AC চালানোর পর ঘরে এই কাজটা করছেন তো? ভুলে গেলেই মোটা টাকার ইলেকট্রিক বিল
AC Electricity Bill Reducing Tips: বাংলা-সহ দেশের বিভিন্ন প্রান্তে গরমটা প্রায় ছয় মাস, কিছু কিছু জায়গায় আবার তার বেশি সময়ও গরম থাকে। ছয় মাস মানে প্রায় 180 দিন। আর এই সময়কালে আপনাকে যদি প্রতিদিন AC চালাতে হয়, তাহলে ইলেকট্রিসিটি বিল কতটা আসবে, বুঝতে পারছেন নিশ্চয়ই?
AC Tips: তীব্র গরমে AC-র সঙ্গে সম্মুখ সমরে নামতে পারে, এমন ডিভাইস বোধহয় এখনও বাজারে আসেনি। গরমে আরাম দেওয়ার দৌড়ে Air Conditioner থেকে এখনও অনেক দূরে রয়েছে Cooler বা Fan। তবে লম্বা সময় ধরে টাকা জমিয়ে একটা AC কেনা গেলেও, তা মেনন্টেইন করা কিন্তু খুব একটা সহজ নয়। তার থেকেও বড় কথা হল, বাংলা-সহ দেশের বিভিন্ন প্রান্তে গরমটা প্রায় ছয় মাস, কিছু কিছু জায়গায় আবার তার বেশি সময়ও গরম থাকে। ছয় মাস মানে প্রায় 180 দিন। আর এই সময়কালে আপনাকে যদি প্রতিদিন AC চালাতে হয়, তাহলে ইলেকট্রিসিটি বিল কতটা আসবে, বুঝতে পারছেন নিশ্চয়ই? তবে আপনি চাইলে এয়ার কন্ডিশনারের বিল কমাতে একাধিক কৌশল অবলম্বন করতে পারেন। সেই সব পদ্ধতির কিছু হয়তো আপনি জানেন। তা-ও আর একবার ঝালিয়ে নেওয়া যাক।
AC-র তাপমাত্রা যত কম রাখবেন, ততই তা বেশি শীতলতা দিতে পারবে। কিন্তু তা করতে গিয়ে যে একটা এয়ার কন্ডিশনারকে অনেকটা শক্তি খরচ করতে হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আপনার AC-র তাপমাত্রা যদি 16 ডিগ্রিতে সেট করেন, তাহলে সেই তাপমাত্রায় এয়ার কন্ডিশনারটি অনেক বেশি শক্তি খরচ করে। তার ফলে ইলেকট্রিক বিলও আসে লাগামছাড়া।
অনেক সময় বলা হয়, AC যদি চালিয়ে তার তাপমাত্রা 24 ডিগ্রিতে সেট করেন, তাহলেও আপনি যথেষ্ট ঠান্ডা অনুভব করবেন। সর্বোপরি, আপনার বিদ্যুৎ বিল আসবে অনেকটাই কম। এসি চালিয়ে তার তাপমাত্রা যদি 24 ডিগ্রিতে সেট করে রাখেন এবং হাল্কা করে ফ্যান চালিয়ে দেন, তাহলে ঘর খুব দ্রুত ঠান্ডা হবে এবং আপনার ইলেকট্রিক বিলও অনেক টাকাই বাঁচবে।
তবে 24 AC-র তাপমাত্রা 24 ডিগ্রিতে সেট করে রাখলে আপনাকে আর একটা বিষয়ের যত্ন নিতে হবে। খেয়াল রাখবেন, এই তাপমাত্রায় এয়ার কন্ডিশনার চালিয়ে আপনার ঘরের কোথাও যেন কোনও ফাঁক না থাকে, দরজার নিচে যেন ফাঁক না থাকে, সেই বিষয়টাতেও নজর রাখতে হবে। এমনটা হলে ঘর ঠান্ডা করতে আপনার এসি অনেক সময় নিয়ে নেবে। কেন এমনটা হয় জানেন? বাতাস দ্রুত বেরিয়ে যেতে থাকে, শীতল হতে অনেক বেশি সময় নিয়ে নেয় এবং শেষমেশ কম্প্রেসারটাই আর বন্ধ হয় না।
তাই, 24 ডিগ্রিতে এসি চালালে আপনাকে ঘরের দরজার ফাঁক বোঁজাতে একটা অন্তত কাপড় দিয়ে রাখতে হবে, যাতে ঠান্ডা বাতাস বেরিয়ে না যায়। এছাড়াও এসির শীতলতা বাড়াতে আপনি ঠান্ডা এবং মাঝারি গতিতে সিলিং ফ্যান চালাতে পারেন। তাতে ঘর দ্রুত ঠান্ডা হবে, বেশিক্ষণ এসি চালিয়ে রাখতে হবে না এবং ইলেকট্রিক বিল কম আসবে।