Smartphone Tips: বর্ষাকালে চাই ফোনের বিশেষ যত্ন, কাজে লাগান এসব উপায়, নাহলেই অঘটন

Mobile Monsoon Tips: সাধের ফোনটাকে তো আর কোনও মতেই বৃষ্টিতে ভিজতে দেওয়া যায় না। একবার জল ঢুকে গেলেই বিপদ। তার পিছনে খরচ করতে হবে কয়েক হাজার টাকা। আবার রাস্তাতে কোন বেরতেই হবে। তাই এই সমস্যার সমাধান এবার আপনাকে জানানো হবে।

Smartphone Tips: বর্ষাকালে চাই ফোনের বিশেষ যত্ন, কাজে লাগান এসব উপায়, নাহলেই অঘটন
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 2:11 PM

বর্ষকালের রাস্তা বেরনো মানেই যখন তখন বৃষ্টি। হাতে রাখা ফোনটা ব্যাগে রেখেও বৃষ্টি থেকে বাঁচানো যায় না। ব্যাগ সমেত ভিজে গিয়ে একাকার কাণ্ড। কিন্তু এর উপায় তো খুঁজতে হবে। সাধের ফোনটাকে তো আর কোনও মতেই বৃষ্টিতে ভিজতে দেওয়া যায় না। একবার জল ঢুকে গেলেই বিপদ। তার পিছনে খরচ করতে হবে কয়েক হাজার টাকা। আবার রাস্তাতে কোন বেরতেই হবে। তাই এই সমস্যার সমাধান এবার আপনাকে জানানো হবে। বর্ষাকার মানেই আপনার ফোনের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

বর্ষায় ফোনের যত্ন নেবেন কী করে?

  1. আপনার সঙ্গে সবসময় একটি সিলিকন কভার রাখুন। এগুলো জলরোধী হয় এবং বৃষ্টিতে ফোনকে কোনওভাবেই ভিজতে দেয় না। আপনি যদি কভারের ভিতরে রেখে ফোনটি ব্যাগে রাখেন, তাহলে ব্যাগ ভিজে গেলেও কোনও সমস্যা হয় না। আর যদি কোনও কল রিসিভ করার জন্য বৃষ্টিতে ফোন বেরও করেন, তাতেও কোনও সমস্যা হবে না। কারণ কোনওভাবেই কভারের মধ্যে জল ঢুকবে না।
  2. তবে যদি কভার না থাকে, তাহলে খুব দরকার ছাড়া ফোন বের না করাই ভাল। প্রয়োজনে আপনার কাছে একটি প্লাস্টিকও রাখতে পারেন। আপনি তাতেও ফোনটি রেখে দিতে পারেন।
  3. অনেক ফোন কভার আছে যেগুলো ওয়াটারপ্রুফ। এগুলো ব্যবহার করতে পারেন। আপনি যে কোনও ফোনের কভারের দোকান থেকে কিনতে পারবেন। দামও খুব একটা বেশি হয় না। এমনকি অনলাইনেও কিনে নিতে পারবেন। তবে এমন হয় যে, আপনি সেই কভারটি পরিয়ে বৃষ্টিতে ফোনটি ব্যবহার করতে পারবেন। এমন করলে ফোনের স্পিকার দিয়ে জল ঢুকে গিয়ে ফোনটি খারাপ হতে পারে।
  4. বাইরে প্রচুর বজ্রপাত হলে ফোন বন্ধ করে দেওয়া উচিত। বজ্রপাতের কারণে আপনার ডিভাইসের ক্ষতি হতে পারে। ফোনটি যদি কোনওভাবে জলে ভিজে যায় তবে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে। তার জন্য আপনার সঙ্গে একটি নরম কাপড় রাখবেন। আর তা দিয়ে ফোনটি পরিষ্কার করুন এবং তারপরে সময় করে ব্লোয়ার ব্যবহার করে ফোনটি শুকিয়ে নিন। তবে কখনও খুব কাছ থেকে ব্লোয়ার ব্যবহার করবেন না। এতে ফোন গরম হয়ে যেতে পারে।