আপনার ল্যাপটপে কি AnyDesk রয়েছে? অ্যাকাউন্টের সব টাকা তুলে নেবে Akia, সতর্কবার্তা কেন্দ্রের

Akira Ransomware Details: প্রাথমিক ভাবে আকিরা একজন ব্যবহারকারীর অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর তথ্য চুরি করে। তারপর ডেটা এনক্রিপ্ট করে। আর এই এনক্রিপশনের মাধ্যমেই ভাইরাসটি ভুক্তভোগীদের কাছে অর্থের দাবি করে। এখন আক্রান্ত যদি টাকা না দেন, তাহলে সাইবার প্রতারক গ্রাহকের সেই ডেটা ডার্ক ওয়েবে ফাঁস করে দেয়।

আপনার ল্যাপটপে কি AnyDesk রয়েছে? অ্যাকাউন্টের সব টাকা তুলে নেবে Akia, সতর্কবার্তা কেন্দ্রের
খুব সাবধান!
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 6:41 PM

Akira Ransomware: এই মুহূর্তে আমাদের জীবনের ডিজিটাল নিরাপত্তা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। কারণ, সাইবার জালিয়াতরা প্রতিটা পদক্ষেপে যে ভাবে প্রতারণার ধরন বদলাচ্ছে, তাতে সাধারণ মানুষের ডিজিটান জীবনে অতিরিক্ত সুরক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সম্প্রতি কেন্দ্রের সার্ট ইনের তরফে একটি র‌্যামসামওয়ার হানা সম্পর্কে ভারতীয়দের সতর্ক করা হয়েছে। জানা গিয়েছে, সেই র‌্যানসামওয়ারের নাম Akira। এই ভাইরাস এতটাই সক্রিয় হয়ে উঠেছে যে, ব্যবহারকারীর অজান্তেই তার অত্যন্ত জরুরি এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রথমে এনক্রিপ্ট করছে এই র‌্যানসামওয়ারটি। তারপর সেই তথ্য লিক করার ভয় দেখিয়ে টাকা নিয়ে নিচ্ছে সেই ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে। এরকম একটা সংকটজনক পরিস্থিতিতে ফেডারেল সাইবার সিকিওরিটি এজেন্সির পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মূলত উইন্ডোজ় এবং লিনাক্স ভিত্তিক সিস্টেমকেই টার্গেট করছে র‌্যানসামওয়ারটি।

কীভাবে টাকা তুলছে আকিরা

একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সাইবার স্পেসে ব্যাপক ভাবে সক্রিয় এই আকিরা নামক র‌্যানসামওয়ারটি। প্রাথমিক ভাবে আকিরা একজন ব্যবহারকারীর অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর তথ্য চুরি করে। তারপর ডেটা এনক্রিপ্ট করে। আর এই এনক্রিপশনের মাধ্যমেই ভাইরাসটি ভুক্তভোগীদের কাছে অর্থের দাবি করে। এখন আক্রান্ত যদি টাকা না দেন, তাহলে সাইবার প্রতারক গ্রাহকের সেই ডেটা ডার্ক ওয়েবে ফাঁস করে দেয়। ইতিমধ্যেই সাইবার এজেন্সিগুলি এই ভাইসারটিকে এমন খতরনাক কাজ করার সময় হাতে নাতে পাকড়াও করেছে।

কীভাবে কাজ করে আকিরা র‌্যানসামওয়ার

মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন ছাড়াই কাজ করে এই আকিরা নামক র‌্যানসামওয়ারটি প্রবেশ করতে পারে একটি VPN বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে। র‌্যানসামওয়ার আসলে একটি কম্পিউটার ম্যালওয়্যার। এটি এমনই একটি ম্যালওয়্যার যা ব্যবহারকারীদের নিজের তথ্য তাঁদের অ্যাক্সেস করতে বাধা দেয়। একজন ব্যবহারকারী যা ডিভাইসে এই ম্যালওয়্যার অ্যাটাক করেছে, তাঁর কাছে মোটা অঙ্কের অর্থের দাবি করে তাঁকে ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস দেয় ভাইরাসটি।

আকিরা ভাইরাস হানা এড়াবেন কীভাবে

আকিরা ভাইরাসটি সেই সব ল্যাপটপ, মোবাইল সহ অন্যান্য ডিভাইসে খুব সহজেই প্রবেশ করে, যেখানে যাতে AnyDesk WinRAR এবং PCHunter এর মত টুল রয়েছে। এখন খেয়াল রাখতে হবে, আপনার ল্যাপটপ বা অন্যান্য ডিভাইসে এই টুলগুলি যেন না থাকে। আর থাকলেও সেক্ষেত্রে অত্যন্ত সাবধানতার সঙ্গে তা ব্যবহার করতে হবে। তাছাড়া নিয়মিত আপনাকে ডিভাইসটি আপডেট করতে হবে এবং অ্যান্টি-ভাইরাসও ব্যবহার করতে হবে।