এবার মোবাইল থেকেও Gmail আপনার ইমেলের ভাষার অনুবাদ করতে দেবে, কীভাবে?
Gmail App Translation Feature: কোনও ইমেল যদি স্প্যানিশ ভাষায় থাকে এবং ইউজারের ভাষা যদি ইংরেজি হয় তাহলে 'ট্রান্সলেট টু ইংলিশ' অপশনে ট্যাপ করলেই মুহূর্তের মধ্যে ট্রান্সলেটেড বা অনুবাদ করা টেক্সট চলে আসবে। আপনি এই ফিচারটি কীভাবে ব্যবহার করবেন, জেনে নিন।
Gmail অ্যাপের জন্য নতুন ফিচার লঞ্চ করল Google। সেই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ভাষায় ইমেল ট্রান্সলেট করতে পারবেন। এর আগে এই ফিচারটি কেবল মাত্র ওয়েবের ক্ষেত্রেই ব্যবহার করা যেত। কিন্তু এখন ওয়েবের পাশাপাশি জিমেল অ্যাপ থেকেও ইমেল ট্রান্সলেট করা যাবে। অ্যান্ড্রয়েড এবং iOS দুই প্ল্যাটফর্মের জন্যই এই নতুন ফিচারটি রোল আউট করা হয়েছে।
এদিন একটি ব্লগপোস্টে Google এর তরফে লেখা হচ্ছে, ‘বেশ কিছু বছর ধরে Gmail থেকে ইমেল পাঠাতে গেলে কেবল ওয়েবেই 100টির উপরে ভাষার ট্রান্সলেশন করা যেত।’ ওই ইমেলেই সংস্থাটি আরও লিখছে, ‘আমরা ঘোষণা করতে পেরে খুশি যে, আজ থেকে জিমেল মোবাইল অ্যাপের জন্যও ট্রান্সলেশনের সুবিধাটি পাওয়া যাবে। এর দ্বারা ব্যবহারকারীরা নির্বিঘ্নে বিভিন্ন ভাষাভাষীর মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন।’
এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে এই ফিচার কাজ করবে? এই বৈশিষ্ট্যটি ইমেলের বিষয়বস্তুর ভাষা সনাক্ত করে এবং ইমেলের শীর্ষে একটি ব্যানার প্রদর্শন করার মধ্যে দিয়ে কাজ করে। সেখান থেকেই এটি ব্যবহারকারীর সেট করা ভাষায় অনুবাদ করার প্রস্তাব দেয়। উদাহরণস্বরূপ, কোনও ইমেল যদি স্প্যানিশ ভাষায় থাকে এবং ইউজারের ভাষা যদি ইংরেজি হয় তাহলে ‘ট্রান্সলেট টু ইংলিশ’ অপশনে ট্যাপ করলেই মুহূর্তের মধ্যে ট্রান্সলেটেড বা অনুবাদ করা টেক্সট চলে আসবে।
ব্যবহারকারীরা যদি ইমেলটি অনুবাদ করতে না চান তাহলে ব্যানারটি খারিজও করতে পারেন বা কোনও নির্দিষ্ট ভাষা থেকে আর কখনও ইমেল অনুবাদ করতে না চান। ব্যবহারকারীরা সেটিংসে তাদের অনুবাদ সম্পর্কিত পছন্দগুলি কাস্টমাইজ় করতে পারেন, যেখানে তাঁরা কোন ভাষাগুলি সর্বদা অনুবাদ করতে চান বা কখনই অনুবাদ করতে চান তা বেছে নিতে পারেন।
Gmail অ্যাপ থেকে ট্রান্সলেট বা অনুবাদ ফিচারটি কীভাবে ব্যবহার করবেন?
1) একটি ইমেল বা মেসেজ অনুবাদ করতে প্রথমেই আপনার ইমেলের উপরের অংশ থেকে ‘Translate’ অপশনটি বেছে নিতে হবে।
2) আপনি অনুবাদ বিকল্পটি খারিজও করতে পারেন। কিন্তু সেটি আবার দেখা যেতে পারে, যদি Gmail শনাক্ত করে যে ইমেলের সেট করা ভাষা থেকে কনটেন্টের ভাষা আলাদা।
3) এখন একটা নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে এই ট্রান্সলেট ব্যানারটি টার্ন অফ করতে আপনাকে ‘Don’t Translate (Language) Again’ অপশনটি বেছে নিতে হবে।
4) এখন সিস্টেমটি যদি অন্য কোনও ভাষা শনাক্ত না করে, তাহলে থ্রি-ডট মেনু থেকে ম্যানুয়ালি ইমেলের ভাষার অনুবাদ করার আর একটি অপশন দেখাবে।