ChatGPT এবার ইন্টারনেটও ব্রাউজ় করতে পারবে, 2021 সালের পরবর্তী সবকিছুও এখন তার নখদর্পণে

GPT-4 এর লেটেস্ট ভার্সনটি এখন প্রায় 70টি থার্ড পার্টি ব্রাউজ়ার প্লাগইন অন্তর্ভুক্ত করতে পারে, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার। যদিও আপাতত এই ফিচারগুলি ব্যবহার করতে পারবেন কেবলই ChatGPT Plus ব্যবহারকারীরা, তার জন্য তাঁদের প্রতি মাসে 20 মার্কিন ডলার অর্থ খরচ করতে হবে।

ChatGPT এবার ইন্টারনেটও ব্রাউজ় করতে পারবে, 2021 সালের পরবর্তী সবকিছুও এখন তার নখদর্পণে
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2023 | 3:30 PM

ChatGPT Internet Access: বড় আপডেট পেল OpenAI-এর ChatGPT, তার ফলে এবার কৃত্রিম মেধা নির্ভর চ্যাটবটটি সরাসরি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হওয়ার ক্ষমতাসম্পন্ন হল। তার পাশাপাশি GPT-4 এর লেটেস্ট ভার্সনটি এখন প্রায় 70টি থার্ড পার্টি ব্রাউজ়ার প্লাগইন অন্তর্ভুক্ত করতে পারে, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার। যদিও আপাতত এই ফিচারগুলি ব্যবহার করতে পারবেন কেবলই ChatGPT Plus ব্যবহারকারীরা, তার জন্য তাঁদের প্রতি মাসে 20 মার্কিন ডলার অর্থ খরচ করতে হবে।

চ্যাটজিপিটি এখন ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। আগের থেকে আরও বেশি আপ-টু-ডেট থাকবে এবং সাম্প্রতিকতম ইভেন্ট সম্পর্কে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারবে। এই ক্ষমতাবলে AI Chatbotটি অনলাইনে তথ্যের বিপুল সম্ভারে গ্রাহকদের ট্যাপ করতে এবং সর্বশেষ তথ্য ও পরিসংখ্যান সহ বুদ্ধিমান এবং অন্তর্দৃষ্টিপূর্ণ উত্তর দিতে সাহায্য করে।

এর ফলে ChatGPT-র আর একটা বড় সমস্যার সমাধান হয়েছে। এতদিন চ্যাটজিপিটি এক্কেবারে সাম্প্রতিকতম খবর, তথ্য দিতে ব্যর্থ হত। কারণ, চ্যাটবটটিকে এমন ভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যার মাধ্যমে সে 2021 সাল পর্যন্ত তথ্যের তালাশ করতে পারত। এখন নতুন ফিচার ও লেটেস্ট ভার্সনের মাধ্যমে ChatGPT Plus ব্যবহারকারীরা AI-পাওয়ার্ড জেনারেটিভ টুলের সবরকম ভাবে ব্যবহার করতে পারবেন।

এই সব বৈশিষ্ট্যের পাশাপাশি ChatGPT Plus সাবস্ক্রিপশন আরও দ্রুত রেসপন্স টাইম, অগ্রাধিকারের ভিত্তিতে নতুন ফিচারগুলির অ্যাক্সেস, জরুরি সময়ে নিরবচ্ছিন্ন পরিষেবা এবং প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য GPT-3.5 এবং GPT-4 এর মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার মতো একাধিক সুবিধা দিচ্ছে। আরও একটা সুবিধা রয়েছে। থার্ড পার্টি ব্রাউজ়ার প্লাগইনের ইন্টিগ্রেশন, যার মধ্যে স্ল্যাকের মতো প্ল্যাটফর্ম রয়েছে। এই ইন্টিগ্রেশনের ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর সহকারীর কর্মদক্ষতা আরও বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

এদিকে চ্যাটজিপিটি নিয়ে যখন চর্চা সর্বত্র, তখন Google তার I/O 2023 ইভেন্টে BARD এআই চ্যাটবটেরও একাধিক উন্নতির কথা ঘোষণা করেছে। সেই সব কিছু মাথায় রেখে OpenAI-ও একটি ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ শুরু করেছে, যা AI কমিউনিটির কাছে ভবিষ্যতে অভাবনীয় কিছুই উপহার দিতে চলেছে।