Realme ফোনে তথ্য চুরির অভিযোগ; যত নষ্টের গোড়া এই ফিচার, নিষ্ক্রিয় করার উপায় জেনে এখনই সতর্ক থাকুন

আপনি যদি Realme, OnePlus বা Oppo স্মার্টফোন ব্যবহারকারী হন এবং আপনার ফোনও উপরোক্ত অপারেটিং সিস্টেমগুলির একটি দিয়ে চালিত হয়, তাহলে তা অফও করতে পারবেন। হ্যাঁ, Enhanced Intelligent Service অপশনটি ডিসেবল করতে পারেন আপনি চাইলেই।

Realme ফোনে তথ্য চুরির অভিযোগ; যত নষ্টের গোড়া এই ফিচার, নিষ্ক্রিয় করার উপায় জেনে এখনই সতর্ক থাকুন
খুব সাবধান!
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2023 | 1:00 PM

Enhanced Intelligent Service: না জানিয়ে আপনার তথ্য চুরি করছে Realme, সম্প্রতি এমনই অভিযোগে টুইটার সরগরম। তারপর থেকেই ভারতের Realme স্মার্টফোন ব্যবহারকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। একটা স্মার্টফোন এখন মানুষের জীবনে অন্যতম জরুরি উপাদান। কত না জরুরি তথ্য থাকে সেখানে। থাকে ব্যাঙ্কের ডিটেলস, একাধিক পাসওয়ার্ড। সে সব তথ্য চুরি হয়ে গেলে কী করবেন তাঁরা? পছন্দ করে, মোটা টাকা খরচ করে যে কোম্পানির স্মার্টফোন কিনছেন, তারাই নাকি না জানিয়ে তথ্য হাপিশ করে দিচ্ছে! মানুষ তাহলে যাবেটা কোথায়? প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারতীয়দের তথ্য কি গোপনে চিনে পাঠিয়ে দেওয়া হচ্ছে? এই সব প্রশ্ন যখন উঠতে শুরু করেছে, ঠিক তখনই কেন্দ্রের তথ্যপ্রযুক্তি দফতরের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন।

এক টুইটার ব্যবহারকারী লক্ষ্য করেন যে, তাঁর ফোনের ফোনের সেটিংস অপশনে Enhanced Intelligent Service নামক একটি অপশন রয়েছে। বিপজ্জনক বিষয়টি হল, শুধু যে অপশনটা রয়েছে তা-ই নয়। সেই সঙ্গে আবার তা বাই-ডিফল্ট সক্রিয় করাও রয়েছে। যদিও শুধু Realme নয়। অন্যান্য আরও টুইটার ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, Oppo-র স্মার্টফোনেও এমনতর একটি অপশন রয়েছে। আর এই সবগুলি ফোনই ColorOS-এর কোনও না কোনও কাস্টমাইজ়ড ভার্সন দ্বারা চালিত হয়। আর প্রতিটি ব্র্যান্ডেরই প্যারেন্ট সংস্থা হল BBK Electronics।

অনেকের মনে এই প্রশ্ন উঠতে শুরু করেছে, যে ফিচার বাই-ডিফল্ট টার্ন অন করা রয়েছে, তা অফ কীভাবে করা যায়? ColorOS, RealmeUI এবং OxygenOS দ্বারা চালিত ফোনগুলিতে এই এনহ্যান্সড ইন্টেলিজেন্স সার্ভিস নামক অপশনটি রয়েছে। এখন আপনি যদি Realme, OnePlus বা Oppo স্মার্টফোন ব্যবহারকারী হন এবং আপনার ফোনও উপরোক্ত অপারেটিং সিস্টেমগুলির একটি দিয়ে চালিত হয়, তাহলে তা অফও করতে পারবেন। হ্যাঁ, এনহ্যান্সড ইন্টেলিজেন্ট সার্ভিস অপশনটি ডিসেবল এবং সর্বোপরি আপনার লোকেশন, ক্যালেন্ডার, SMS সহ অন্যান্য আরও ব্যক্তিগত তথ্য যাতে গোপনে কেউ চুরি করতে না পারে, তা বন্ধ করতে পারেন আপনি চাইলেই। তার জন্য কী করতে হবে, জেনে নিন।

এনহ্যান্সড ইন্টেলিজেন্স সার্ভিস বন্ধ করবেন কীভাবে

Realme, Oppo বা OnePlus ফোনে এনহ্যান্সড ইন্টেলিজেন্স সার্ভিস ডিসেবল করতে আপনাকে প্রথমেই নিশ্চিত করতে হবে সেই ফোনে যেন লেটেস্ট সফটওয়্যার ইনস্টল করা থাকে। মনে রাখবেন, এই অপশনটি নিষ্ক্রিয় করে দিলে ফোনের বেশ কিছু অ্যাপস এবং পরিষেবা অকেজো হয়ে যেতে পারে।

1) তার জন্য প্রথমে আপনাকে Settings অপশনে যেতে হবে।

2) ক্লিক করতে হবে Additional Settings অপশনে।

3) সেখানে গিয়ে System Settings অপশনটি বেছে নিন।

4) Enhanced System Services অপশন আনচেক করুন।

5) আপনার ফোন রিস্টার্ট করুন।