Netflix সাবস্ক্রিপশনে লাগবে না টাকা, ফ্রিতে আনলিমিটেড ওয়েব সিরিজ় উপভোগ করুন এই উপায়ে..

Netflix Subscription For Free: আপনি বিনামূল্যে Netflix দেখতে পারবেন। তার জন্য আপনাকে আলাদা করে কোনও রিচার্জ করতে হবে না। Jio তার গ্রাহকদের জন্য এমন কিছু প্ল্যান অফার করে, যাতে Netflix এবং Disney Plus Hotstar-এর সাবস্ক্রিপশন কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই পাওয়া যায়।

Netflix সাবস্ক্রিপশনে লাগবে না টাকা, ফ্রিতে আনলিমিটেড ওয়েব সিরিজ় উপভোগ করুন এই উপায়ে..
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 4:59 PM

ওটিটি প্ল্যাটফর্মের যুগে বহু মানুষই এখন টিভির অনুষ্ঠানের চেয়ে টিভির সামনে বসে ওটিটির সিনেমা, ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। OTT-এর বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা করে টাকা খরচ করতে হয়। সাবস্ক্রিপশন প্ল্যান মানেই অনেক টারকা খরচ করা। সঙ্গে রয়েছে ফোনের রিচার্জ। এই সব কিছু মিলিয়ে মাসে বেশ অনেকটা টাকাই খরচ হয়ে যায়। কিন্তু এরও একটি সমাধান আপনাকে জানানো হবে, যাতে আপনি বিনামূল্যে Netflix দেখতে পারবেন। তার জন্য আপনাকে আলাদা করে কোনও রিচার্জ করতে হবে না। Jio তার গ্রাহকদের জন্য এমন কিছু প্ল্যান অফার করে, যাতে Netflix এবং Disney Plus Hotstar-এর সাবস্ক্রিপশন কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই পাওয়া যায়। চলুন সেই পদ্ধতি জেনে নেওয়া যাক।

Jio-এর 1,499 টাকার প্রিপেড প্ল্যান:

Jio-এর এই প্ল্যানে, আনলিমিটেড ভয়েস কলিং ছাড়াও বিনামূল্যে Netflix (বেসিক) সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন। প্ল্যানটির বৈধতা 84 দিন। এই প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা দেওয়া হয়। অর্থাৎ 84 দিনের বৈধতা অনুযায়ী এতে মোট 292 জিবি ডেটা পাওয়া যাচ্ছে।

1,099 টাকার Jio প্রিপেড প্ল্যান:

Jio-এর এই প্ল্যানটি 84 দিনের বৈধতা পাবেন। এতে আনলিমিটেড ভয়েস কলিং ছাড়া বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন অফার করে। এই প্ল্যানে গ্রাহকদের ডেটা হিসাবে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। অর্থাৎ 84 দিনের বৈধতা অনুযায়ী এতে মোট 168 জিবি ডেটা পাবেন।

Jio-এর 699 টাকার প্রিপেড প্ল্যান:

Jio-এর এই প্ল্যানটিতে Netflix সাবস্ক্রিপশন ছাড়াও আনলিমিটেড ডেটা এবং বিনামূল্যে ভয়েস কলিং পেয়ে যাবেন। এর সঙ্গে আপনি অ্যামাজন প্রাইমও পাবেন। এতে 100GB ডাটা সুবিধা রয়েছে।

Airtel-এর 1,199 টাকার প্রিপেড প্ল্যান:

Airtel-এর এই প্ল্যানে 150GB ডেটা পাবেন। এতে প্রতিদিন 100টি SMS এর সুবিধা দেওয়া হয়। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড লোকাল/এসটিডি রোমিং কল পাওয়া যায়। এতে Netflix, Amazon Prime এবং Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন দেওয়া হয়েছে।