Fridge Smell Remove: ফ্রিজ বেশিক্ষণ বন্ধ থাকলেই বেরোয় দুর্গন্ধ, কেন এমন হয় জানলে চমকে যাবেন!
Fridge Tips: অনেক সময় 4-5 ঘণ্টা কারেন্ট না থাকার কারণে ফ্রিজ বন্ধ থাকে। এমন অবস্থায় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ফ্রিজের ভিতর থেকে অদ্ভুত গন্ধ আসতে শুরু করে। অনেকের ক্ষেত্রে সেটা এত কম সময় না হলেও, একদিন টানা ফ্রিজ বন্ধ রাখলেই হয়। কিন্তু কারণটা কী?
ফ্রিজ নেই এমন বাড়ি আজকাল খুঁজে পাওয়া কঠিন। বাজারে অনেক সস্তার ফ্রিজ পাওয়া যায়। ফলে গরমে খাবার ঠিক রাখার জন্য অনেকেই ফ্রিজ কিনে ফেলেন। কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে ক’জনই বা জানেন? বর্ষাকাল চলছে। এ কারণে বিভিন্ন জায়গায় ঘণ্টার পর ঘণ্টা কারেন্ট থাকছে না। অনেক সময় 4-5 ঘণ্টা কারেন্ট না থাকার কারণে ফ্রিজ বন্ধ থাকে। এমন অবস্থায় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ফ্রিজের ভিতর থেকে অদ্ভুত গন্ধ আসতে শুরু করে। অনেকের ক্ষেত্রে সেটা এত কম সময় না হলেও, একদিন টানা ফ্রিজ বন্ধ রাখলেই হয়। কিন্তু কারণটা কী? আপনি প্রতিদিন এমন কিছু ভুল করে বসছেন না তো, যার জন্য এমন অদ্ভুত গন্ধ বেরচ্ছে। শুধু বর্ষা কাল বলেই নয়, অনেক সময় তা গরম কালেও হয়। কিন্তু কেন এমন হয়? চলুন জেনে নেওয়া যাক।
ফ্রিজে গন্ধ হয় কেন?
ফ্রিজে অনেক ব্যাকটেরিয়া থাকে। এবার আপনার মনে হতে পারে, ঝকঝকে চকচকে ফ্রিজে ব্যাকটেরিয়া কোথা থেকে আসে? আপনি যতই পরিষ্কার রাখুন না কেন, তা কাঁচা সবজি ও রান্না করা খাবারের মাধ্যমে ফ্রিজে ঢুকে পড়ে। যখন রেফ্রিজারেটরে কারেন্ট সরবরাহ হয় না, অর্থাৎ বন্ধ থাকে, তখন এই ব্যাকটেরিয়াগুলি বেড়ে যায় এবং তারা ফ্রিজে থাকা খাবার নষ্ট করতে শুরু করে। সেই কারণে যেই ফ্রিজটি ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে, সেখান থেকে দুর্গন্ধ আসতে শুরু করে। ফ্রিজ থেকে গন্ধ আসার সঙ্গে সঙ্গে অনেক সময় ফ্রিজে রাখা খাবারও এই গন্ধের কারণে নষ্ট হয়ে যায়। যদি আপনার সঙ্গেও এমন হয়ে থাকে, তবে আপনাকে চিন্তা করতে হবে না। আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি খুব সহজেই এই দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন।
ফ্রিজের গন্ধ দূর করতে কী করবেন?
- ফ্রিজে প্রয়োজনীয় জিনিসের বেশি কিছু রাখবেন না। এমন কোনও জিনিস যদি থাকে, যা বেশ কয়েক দিন ব্যবহার করেননি, তা ফেলে দিন।
- ফ্রিজে রাখা কোনও জিনিসের মেয়াদ শেষ হয়ে গেলে, সঙ্গে সঙ্গে ডাস্টবিনে ফেলে দিন। নাহলে তা থেকে আরও বেশি ব্যাকটেরিয়া জন্ম নেবে।
- ফ্রিজে কোনও চাটনি, ডাল বা কোনও খাবার পড়ে থাকলে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করুন।
- সর্বদা সবকিছু ঢেকে রাখুন বা ফ্রিজে একটি বাক্সে রাখুন। খোলা খাবারের কারণে ফ্রিজে দুর্গন্ধ হয়।