Honda Elevate SUV ভারতে আসছে 6 জুন, ফিচার-দাম কত হতে পারে, জেনে নিন সব তথ্য
Honda Elevate Latest News: অগস্টে গাড়িটি অফিসিয়ালি লঞ্চ করবে। মনে করা হচ্ছে, গাড়ির দাম হবে 10 লাখ টাকা থেকে 18 লাখ টাকার মধ্যে। মিড-সাইজ় SUV সেগমেন্টের একাধিক গাড়ির সঙ্গে জোরদার টক্কর হবে Honda Elevate SUV-র।
Honda ভারতে একটি নতুন গাড়ি নিয়ে আসছে। একটি নতুন মিড-সাইজ় SUV-র মাধ্যমেই সংস্থাটি ভারতে তাদের প্রডাক্ট লাইন-আপ গাড়ির নাম Honda Elevate। 6 জুন গাড়িটি ভারতে লঞ্চ করছে। Amaze এবং City সেডানের পর Honda-র এই পোর্টফোলিওতে এটি তৃতীয় গাড়ি হতে চলেছে। আসন্ন এই Honda Elevate SUV সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
Honda Elevate SUV: ডিজ়াইন ও ফিচার
নতুন Honda Elevate মিড-সাইজ় এসইউভি-র ফিচারগুলি অনেকটাই Honda City-র মতো হতে চলেছে। ডিজ়াইনের দিক থেকে গাড়িটিতে থাকছে মাসকিফলার স্টাইলিং এবং সোল্ড বোর্ড HR-V এবং CR-V SUVগুলির মতোই। দৈর্ঘ্যে এলিভেট গাড়িটি 4.2-4.3 মিটারের। জাপানিজ় স্পোর্ট ইউটিলিটি ভেহিকলটিতে একাধিক আকর্ষণীয় ফিচার্স থাকছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল লেভেল-টু ADAS (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম)।
Honda Elevate SUV: পাওয়ারট্রেন
Honda City-র মতোই গাড়িটিতে থাকছে দুটি ইঞ্জিনের অপশন। তাদের মধ্যে প্রথমটি 121 bhp 1.5 ন্যাচেরালি অ্যাসপিরেটেড পেট্রল ইঞ্জিন, যা পেয়ার করা রয়েছে 6 স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স এবং CVT-র সঙ্গে। পাশাপাশি Honda Elevate SUV-তে থাকছে 1.5 লিটারের অ্যাটকিনসন সাইকেল পেট্রল স্ট্রং হাইব্রিড ইউনিট, যা পেয়ার করা রয়েছে দুটি ইলেকট্রিক মোটর এবং ই-সিভিটির সঙ্গে।
Witness the #WorldPremiere of the most awaited SUV, the all-new Honda Elevate on June 06, 2023. Mark your calendar for the big unveil!#HondaElevate #NewHondaSUV #AllNewElevate pic.twitter.com/sc8TVGpjgN
— Honda Car India (@HondaCarIndia) May 15, 2023
Honda Elevate SUV: দাম কত হতে পারে, প্রতিযোগী কারা?
6 জুন গাড়িটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে। অর্থাৎ ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চ করা হবে গাড়িটি। অগস্টে গাড়িটি অফিসিয়ালি লঞ্চ করবে। মনে করা হচ্ছে, গাড়ির দাম হবে 10 লাখ টাকা থেকে 18 লাখ টাকার মধ্যে। মিড-সাইজ় SUV সেগমেন্টের একাধিক গাড়ির সঙ্গে জোরদার টক্কর হবে Honda Elevate SUV-র। Hyundai Creta, Kia Seltos, Maruti Suzuki Grand Vitara-সহ একাধিক গাড়ির সঙ্গে টক্কর দেবে এই Elevate SUV।