How To Use ChatGPT: মগজ আপনার, অস্ত্র তার! এই উপায়ে ব্যবহার করলেই আপনি ChatGPT-র মাস্টার
ChatGPT User Guide: ChatGPT কী, কীভাবে আপনি এটি ব্যবহার করবেন, খুব সহজে এই সব বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব, যাতে AI Chatbotটির সঠিক ব্যবহার আপনি করতে পারেন।

ChatGPT Tips And Tricks: বাজারে নতুন Chatbot নিয়ে জোর চর্চা চলছে, যার নাম ChatGPT। প্রযুক্তি দুনিয়ার যেন ভোল বদলে দিয়েছে এই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবট। ChatGPT নামক AI চ্যাটবটটি পৃথিবীর কঠিন থেকে কঠিনতম পরীক্ষা দিয়ে নিজের জাত চিনিয়েছে। শুধুই কী তাই। সেই সঙ্গেই আবার সে প্রেমপত্র লিখেছে, আরও যে কত কী করেছে তার ইয়ত্তা নেই। এখন সারা বিশ্বে একটা বড় অংশের মানুষ যেখানে চ্যাটজিপিটি-র সুযোগ-সুবিধাগুলি উপভোগ করছেন, আর একটা অংশের মানুষ ঠিক সেখানেই খুঁজতে ব্যস্ত যে চ্যাটবটটি মানবজীবন সংকটজনক করে তুলবে কি না। ChatGPT অনেকেই ব্যবহার করছেন। কিন্তু সঠিক ভাবে ব্যবহার করতে পারছেন না। আর পারছেন না বলেই তাঁরা চ্যাটবটটিকে সঠিকভাবে ব্যবহারও করতে পারছেন না। ChatGPT কী, কীভাবে আপনি এটি ব্যবহার করবেন, খুব সহজে এই সব বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব, যাতে AI Chatbotটির সঠিক ব্যবহার আপনি করতে পারেন।
ChatGPT কী?
ChatGPT হল একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর AI চ্যাটবট। প্রাথমিক ভাবে এই চ্যাটবটটি লঞ্চ করা হয়েছিল 2022 সালের নভেম্বর মাসে। এই চ্যাটবট তৈরি করেছে OpenAI নামক একটি সংস্থা, যার প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। তিনিই চ্যাটজিপিটি-র সৃষ্টিকর্তা। ChatGPT এমনিতে আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারেন। তবে এবার এই AI Chatbot-এর একটি Paid ভার্সনও হাজির হয়েছে। সেই ChatGPT পেইড ভার্সনটি ব্যবহার করলে আপনি অতিরিক্ত কিছু সুবিধা পেতে পারেন।
আদতে ChatGPT হল একটি AI-পাওয়ার্ড ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টুল। এই ধরনের টুল হিউম্যান-টু-হিউম্যান কথোপকথন করতে পারে। তার থেকেও আরও বেশি অনেক কিছু করতে পারে চ্যাটজিপিটি নামক চ্যাটবট। সানফ্রান্সিকো-র অলাভজনক স্টার্টআপ OpenAI এটি তৈরি করেছে। মানুষের বিভিন্ন কাজ সহজ করতে এই চ্যাটবটটি টেক্সট কম্পোজ়িং, ইমেল, এসে, কোড রাইটিং, মিউজ়িক কম্পোজ়িং-সহ আরও একাধিক কাজ করতে পারে। গত 1 ফেব্রুয়ারি চ্যাটজিপিটি পেইড ভার্সন বা ChatGPT Plus রিলিজ় করা হয়েছে।
ChatGPT কীভাবে ব্যবহার করবেন?
Android এবং iOS দুই ধরনের ব্যবহারকারীরাই ChatGPT ব্যবহার করতে পারেন। এটি ব্রাউজ়ার থেকে ব্যবহার করা যেতে পারে। তার কারণ চ্যাটজিপিটি মোবাইল অ্যাপটি এখন ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। চ্যাটজিপিটি ব্যবহার করতে আপনাকে প্রথমে এর ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকেই তারপরে সাইন আফ করে চ্যাটবটটি ব্যবহার করা যাবে। AI নির্ভর ChatGPT কীভাবে ব্যবহার করবেন, তার পদ্ধতিগুলি জেনে নিন।
* চ্যাটজিপিটি ব্যবহার করতে প্রথমে আপনাকে ল্যাপটপ বা ডেস্কটপের ওয়েব ব্রাউজ়ার থেকে chat.openai.com টাইপ করে লগইন করতে হবে।
* চলে আসতে হবে Try ChatGPT ব্যানারে, যা আপনি দেখতে পাবেন স্ক্রিনের ঠিক উপরে।
* নতুন ইউজার হলে আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে ফোন নম্বর বা ইমেল আইডি দিয়ে।
* সাইনআপ অপশনে ক্লিক করে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
* আপনার OpenAI ChatGPT আইডি, পাসওয়ার্ড ভেরিফাই করে নিন OTP-র মাধ্যমে।
* ভেরিফাই করে নেওয়া অ্যাকাউন্টটি ব্যবহার করতে শুরু করুন। এবার ChatGPT ব্যবহার করতে OpenAI-এর পরামর্শগুলি মেনে চলুন।





