AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Laptop Tips: ল্যাপটপ বা ডেস্কটপে সব ডেটা উড়ে যাবে, এই সংকেত দেখলে এখনই সতর্ক হন

Laptop Factory Reset: দিনের বেশিরভাগ সময় মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করেন অনেকেই। এতে এর কার্যক্ষমতা হ্রাস পায়। কারণ অনেক ধরণের ফাইল, সফ্টওয়্যার, ভাইরাস এবং জাঙ্ক ফাইল ইত্যাদি জমা হতে থাকে, যা সিস্টেমের কার্যক্ষমতা হ্রাস করে।

Laptop Tips: ল্যাপটপ বা ডেস্কটপে সব ডেটা উড়ে যাবে, এই সংকেত দেখলে এখনই সতর্ক হন
| Edited By: | Updated on: Jun 19, 2023 | 2:40 PM
Share

Laptop Reset Tips: অনেকেই ল্যাপটপ ব্যবহার করেন, কিন্তু তার সব অপশন সম্পর্কে জানেন না। নিজের অজান্তেই এমন কিছু ভুল করে বসেন, যার জন্য বিশাল বিপদের মুখে পড়তে হয়। দরকারি সমস্ত জিনিস মুহুর্তের মধ্য়ে গায়েব হয়ে যায়। ল্যাপটপ একেবারেই কাজ করা বন্ধ করে দেয়। তখন ফ্যাক্টরি রিসেট করা ছাড়া আর কোনও উপায় থাকে না। তবে আবার কখনও কখনও ফ্যাক্টরি রিসেট করারও প্রয়োজন হয়। আপনি যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপের নীচে বিভিন্ন চিহ্ন দেখতে পান, তবে ল্যাপটপকে একবার ফ্যাক্টরি রিসেট করুন। ফ্যাক্টরি রিসেট করার পরে অনেক সময় ল্যাপটপ সঠিকভাবে কাজ করে। দিনের বেশিরভাগ সময় মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করেন অনেকেই। এতে এর কার্যক্ষমতা হ্রাস পায়। কারণ অনেক ধরণের ফাইল, সফ্টওয়্যার, ভাইরাস এবং জাঙ্ক ফাইল ইত্যাদি জমা হতে থাকে, যা সিস্টেমের কার্যক্ষমতা হ্রাস করে। সময়ে সময়ে সিস্টেম থেকে তাদের রিমুভ করা প্রয়োজন। কিন্তু আপনি কখন বুঝবেন যে, আপনার ল্যাপটপের ফ্যাক্টরি রিসেট প্রয়োজন।

যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ স্লো হয়ে যায়, তাহলে আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারেন। এতে ল্যপটপটি নতুনের মতো হয়ে যাবে এবং ভালভাবে কাজ করবে। তবে এটা মাথায় রাখবেন, ফ্যাক্টরি রিসেট আপনার সমস্ত ডেটা মুছে ফেলবে। তাই প্রথমে সব কিছু ব্যাক আপ নিতে ভুলবেন না।

অনেক সময় এমনও ভয়, কাজ করতে করতে হঠাৎই ল্যাপটপটি আটকে যায়। এমন হলে আপনাকে বুঝতে হবে যে, আপনার ল্যাপটেপর ফ্যাক্টরি রিসেট প্রয়োজন। এতে অপ্রয়োজনীয় ফাইল, অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ধরণের জিনিসগুলি সিস্টেম থেকে মুছে যাবে।

ল্যাপটপে অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার থাকা সত্ত্বেও, অনেক সময় ম্যালওয়্যার বা ভাইরাস বিভিন্ন উপায়ে সিস্টেমে ঢুকে যায়। এতে ল্যাপটিপটি হ্যাং হতে শুরু করে। এমনকি অনেক স্লোও কাজ করে। সিস্টেমটিকে ফ্যাক্টরি রিসেট করলে, এই ধরনের ভাইরাস বা ম্যালওয়্যারগুলি সিস্টেম থেকে মুছে যাবে।

আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনি কেন ফ্যাক্টরি রিসেট করবেন? এর একটাই কারণ, তা হল ল্যাপটপটিকে একেবারে নতুনের মতো রাখা। এতে আপনার ল্যাপটপ কোনওভাবেই ধীরে কাজ করবে না। এমনকি চার্জও খুব তাড়াতাড়ি হবে। তবে সব সময় খেয়াল রাখবেন, যখনই ল্যাপটপ বা ডেস্কটপে ফ্যাক্টরি রিসেট করবেন, তখনই ব্যাক আপ নেবেন।