Tesla in India: ভারতের আমদানি শুল্ক ৪০ শতাংশ কমালেই খুলবে টেসলার কারখানা, কিন্তু সমস্যা ঠিক কোথায়?
ভারতে টেসলার গাড়ি পাঠানোর জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে সংস্থা। টেসলার এই অনুরোধ রাখলেই তারা ভারতে শুরু করে দিতে পারে এই গাড়ির ট্রায়াল রান।
টেসলার সিইও এলন মাস্ক টুইট করেছিলেন যে তিনি বৈদ্যুতিক যানবাহনের জন্য ভারতে সাময়িক আমদানি শুল্ক ছাড়ের আশা করছেন। তিনি বলেন যে, ‘টেসলা খুব তাড়াতাড়িই ভারতে গাড়ি লঞ্চ করতে চায়, কিন্তু ভারতের আমদানি শুল্ক বিশ্বের যে কোনও বড় দেশের থেকে বেশি।’
এশিয়ানেটের মতো কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, এই টেসলা কোম্পানি ভারতে তাদের গাড়ি পাঠানোর জন্য সেই গাড়ির আমদানি শুল্ক প্রায় ৪০ শতাংশ কমানোর অনুরোধ জানান হয়েছে। দেশে যদি টেসলার মত কোনও বিদেশী কোম্পানির কারখানা তৈরি হয় তাহলে বেকারত্বের পরিমানও অনেকটা ঘুচবে। সেই সঙ্গে ভারতের গাড়ি বাজারে পরিস্থিতি উন্নতির সঙ্গে আর্থিক পরিস্থিতির গ্রাফও হবে উর্ধ্বমুখী।
বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি এলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম টেসলা। এই সংস্থার তরফেই বৈদ্যুতিক গাড়ি খুব শীঘ্রই ভারতে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২১ সালের অগাস্ট মাসে ভারতে Tesla কোম্পানির ৪ ধরনের বৈদ্যুতিক গাড়িকে লঞ্চ করার অনুমতি আগেই দিয়েছিল। সম্প্রতি টেসলা কোম্পানির নতুন ৩ ধরনের বৈদ্যুতিক গাড়িকে লঞ্চ করার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে টেসলা কোম্পানির মোট ৭ ধরনের বৈদ্যুতিক গাড়ি ভারতের হোমোলোগেশন সার্টিফিকেট পাবে।
ভারতের রাস্তায় টেসলা কোম্পানির কয়েকটি টেস্টিং গাড়িকেও দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু আমেরিকার এই বৈদ্যুতিক গাড়ির কোম্পানি এখনও ভারতে লোকাল প্রোডাকশন শুরু করার জন্য কোনও রকম পদক্ষেপ গ্রহণ করেনি। টেসলা কোম্পানির তরফে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এখনও কথাবার্তা চলছে আমদানি শুল্ক কমানোর জন্য। ভারতের রাস্তায় টেসলা কোম্পানির বৈদ্যুতিক গাড়ি নামানোর জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা পর্ব চলছে।
এখন অপেক্ষা যদি মোদী সরকার এই গাড়ির ওপর আমদানী শুল্ক কম করে কিনা। যদি শুল্ক কমানোয় রাজি হয়ে যান তাহলে ভারতের গাড়ি বাজার থেকে চাকরি বাজার সব ক্ষেত্রেই উন্নতির নতুন দ্বার উন্মোচন হবে সে কথা বলাই বাহুল্য। এখন অপেক্ষা যদি মোদী সরকার এই গাড়ির ওপর আমদানী শুল্ক কম করে কিনা। যদি শুল্ক কমানোয় রাজি হয়ে যান তাহলে ভারতের গাড়ি বাজার থেকে চাকরি বাজার সব ক্ষেত্রেই উন্নতির নতুন দ্বার উন্মোচন হবে সে কথা বলাই বাহুল্য।