরও ভাল অফ-রোজ এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে হ্যান্ডেলবার রাইজ়ার।