BGMI Dynamo Voice Pack: ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে এবার ডায়নামো ভয়েস প্যাক, শীঘ্রই আসছে

BGMI Latest Update: ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমারদের জন্য সুখবর। শীঘ্রই গেমটিতে যোগ হতে চলেছে ডায়নামো ভয়েস প্যাক।

BGMI Dynamo Voice Pack: ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে এবার ডায়নামো ভয়েস প্যাক, শীঘ্রই আসছে
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2022 | 11:46 PM

প্রায়শই ভারতের গেমিং কমিউনিটির তারকা প্লেয়ারদের ভয়েস প্যাক নিয়ে হাজির হয় ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India)। এবার ডায়নামোর (Dynamo) ভয়েস প্যাক (Voice Pack) নিয়ে হাজির হল বিজিএমআই। আদিত্য ‘ডায়নামো’ সাওয়ান্ত ভারতের অন্যতম জনপ্রিয় গেমার। ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া শুরু হওয়ার পর থেকে তিনি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। ইউটিউবে প্রায় ১০ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে ডায়নামোর।

গেমের ডেভেলপাররা জানিয়েছেন যে, খুব শীঘ্রই ডায়নামো ভয়েস প্যাকটি উপলব্ধ হতে চলেছে বিজিএমআই গেমারদের জন্য। যদিও সেই দিনটা এখনও পর্যন্ত ঘোষণা করেনি বিজিএমআই। এর আগে গেমটিতে পায়েল গেমিং, ঘাতক, স্ন্যাক্স, জোনাথন-সহ আরও একাধিক জনপ্রিয় গেমারের ভয়েস প্যাক নিয়ে আসা হয়েছিল। এবার বিজিএমআই প্লেয়াররা ডায়নামোর ভয়েস প্যাক শুনতে পারবেন। ইন-গেম মার্কেটে সেই ভয়েস প্যাক একবার রিলিজ় হয়ে গেলেই তা কিনতে পারবেন গেমাররা।

রুটিন-ভিত্তিক ভয়েস প্যাক নিয়ে আসে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, যা প্লেয়াররা ফ্রি-তে ব্যবহারেরও দাবি করতে পারেন। সম্প্রতি বিজিএমআই গেমে স্পেশ্যাল ঘাতক ভয়েস প্যাকটি রিলিজ় করা হয়েছিল। সেখানে ইস্পোর্টস পার্সোনালিটিদের কিছু অতিরিক্ত ভয়েস লাইনস এবং কমান্ডস দেওয়া হয়েছিল। ডায়নামোর ক্ষেত্রেও এই একই ভয়েস প্যাক চালু হতে চলেছে খুব শীঘ্রই।

ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটিতে ভয়েস প্যাকের সংযোজন দেবস-এর একটি আকর্ষণীয় পছন্দ। কারণ, এটি দেশের মধ্যে গেমিং ব্যক্তিত্বদের জন্য প্রচারের আর একটি পথ খুলে দিয়েছে। ভয়েস প্যাকগুলি এখনও পর্যন্ত গেমটির জন্য সফল হয়েছে বলেই মনে করা হচ্ছে। তাই, আশা করা যায় যে দেবস ভবিষ্যতে গেমিং কমিউনিটির জন্য আরও ভয়েস-প্যাক চালু করবে।

এদিকে বিজিএমআই ওপেন চ্যালেঞ্জ চলছে জোরকদমে। তৃতীয় রাউন্ডে খেলা হচ্ছে গেমটির, যেখানে দ্বিতীয় রাউন্ড থেকে মোট ৬৪টি দল অংশ নিয়েছে পরবর্তী রাউন্ডে পৌঁছে যাওয়ার জন্য। তৃতীয় রাউন্ডে ৬৪টি টিম খেলবে মোট চারটি গ্রুপে ভাগ হয়ে। মোট ছয়টি করে ম্যাচ খেলবে ওই চার গ্রুপ। সেখান থেকে চতুর্থ রাউন্ডে পৌঁছে যাবে মোট আটটি টিম।

আরও পড়ুন: নেটফ্লিক্সে নতুন করে যুক্ত হবে ৫০টিরও বেশি গেম, বছর শেষ হওয়ার আগেই বড় পদক্ষেপ

আরও পড়ুন: নিয়ম না মেনে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ওপেন চ্যালেঞ্জ থেকে ছিটকে গেল ৪১টা দল

আরও পড়ুন: স্কোয়্যার এনিক্স এখন নিউ স্টেট মোবাইলের পার্টনার, NieR থিমের কন্টেন্ট দেখতে পাবেন প্লেয়াররা