এগিয়ে আসছে ক্রিসমাস। হাতে মাত্র আর সাত দিন। আর বড়দিন মানেই সারাবাড়ি জুড়ে সাজানো সান্টা ক্লজের পুতুল, ঝলমলে রঙিন টুনি লাইট, ক্রিসমাস ট্রি। চকোলেট, কেকের মতো নানা রকমারি উপহারের সম্ভার। ক্রিসমাসের সেরা জিনিস হল 'উপহার'। তাই, এই বড়দিনে আপনিও সিক্রেট সান্তা সেজে আপনার পরিবার ও প্রিয়জনদের সুন্দর সুন্দর উপহার দিতে পারেন। কিন্তু, বড়দিনের জন্য উপহার বাছাই নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। তার উপর বাজেটেরও চিন্তা। কোনটি কার জন্য মানানসই হবে তা বুঝে উঠতেই সময় চলে যায়।