FAU-G: চালু হয়েছে এই গেমের টিম ডেথম্যাচের বিটা ভার্সান, কীভাবে ডাউনলোড করবেন?
২৭ জুন FAU-G গেমের টিম ডেথম্যাচের বিটা ভার্সান লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, অ্যানড্রয়েড ডিভাইসের জন্য এই TDM মোড পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে
FAU-G, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ভারতে পাবজি মোবাইল গেম নিষিদ্ধ হওয়ার পর এই ভিডিয়ো গেম তৈরি করেছিল বেঙ্গালুরুর সংস্থা এনকোর গেমস। FAU-G বা Fearless And United Guards, ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের অন্যতম আদর্শ উদাহরণ। ভারতীয় গেমিং সংস্থা শুধুমাত্র ভারতের জন্যই এই ভিডিয়ো গেম তৈরি করেছিলেন। চলতি বছর অর্থাৎ ২০২১ সালের ২৬ জানুয়ারি রিলিজ হয়েছিল এই গেম।
প্রাথমিক ভাবে এই গেমের গেমপ্লে ছিল সাধারণ। তবে এবার ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াকে পাল্লা দেওয়ার জন্য মাল্টিপ্লেয়ার মোড চালু করেছে নির্মাণ সংস্থা। আগেই জানানো হয়েছিল যে, জুন মাসেই আসছে FAU-G গেমের মাল্টিপ্লেয়ার মোড। এর মধ্যেই ‘টিম ডেথ মোড’ (TDM)- এর ট্রেলরও রিলিজ হয়েছে। FAU-G গেমের ৪৪ সেকেন্ডের ওই টিম ডেথ ম্যাচ মোডের ট্রেলরে দেখা গিয়েছে, অত্যাধুনিক সব যন্ত্রপাতি। সিনেম্যাটিক ওই ট্রেলরে মাল্টিপ্লেয়ার অর্থাৎ অনেকজন গেমার যে একসঙ্গে এই গেম খেলতে পারবেন, সেটাও বোঝা গিয়েছে।
Bullets will fly when FAUG face their dushman in deadly team battles! Join beta release of FAUG's TDM mode & let your feedback be heard! Limited slots only!
Download now https://t.co/v9kL8PfnTC#LargestVaccineDrive #MaskUp@vishalgondal @akshaykumar @dayanidhimg@BharatKeVeer pic.twitter.com/ERw5fQj22T
— nCORE Games (@nCore_games) June 27, 2021
আগেই জানানো হয়েছিল যে, FAU-G গেমের টিম ডেথম্যাচের বিটা ভার্সান লঞ্চ হতে চলেছে ২১ জুন। সেই মতোই চালু হয়েছে বিটা ভার্সান। যদিও ২১ জুনের পরিবর্তে ২৭ জুন FAU-G গেমের টিম ডেথম্যাচের বিটা ভার্সান লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, অ্যানড্রয়েড ডিভাইসের জন্য এই TDM মোড পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে, একটি আলাদা অ্যাপ হিসেবে। টুইট করেও একথা জানিয়েছেন, FAU-G গেমের নির্মাণকারী সংস্থা এনকোর গেমস। এই মাল্টিপ্লেয়ার টিম ডেথম্যাচ মোডে পাঁচজন করে প্লেয়ার দল তৈরি করতে পারবেন।
গুগল প্লে স্টোর থেকে কীভাবে FAU-G গেমের টিম ডেথম্যাচের বিটা ভার্সান ডাউনলোড করবেন অ্যানড্রয়েড ইউজাররা
- গুগল প্লে স্টোর খুলে সার্চবারে FAU-G: Multiplayer (Early Access) লিখে প্রথমে সার্চ করতে হবে।
- এরপর গুগল প্লে স্টোরে FAU-G Team Deathmatch Mode- এর অফিশিয়াল পেজ খুলে যাবে।
- এবার ইনস্টল বাটনে ক্লিক করে ফোনে গেম ডাউনলোড করতে পারবেন ইউজার। তবে ফোনের কনফিগারেশন ঠিক আছে কি না, তা দেখে নিতে হবে।
- ডাউনলোডের সময় ওয়াই-ফাই কিংবা হাই-স্পিড ইন্টারনেট কানেকশন প্রয়োজন।
আরও পড়ুন- পাবজি মোবাইলে টেসলা গাড়ি যুক্ত হওয়ার সম্ভাবনা! ব্যাটেলগ্রাউন্ডসেও কি দেখা যাবে এই ফিচার?