Ana Virtual Human: প্রেমের জোয়ারে ভাসাতে আসছে অ্যানা, পাবজি নির্মাতা ক্রাফ্টনের তৈরি ভার্চুয়াল মহিলা, গান গেয়ে মন ভোলাবে!

PUBG Maker Krafton's Virtual Human Ana: ভার্চুয়াল মহিলা ডেভেলপ করে একপ্রকার তাক লাগাল পাবজি গেমের নির্মাতা ক্রাফ্টন। সেই মহিলার কাজ কী হবে, কীভাবে সে রিঅ্যাক্ট করবে, জেনে নিন সব তথ্য।

Ana Virtual Human: প্রেমের জোয়ারে ভাসাতে আসছে অ্যানা, পাবজি নির্মাতা ক্রাফ্টনের তৈরি ভার্চুয়াল মহিলা, গান গেয়ে মন ভোলাবে!
অ্যানা আসলে সিন্থেটিক তবে দেখে বোঝা দুষ্কর।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2022 | 6:23 PM

‘আনা মেরে প্যায়ার কো’ গানটি গেয়ে আনাকে নিজের প্রেমের পথযাত্রী করতে চেয়েছিলেন বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। কিন্তু শেষমেশ সফল হতে পারেননি। আর এবার ভার্চুয়াল দুনিয়ায় কম বয়সীদের প্রেম সাগরে নিমজ্জিত করে রাখতে অ্যানা আসছেন। কে তিনি, কোথা থেকে আসছেন আর কোথায় বা যাবেন? তার থেকেও বড় কথা, তিনি ঠিক করতেটা কী চাইছেন? পাবজির নির্মাতা ক্রাফ্টন (PUBG Developer Krafton) একটি ভার্চুয়াল মানব (Virtual Human) সঙ্গে বিশ্ববাসীর পরিচয় করাতে চলেছে, যাঁর নাম অ্যানা (Ana)। প্লেয়ারআননোন’স ব্যাটলগ্রাউন্ডসকে জনপ্রিয় করে তোলার পিছনে যে সংস্থার হাত রয়েছে, সেই ক্রাফ্টন তার ভার্চুয়াল পার্সন অর্থাৎ অ্যানার দুটি ছবি প্রকাশ করেছে। সেই সব ফটোগ্রাফ থেকে দেখা গিয়েছে, এই সিন্থেটিক মহিলার মাথা এবং নিখুঁত ভাবে তার মুখটি। আনরিয়্যাল ইঞ্জিনের হাইপাররিয়্যালিস্টিক প্রোডাকশন টেকনোলজি ব্যবহার করে অ্যানাকে তৈরি করা হয়েছে। অ্যানা তার হাইপার-রিয়্যালিস্টিক চেহারা নিয়ে গর্বিত। অ্যানার লুকের সঙ্গে একটা রক্ত-মাংসে গড়া মানুষের ফারাক করাটা খুবই মুশকিল। কারণ, এতটাই প্রাণবন্ত হয়ে উঠেছে তার লুক।

এখন প্রশ্ন হচ্ছে, অ্যানার কাজ কী? একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, অ্যানার লক্ষ্য হল সারা বিশ্বের ব্যবহারকারীদের আকৃষ্ট করা এবং ক্রাফ্টনের ওয়েব 3.0 ইকোসিস্টেমের ডেভেলপমেন্টে অবদান রাখা। ক্রাফ্টনের ক্রিয়েটিভ সেন্টারের প্রধান সেওকিন শিনের মতে, “ক্রাফ্টনের অতুলনীয় প্রযুক্তি অ্যানাকে তৈরি করেছে। অ্যানা হলেন একজন হাইপার-রিয়্যালিস্টিক ভার্চুয়াল ব্যক্তি। আমরা আশা করছি, অ্যানা সারা বিশ্বের জেন জেড-এর মনোযোগ ও জনপ্রিয়তা অর্জন করবে।”

শিন আরও যোগ করে বললেন, “অ্যানা একটি অরিজিনাল মিউজ়িক ট্র্যাক তৈরি করবে। একজন ইনফ্লুয়েন্সিয়ার হিসেবে বিনোদন এবং ইস্পোর্টসের বিস্তৃত একাধিক ক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করাই হল তার মূল লক্ষ্য।”

অ্যানা হল বিশ্বের প্রথম ভার্চুয়াল মানব যা ক্রাফ্টন দ্বারা নির্মিত এবং প্রকাশিত। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই প্রযুক্তিগত প্রদর্শনের মাধ্যমে ভার্চুয়াল ব্যক্তি বিকাশের উদ্দেশ্য প্রকাশ করেছিল। ভার্চুয়াল মানব ডেভেলপ করার ক্রাফ্টনের এহেন প্রচেষ্টাটি সারা বিশ্বের মানুষজনের দ্বারা স্বীকৃত এবং অনুমোদিতও।

বিশ্বের অন্যান্য ভার্চুয়াল ব্যক্তিত্বের থেকে অ্যানার লুক অনেকটাই আলাদা। শিশুর শরীরের লোম দ্বারা তার শরীর আবৃত, যা তাকে সত্যিকারের রক্তমাংষে গড়া মানুষের গড়ন দিতে সাহায্য করেছে। অত্যাধুনিক ফেস রিগিং প্রযুক্তি দেওয়া হয়েছে, যা তার পুরো শরীর জুড়ে জয়েন্টগুলির নড়াচড়া করার পাশাপাশিই সূক্ষ্ম অভিব্যক্তি, সূক্ষ্ম মুখের পেশি এবং মুখের ভাঁজ নড়াচড়ার জন্যও অনুমতি দেয়।

গভীর শিক্ষার প্রযুক্তি, যেমন উন্নত ভয়েস সংশ্লেষণ, অ্যানাকে কৃত্রিম ভাবে একটি বুদ্ধিমান ভয়েস তৈরি করতে সহায়তা করে যা তাকে একজন সত্যিকারের মানুষের মতো কাজ করতে এবং গান গাইতে দেয়।