ডেস্কটপে চালু হোয়াটসঅ্যাপের ভয়েস-ভিডিয়ো কল, কীভাবে করবেন?

আপাতত কেবল একজনের সঙ্গেই আপনি ভয়েস বা ভিডিয়ো কল করতে পারবেন। পরবর্তীকাল গ্রুপ চ্যাটের ক্ষেত্রে ভয়েস বা ভিডিয়ো কলের সুবিধা চালু করা হবে।

ডেস্কটপে চালু হোয়াটসঅ্যাপের ভয়েস-ভিডিয়ো কল, কীভাবে করবেন?
এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে ইউজারদের ব্যক্তিগত তথ্য।
Follow Us:
| Updated on: Mar 08, 2021 | 5:29 PM

গত সপ্তাহেই ডেস্কটপ এবং ল্যাপটপের জন্য ভয়েস ও ভিডিয়ো কলের পরিষেবা চালু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফেসবুক অধিকৃত এই মেসেজিং সংস্থা জানিয়েছে, মোবাইলের মতোই এবার ডেস্কটপ এবং ল্যাপটপে ভয়ে ও ভিডিয়ো কলের পরিষেবা পাবেন ইউজাররা। এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে ইউজারদের ব্যক্তিগত তথ্য। তবে উইন্ডোজ এবং ম্যাকের ক্ষেত্রে চালু হয়েছে এই সুবিধা। পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ অর্থাৎ আড়াআড়ি এবং লম্বালম্বি, দু’ভাবেই কাজ করবে এই ফিচার। দুই ওরিয়েন্টেশনে এই ফিচার কাজ করায় ইউজারদের প্রভূত সুবিধা হবে।

কিন্তু কীভাবে আপনি এই পরিষেবা পাবেন?

১। প্রথমেই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ থাকতে হবে। এবার ম্যাক বা পিসি-তে হোয়াটসঅ্যাপ-ডেস্কটপ অ্যাপ থাকলে তবেই আপনি পরিষেবা পাবেন।

২। কিউআর কোড স্ক্যান করে ডেস্কটপে আপনি হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন। অর্থাৎ লগ ইন করতে পারবেন। একবার লগ ইন করে ফেললেই হবে মুশকিল আসান। যেভাবে আপনি ওয়েব হোয়াটসঅ্যাপে লগ ইন করেন, এই বিষয়টা অনেকটা সেই রকমই।

৩। এবার যে নির্দিষ্ট ইউজারকে আপনি ভয়েস বা ভিডিয়ো কল করতে চান তাঁর চ্যাটবক্স খুলতে হবে। সেখানে দু’টি নতুন বাটন ভয়েস কল (একটি রিসিভারের ছবি), ভিডিয়ো কল (ভিডিয়ো ক্যামেরা আইকন) দেখতে পাবেন ইউজাররা। এবার পছন্দসই অপশন বেছে নিলেই আপনি পরিষেবা পাবেন।

আপাতত কেবল একজনের সঙ্গেই আপনি ভয়েস বা ভিডিয়ো কল করতে পারবেন। পরবর্তীকাল গ্রুপ চ্যাটের ক্ষেত্রে ভয়েস বা ভিডিয়ো কলের সুবিধা চালু করা হবে।