PlayStation 5 Restock: ভারতে ফের PS5 রিস্টক শুরু হল, কোথায় কিনবেন, কত দাম?
PlayStation 5-এর ডিস্ক এডিশনের দাম 54,990 টাকা। এর আগে এই এডিশনের দাম ছিল 50,000 টাকা। রিপোর্ট থেকে জানা গিয়েছে, কন্সোলের স্ট্যান্ডার্ড ডিস্ক এডিশনটিই এখন প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে।
2021 সালে ভারতে PlayStation 5 লঞ্চ হয়। কিন্তু এখনও এমন অনেকেই রয়েছেন, যাঁরা PS5 বাড়ি নিয়ে যেতে পারেননি। তবে সেই সব গেমারদের জন্য খুশির খবর রয়েছে। কারণ, PS5-এর রিস্টক শুরু হতে চলেছে ভারতে। এদিন দুপুর 12টা থেকেই বিভিন্ন অনলাইন স্টোরে প্লেস্টেশন 5-এর প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। Sony আগেই ঘোষণা করেছিল যে, PS5-এর ঘাটতি শীঘ্রই সারা বিশ্ব জুড়ে শেষ হবে। সেখান থেকেই মনে করা হচ্ছে,প্লেস্টেশন 5 নিয়ে হাহাকারের সময় শেষ হতে চলেছে। লঞ্চের পর থেকে প্লেস্টেশন 5 সরবরাহে যথেষ্ট সমস্যা দেখা গিয়েছিল। তবে এখন যে হারে গেমিং কনসোলের চাহিদা বেড়েছে, তাতে কোনও কোম্পানিই তাদের স্টক আটকে রাখতে চাইবে না।
PlayStation 5 রিস্টক: উপলব্ধতা
অ্যামাজ়ন, বিজয় সেলস, ShopAtSC, ফ্লিপকার্ট, ক্রোমা, গেমস দ্য শপ এবং রিলায়েন্স ডিজিটাল থেকে PlayStation 5 প্রি-অর্ডার করা যাবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, PS5 স্টক কিন্তু চার ঘণ্টার বেশি থাকে না। তাই একবার স্টক এসে গেল যত দ্রুত সম্ভব তা প্রি-অর্ডার করুন। এই সব ওয়েবসাইটে স্টক লাইভ হওয়ার মাত্র কয়েক মিনিট আগে লগইন করা উচিত। এদিন দুপুর 12টা PS5-এর বিক্রবাট্টা শুরু হয়ে গিয়েছে।
PlayStation 5 রিস্টক: দাম
PlayStation 5-এর ডিস্ক এডিশনের দাম 54,990 টাকা। এর আগে এই এডিশনের দাম ছিল 50,000 টাকা। রিপোর্ট থেকে জানা গিয়েছে, কন্সোলের স্ট্যান্ডার্ড ডিস্ক এডিশনটিই এখন প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে। এছাড়াও এই কন্সোলের একটি God Of War: Ragnarok বান্ডল ভার্সনও রয়েছে, যেটিকে ডিজিটাল এডিশন বলা হচ্ছে। এই God Of War: Ragnarok PS5 ভার্সনের দাম 59,390 টাকা। তবে এই ডিজিটাল এডিশনটি রিস্টকের সময় পাওয়া যাবে না।
গত 16 এবং 18 ফেব্রুয়ারি দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া গেমিং শো 2023 এডিশনের আসর বসেছিল। সেখানে একটি কিয়স্কে Sony PS5 সেলের জন্য উপলব্ধ করা হয়েছিল।