বর্ন ইলেকট্রিক 2023 Tata Nexon EV Facelift-এর পর্দা উন্মোচিত, এক চার্জে 465km রেঞ্জ
Tata Nexon EV-তে রয়েছে একটি লিক্যুইড-কুলড IP67 ব্যাটারি প্যাক, যা 40.5 kWh রেটেড। গাড়িটি এক চার্জে 465km রেঞ্জ দিতে পারে। 143 PS এবং 215 Nm-এ রেট করা রয়েছে গাড়িটি, মাত্র 8.9 সেকেন্ডের মধ্যে 0-100kmph অ্যাক্সিলারেট করতে পারে টাটার আসন্ন ইলেকট্রিক গাড়ি।

Tata Nexon এর পরবর্তী ফেসলিফ্ট ভার্সন লঞ্চের তোড়জোড় শুরু করে দিয়েছে Tata Motors। 14 সেপ্টেম্বর লঞ্চ করা হবে নতুন Tata Nexon Facelift এর। সেই দিনই গাড়িটির ইলেকট্রিক ভ্যারিয়েন্টও হাজির হবে দেশের বাজারে। তারই কয়েক প্রহর আগে 2023 Tata Nexon EV Facelift এর পর্দা উন্মোচিত হল দেশে। অর্থাৎ রূপে-গুণে গাড়িটি কেমন হতে চলেছে, তার প্রথম লুক জনসমক্ষে নিয়ে এসেছে টাটা মোটরস। অফিসিয়ালি তা লঞ্চ করা হবে 14 সেপ্টেম্বর। নেক্সন ইভি ফেসলিফ্টের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল এটি বর্ন ইলেকট্রিক গাড়ি। এতদিন সমস্ত ইলেকট্রিক গাড়ি তৈরির ক্ষেত্রে ICE মডেলগুলিকেই ইলেকট্রিকে কনভার্ট করত টাটা মোটরস। এবারের 2023 Tata Nexon.ev প্রথম থেকেই ইলেকট্রিক। কী-কী ফিচার্স রয়েছে এই গাড়িতে, ডিজ়াইন কেমন, ব্যাটারি রেঞ্জ কত, পারফরম্যান্স-সহ অন্যান্য সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নেওয়া যাক।
ডিজ়াইন
নতুন টাটা নেক্সন ইলেকট্রিক এসইউভি-তে থাকছে নতুন সিগনেচার DRL ও তার সঙ্গে ওয়েলকাম এবং গুডবাই সিকোয়েন্স। গাড়ির সামনে রয়েছে চার্জিং ইন্ডিকেটর এবং আইকনিক এক্স ফ্যাক্টরটি কানেক্ট করা রয়েছে টেইল লাইটের সঙ্গে। রিয়ার ওয়াইপারগুলি হিডেন এবং R16 অ্যালয় হুইলের সঙ্গে দেওয়া হয়েছে অ্যারো ইনসার্ট। সামগ্রিক ভাবে Tata Nexon.ev তার ডিজ়াইন আইসিই ভার্সন থেকেই ধার নিয়েছে। কিন্তু তার মধ্যেই ডিজ়াইনে যে সব আপগ্রেডেশন দেওয়া হয়েছে, সেগুলি সত্যিই চোখধাঁধানো।
কেবিন
2023 Tata Nexon.ev-র কেবিনে রয়েছে হাই-ডেফিনিশন রিকনফিগারেবল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ফ্রি স্ট্যান্ডিং সিনেম্যাটিক 31.24 cm টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, ওয়্যারলেস চার্জার, ইলেকট্রিক সানরুফ, এয়ার পিওরিফায়ার, কুলড গ্লোভ বক্স, ভেন্টিলেটেড কার সিট-সহ আরও একাধিক ফিচার্স।
সুরক্ষা ফিচারের দিক থেকে Tata Nexon EV-তে রয়েছে অটো হেডল্যাম্প, রেইন সেন্সিং ওয়াইপার্স, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, হিল ডিসেন্ট কন্ট্রোল ও হিল অ্যাসেন্ট কন্ট্রোল, ছয়টি এয়ারব্যাগ, ESP ও তার সঙ্গে iVBAC, ব্লাইন্ড স্পট ভিউ মনিটর, 360 সারাউন্ড ভিউ ক্যামেরা সিস্টেম এবং আরও অনেক কিছু।
পারফরম্যান্স
Tata Nexon EV-তে রয়েছে একটি লিক্যুইড-কুলড IP67 ব্যাটারি প্যাক, যা 40.5 kWh রেটেড। গাড়িটি এক চার্জে 465km রেঞ্জ দিতে পারে। 143 PS এবং 215 Nm-এ রেট করা রয়েছে গাড়িটি, মাত্র 8.9 সেকেন্ডের মধ্যে 0-100kmph অ্যাক্সিলারেট করতে পারে টাটার আসন্ন ইলেকট্রিক গাড়ি। ভেহিকল টু ভেহিকল চার্জিং এবং ভেহিকল টু লোড চার্জিং ফেসিলিটি দেওয়া হচ্ছে এই গাড়ির সঙ্গে, যার ফলে নেক্সন ইভির এই নতুন ভার্সনটি চার্জ করা আরও সহজ হয়ে উঠবে।
চার্জিং
একাধিক চার্জিং অপশন পেতে চলেছে গাড়িটি। সেগুলি হল –
7.2kW AC হোম ওয়ালবক্স চার্জার – এই চার্জার আপনি আপনার বাড়ি বা অফিসে ইনস্টল করে রাখতে পারেন। মিডিয়াম রেঞ্জ ভার্সনের জন্য 4.3 ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ ভাবে চার্জ করা যাবে গাড়িটি এবং লং রেঞ্জ ভার্সনের জন্য সময় লেগে যাবে প্রায় 6 ঘণ্টা।
AC হোম ওয়ালবক্স চার্জার – লং রেঞ্জ পেতে এই ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে 10.5 ঘণ্টা সময় লাগবে এবং মিডিয়াম রেঞ্জের জন্য 15 ঘণ্টা সময় লেগে যাবে।
DC ফাস্ট চার্জার – বিভিন্ন ইভি প্লেয়ারদের কাছেই এই চার্জারটি পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে টাটা পাওয়ারও। মিডিয়াম, লং রেঞ্জ এবং দুই মিলিয়েই মাত্র 56 মিনিটের মধ্যেই গাড়িটি 10%-100% পর্যন্ত চার্জ করা যাবে।
15A পোর্টেবল চার্জার – গাড়ির সঙ্গেই এই চার্জারটি দেওয়া হতে পারে এবং এটি ব্যবহার করতে দরকার একটি 15A পাওয়ার সকেট । মিডিয়াম রেঞ্জের ক্ষেত্রে 10.5 ঘণ্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে এবং লং রেঞ্জের জন্য সময় লাগবে প্রায় 15 ঘণ্টা।





