Garena Free Fire Redeem Codes: এক নজরে দেখে নিন ডিসেম্বরের রিডিম কোডগুলো, সঙ্গে জেনে নিন রিডিম করার পদ্ধতি…
গেস্ট অ্যাকাউন্টে এই কুপনগুলি রিডিম করা সম্ভব হবে না। ফ্রি কোড রিডিম প্রক্রিয়াটি সম্পন্ন হলে গেমাররা ইনগেম মেইল সেকশনে রিওয়ার্ড পেয়ে যাবেন।
গেরিনা ফ্রি ফায়ার গত কয়েক বছরে মোবাইল গেমারদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। ২০১৯ সালে সারা বিশ্বে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মোবাইল গেম ছিল এটি। এমনকি গত অক্টোবর মাসেও বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ইনস্টল হয়েছে গেরিনা ফ্রি ফায়ার মোবাইল গেমটি।
তুলনামূলক কম দামি ফোনগুলিতেও খেলতে পারার জন্য গেমটির এত জনপ্রিয়তা বলে মনে করেন অনেকে। এছাড়া ডেভেলপাররা প্রতিদিনই নতুন কিছু নিউমেরিক কোড যুক্ত করছে এই গেমে। এই কোডগুলির মাধ্যমে বিভিন্ন স্কিন, পেটস, কসমেটিকস ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। এর ফলে গেমে জেতার সম্ভাবনা বেড়ে যায়। তাই রোজ সকাল থেকে অনেক ফ্রি ফায়ার গেমার অপেক্ষা করে ফ্রি রিওয়ার্ড কোডগুলি পাওয়ার জন্য।
শুক্রবার Free Fire এর তরফ থেকে জানানো হয়েছে, ‘উৎসবের মরশুম উপলক্ষে ‘উইন্টার ফেস্ট’ নিয়ে হাজির হয়েছি। শীতের মরশুমের জন্য গ্যারেনা ফ্রি ফায়ার গেমের সেরা জিনিসগুলি পেয়ে যান। যুদ্ধক্ষেত্রেও দেখান নিজের স্টাইল।’ ২৩ ডিসেম্বর পর্যন্ত এই ফেস্ট লাইভ থাকবে।এই সময়ে গ্রাহকরা জিতে নিতে পারবেন বন্দুকের স্কিন অথবা কস্টিউম।
গেরিনা ফ্রি ফায়ারের রিডিম কোড:
FVFG 67R4 YFBR
FNF7 R56S TR23
F4TF D5S4 A32I
FE6G 2F3G 45UT
F57I 7U0O K6PA
FDE3 45QH UIO5
FBNM K3O9 S8I7
F6E4 HR5T NYJN
F8B7 V6C5 DSWF
FE5N RJMT KGIH
F87V 6C5D SRFW
FVRB NTYH FGT5
গেরেনা ফ্রি ফায়ারের ফ্রি কোড কীভাবে রিডিম করবেন:
১. প্রথমে অফিশিয়াল রিডিম সেন্টারে (https://reward.ff.garena.com/en) ভিজিট করতে হবে।
২. তারপর লগ ইন করার জন্য যে সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করেন সেটা এন্টার করতে হবে (Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK)
৩. এরপর যেকোনও একটি রিডিম কোড কপি করে ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘continue’ বাটনে ক্লিক করতে হবে।
৪. এখন স্ক্রিনে ডবল চেক বক্স আসবে। সেখানে ‘ok’ বাটনে ক্লিক করতে হবে।
ফ্রি কোড রিডিম প্রক্রিয়াটি সম্পন্ন হল। গেমাররা ইনগেম মেইল সেকশনে রিওয়ার্ড পেয়ে যাবেন।