দশকের সবথেকে জরুরি WhatsApp ফিচার, মেসেজে আপনার ভুলভ্রান্তি ‘এডিট’ করবেন কীভাবে?

WhatsApp Tips: এখন আপনি WhatsApp Message Edit-ও করতে পারেন। 15 মিনিটের টাইম ফ্রেমে আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট করতে পারবেন। এডিট মেসেজ নামক এই বৈশিষ্ট্য Android এবং iPhone দুই প্ল্যাটফর্মের জন্যই নিয়ে আসা হয়েছে। কীভাবে এই ফিচার ব্যবহার করবেন, জেনে নিন।

দশকের সবথেকে জরুরি WhatsApp ফিচার, মেসেজে আপনার ভুলভ্রান্তি 'এডিট' করবেন কীভাবে?
হোয়াটসঅ্যাপ মেসেজ কীভাবে এডিট করবেন, জেনে নিন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 4:46 PM

WhatsApp তার সবথেকে বড় ফিচারটি রোলআউট করেছে সম্প্রতি। সেই শুরুর সময় থেকেই এই ফিচারের চাহিদা সবথেকে বেশি করে অনুভূত হয়েছিল। নিশ্চয়ই বুঝতে পারছেন, কী সেই ফিচার? হ্যাঁ, এখন আপনি WhatsApp Message Edit-ও করতে পারেন। 15 মিনিটের টাইম ফ্রেমে আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট করতে পারবেন। এর আগে হোয়াটসঅ্যাপে আসা যে কোনও মেসেজের ভুল ঠিক করতে, পুরো মেসেজটাই ডিলিট করে দিতে হত। তবে, এখন আপনি হোয়াটসঅ্যাপ মেসেজে কোনও ভুল করে ফেললে সেটি ডিলিট করার পরিবর্তে সংশোধন করে নিতে পারবেন। এডিট মেসেজ নামক এই বৈশিষ্ট্য Android এবং iPhone দুই প্ল্যাটফর্মের জন্যই নিয়ে আসা হয়েছে।

নতুন ফিচার নিয়ে WhatsApp একটি ব্লগ পোস্টে লিখছে, “বানান ভুল সংশোধন করা থেকে শুরু করে অন্য কোনও কনটেক্সট এবার আপনি হোয়াটসঅ্যাপ চ্যাটে এডিটের মাধ্যমে করতে পারবেন। চ্যাটে আপনাকে আরও নিয়ন্ত্রণ দিতে পেরে আমরা সত্যিই খুব খুশি। একটা মেসেজ পাঠানোর 15 মিনিট পরেও আপনি এখন মেনু থেকে Edit অপশনটি বেছে নিতে পারবেন।”

WhatsApp Message Edit: কীভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট করবেন?

iPhone ব্যবহারকারীদের জন্য অ্যাপ ভার্সন 23.10.77-এ নতুন ‘এডিট মেসেজ’ ফিচারটি রোলআউট করা হয়েছে। অ্যাপ স্টোরে গিয়ে তাঁরা হোয়াটসঅ্যাপ আপডেট করলেই ফিচারটি ব্যবহার করতে পারবেন। আপডেট করার পর কীভাবে এডিট মেসেজ ফিচার ব্যবহার করবেন, নিচের পদ্ধতিগুলি থেকে শিখে নিন।

* যে মেসেজ আপনি এডিট করবেন, সেটি হোল্ড করে প্রেস করুন। এতে আপনার মেসেজটি হাইলাইট করা হবে এবং একটি কনটেক্সচুয়াল মেনু দেখানো হবে।

* এবার iOS-এর মেনুতে গিয়ে ‘Edit’ অপশনে ট্যাপ করুন।

* তাহলেই আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট করতে পারবেন।

* Android-এর ক্ষেত্রে আপনাকে স্ক্রিনেক উপরের ডান দিকের কর্নারে থ্রি ডট মেনু খুঁজে বের করতে হবে। তার উপরে ট্যাপ করুন, তাহলে মেনু অপশনটি পেয়ে যাবেন।

* আপনাকে একটি টেক্সট ফিল্ড দেখানো হবে, সেখানেই আপনার সিলেক্ট করা মেসেজের পরিবর্তনগুলি করতে পারবেন এডিটের মাধ্যনে। টেক্সট ফিল্ডে যে মেসেজটি পাঠাতে চান, সেটি টাইপ করুন।

* আপনার মেসেজের জন্য প্রয়োজনীয় এডিটগুলি করে ফেললে টেক্সট বক্সের পাশে গ্রিন চেক মার্কে ট্যাপ করুন। তাতে আপনার এডিটেড মেসেজটি সেভ করতে পারবেন।

WhatsApp-এর তরফ থেকে জানানো হয়েছে, যে মেসেজটি আপনি এডিট করেছেন, সেটিকে ‘এডিটেড’ হিসেবেই মার্ক করা হবে। ঠিক যে ভাবে ফরোয়ার্ডেড মেসেজের জন্য লেবেল দেওয়া হয়। এর ফলে প্রেরক এবং প্রাপক দুজনেই ওই হোয়াটসঅ্যাপ মেসেজ সম্পর্কে অবগত থাকবেন যে, সেটি এডিট করা হয়েছে। হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, প্রত্যেক মেসেজের মতোই এডিট মেসেজও এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত।