গুগল পে থেকে গিফট কার্ড কিনতে পারবেন ভারতের ইউজাররা, জেনে নিন নতুন নিয়ম
একসঙ্গে সর্বোচ্চ ১০টি গিফট কার্ড কেনা যাবে।
এখন থেকে ই-গিফট কার্ড কিনতে পারবেন গুগল পে ইউজাররা। শুধু তাই নয়, প্রিয়জনকে গিফট কার্ড পাঠাতেও পারবেন এই অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহারকারীরা। ইতিমধ্যেই ‘গুগল পে’ ডিজিটাল পেমেন্ট সংস্থা কুইকিলিভার (Qwikcilver)-এর সঙ্গে পার্টনারশিপ করেছে। এই কুইকিলিভার হল একটি ই-গিফটিং সংস্থা যার মালিক পাইন ল্যাবস (pine labs) নামের একটি কোম্পানি। জানা গিয়েছে ১৫০টিরও বেশি ডিজিটাল গিফট কার্ড ব্র্যান্ডের পরিষেবা দেবে এই সংস্থা। এছাড়াও গুগল পে-র সঙ্গে যুক্ত হয়েছে woohoo নামের একটি সংস্থা। এর ফলে গুগল পে অ্যাপে সাইন আপ না করেও গিফট কার্ড কিনতে পারবেন গ্রাহকরা। অ্যামাজন পে, ফ্লিপকার্ট, উবের-সহ একাধিক সংস্থার ই-গিফট কার্ড কিনতে পারবেন ইউজাররা।
আরও পড়ুন- ‘অ্যাপ’-ই এখন পরম বন্ধু, নজর কেবল নোটিফিকেশনে, বিপদ বাড়ছে না তো?
গিফট কার্ড কেনার নিয়ম-
১। ৫০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত গিফট কার্ড পাওয়া যাবে। একজন গ্রাহক কত টাকার গুফট কার্ড কিনতে চাইছেন সেটা প্রথমে নিশ্চিত করতে হবে।
২। একসঙ্গে সর্বোচ্চ ১০টি গিফট কার্ড কেনা যাবে।
৩। গুগল পে-কে জানাতে হবে গিফট কার্ড আপনি নিজের জন্য কিনছেন নাকি কাউকে উপহার পাঠাতে চাইছেন।
৪। পরবর্তী ধাপে ডেলিভারি অপশন বেছে নিতে হবে। অর্থাৎ ইমেল নাকি এসএমএস, কোন মাধ্যমে গিফট কার্ড পাঠাবেন সেটা উল্লেখ করতে হবে।
৫। যাঁকে গিফট কার্ড পাঠাচ্ছেন তাঁর ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে।
৬। প্রথমে গিফট কার্ড কিনে নিয়ে পরে পাঠানোর সুবিধেও থাকছে। সেক্ষেত্রে ‘সেন্ড ইট নাউ’ বা ‘লেটার’ অপশন বেছে নিতে হবে।