চিনে তথ্য পাচার করছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া! গুরুতর অভিযোগে গেম নিষিদ্ধ করার দাবি CAIT-র
অভিযোগ, চিন, হংকং, মস্কো, আমেরিকা--- একাধিক দেশের সার্ভারে ডেটা স্থানান্তর করছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম।
এখনও ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ভিডিয়ো গেমের ফাইনাল ভার্সান রিলিজ হয়নি। তার আগেই গেমের প্রাইভেসি পলিসি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এমনকি গেম নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে Confederation Of All India Traders (CAIT)।
কিন্তু সমস্যা কী নিয়ে?
ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের প্রাইভেসি পলিসিতে বলা হয়েছে গেমারদের ডেটা সংরক্ষণ করা হচ্ছে সিঙ্গাপুর এবং ভারতে থাকা সার্ভারে। তবে গেমের সার্ভিস অপারেট করার জন্য কিংবা কোনও আইনি কারণে এই ডেটা স্থানাতর করা হতে পারে। সম্প্রতি একটি নতুন রিপোর্টে বলা হয়েছে, এইসব ডেটা নাকি চিন, হংকং, আমেরিকা এবং মস্কোর সার্ভারেও পাঠানো হচ্ছে।
অথচ ভারতে পুনরায় পাবজির মতো গেম ফেরানোর জন্য ক্র্যাফটনের তরফে বলা হয়েছিল যে, তারা চিনের সঙ্গে কোনও সম্পর্ক রাখেনি। এমনকি ভারতে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পাবজি মোবাইল ইন্ডিয়া নিষিদ্ধ হওয়ার পর গেমের মালিকানাও চিনের সংস্থার হাত থেকে বদলে চলে যায় দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্র্যাফটনের হাতে।
উল্লেখ্য, দীর্ঘদিনের অপেক্ষা এবং অনেক জলঘোলার পর অবশেষে পাবজি মোবাইলের মতো ব্যাটেল রয়্যাল গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ‘আর্লি অ্যাকসেস’ লঞ্চ হয়েছে ভারতে। ইতিমধ্যেই ‘আর্লি অ্যাকসেস’ ফেজের ডাউনলোড সংখ্যা ৫০ লক্ষ পেরিয়েছে। এর মধ্যে নতুন করে গেমের প্রাইভেসি পলিসি নিয়ে সমস্যা তৈরি হওয়ায় চিন্তায় পড়ে গিয়েছেন উৎসাহী গেমাররা।
যেখানে গেমের প্রাইভেসি পলিসিতে লেখা রয়েছে প্রয়োজনে তথ্য স্থানান্তর হতে পারে, সেখানে তথ্য এর মধ্যেই স্থানান্তর হয়ে গিয়েছে এমন অভিযোগ ওঠা যথেষ্টই গুরুতর। IGN India- র একটি প্রতিবেদনে এও বলা হয়েছে, ডেটা পাঠানো হচ্ছে বেজিংয়ের China Mobile Communications- এর সার্ভারে, হংকংয়ের Proxima Beta- র সার্ভারে যা পরিচালনা করে চিনের সংস্থা Tencent। এই Tencent- ই প্রথম পাবজি মোবাইল গেম তৈরি করেছিল।
ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, মুম্বই এবং মস্কোতে থাকা Microsoft Azure সার্ভার এবং আমেরিকাতেও স্থানান্তর হচ্ছে ডেটা। এমনকি ভারতে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে ‘বুটিং আপ’ হলেও নাকি বেজিংয়ে থাকা Tencent সার্ভারে নোটিফিকেশন পৌঁছে যাচ্ছে।
এই গুরুতর অভিযোগের ভিত্তিতেই Confederation of All India Traders (CAIT)- এর তরফে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী রবি শঙ্কর প্রসাদকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন- Sea of Thieves Pirates of the Caribbean crossover: সিজন থ্রি! কে আসছে?