Maruti Suzuki EVX: লঞ্চের আগেই দেখা মিলল মারুতির প্রথম ইলেকট্রিক SUV গাড়ির, সিঙ্গেল চার্জে চলবে 550 কিমি

Maruti Suzuki EVX Electric SUV: লুক এবং ডিজাইনের দিক থেকে গ্র্যান্ড ভিটারা এবং ফ্রাঙ্কসের মতোই অনেকটা। গাড়িটিতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হবে। ভারতের বৃহত্তম গাড়ি বিক্রয়কারী সংস্থা মারুতি সুজুকি এখনও পর্যন্ত একটিও বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেনি।

Maruti Suzuki EVX: লঞ্চের আগেই দেখা মিলল মারুতির প্রথম ইলেকট্রিক SUV গাড়ির, সিঙ্গেল চার্জে চলবে 550 কিমি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 5:21 PM

Maruti Suzuki EVX Look: ভারতে ইলেকট্রিক গাড়ির সংখ্যা যে হারে বাড়ছে, তাতে আর কিছু বছর পর সমস্ত কোম্পানিই বাজারে ইলেকট্রিক গাড়ি নিয়ে হাজির হবে। Maruti Suzuki চলতি বছরের অটো এক্সপোতে তার আসন্ন বৈদ্যুতিক SUV EVX সামনে এনেছে। গাড়িটির নাম রাখা হয়েছে Maruti Suzuki EVX। EVX হল ইন্দো-জাপানি কোম্পানির প্রথম বৈদ্যুতিক যান, যার পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে। আর তার একটি ছবি ফাঁস হয়েছে। লুক এবং ডিজাইনের দিক থেকে গ্র্যান্ড ভিটারা এবং ফ্রাঙ্কসের মতোই অনেকটা। গাড়িটিতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হবে। ভারতের বৃহত্তম গাড়ি বিক্রয়কারী সংস্থা মারুতি সুজুকি এখনও পর্যন্ত একটিও বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেনি। আগামী সময়ে, EVX-এর সঙ্গে WagonR EV, Franks EV এবং Baleno EV-এর মতো গাড়িগুলিও চালু করা যেতে পারে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Maruti Suzuki EVX আগামী বছর বা 2025 সালে লঞ্চ হতে পারে। এর একটি ধারণা মডেলটি অটো এক্সপো 2023-এ আনা হয়েছিল। কোম্পানিটি ইতিমধ্যেই প্রকাশ করেছে যে, EVX-এ একটি 60 kWh ব্যাটারি প্যাক থাকবে এবং এটি একবার চার্জে প্রায় 550 কিলোমিটার চলতে পারবে।

Maruti Suzuki EVX লুক-ডিজাইন এবং প্রত্যাশিত ফিচার:

Maruti Suzuki EVX-এ হাই-মাউন্টেড র‌্যাপারাউন্ড টেললাইট, ভিনটেজ-স্টাইলের হেডলাইট, মাল্টিস্পোক সিলভার অ্যালয় হুইল এবং ORVM রয়েছে। কিন্তু ক্যামেরার মতো ফিচারগুলি কী ধরনের হবে, তা এখনও জানা যায়নি। তবে লুকের দিক থেকে আলাদা করে আর কিছু বলার নেই। গাড়িটি আকারে ছোট হলেও লুকের দিকে বিশেষ নজর রাখা হয়েছে।

Maruti Suzuki EVX-এর ইন্টারনাল ফিচারগুলি সম্পর্কে বললে , এটিতে একটি ড্যাশবোর্ড এবং একটি বড় ফ্রি-স্ট্যান্ডিং ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও ইনস্ট্রুমেন্টেশনের পাশাপাশি ইনফোটেইনমেন্ট স্ক্রিনগুলিও পেয়ে যাবেন। সিটগুলি খুবই আরামদায়ক বলে কোম্পানির দাবি। বৈদ্যুতিক SUV-তে এসি ভেন্ট সহ একটি 2-স্পোক স্টিয়ারিং হুইলের মতো ফিচার থাকবে। EVX-এ সমস্ত সিকিউরিটি ফিচারের দিকে নজর দেওয়া হয়েছে।