Electric Bill Reduce: বাড়িতে বিদ্যুৎ বিল আসবে হাফেরও কম, তবে এসব উপায় সকলেরই অজানা

Electric Bill Tips: আপনি খুব সহজেই বিদ্যুৎ বিল অনেকটাই কমাতে পারবেন। কারণ আপনি প্রায় প্রতিদিনই এমন অনেক ভুল করে বসেন, যার জন্য প্রচুর ইলেকট্রিক বিল আসে। চলুন সেই সব ছোট ছোট দিকে নজর দেওয়া যাক।

Electric Bill Reduce: বাড়িতে বিদ্যুৎ বিল আসবে হাফেরও কম, তবে এসব উপায় সকলেরই অজানা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 3:49 PM

Electric Bill Reduce Tips: আজকাল প্রায় সব বাড়িতেই অনেক বিভিন্ন ধরনের ইলেকট্রিক মেশিন থাকে। ফ্রিজ থেকে শুরু করে, এসি, রান্নাঘরের বিভিন্ন দরকারী ইলেকট্রিক ডিভাইস, আরও অনেক কিছু। ফলে প্রতি মাসে বিদ্যুৎ বিলও অনেক বেশি আসে। কিন্তু আপনাকে এই সমস্যার সমাধান জানানো হবে, যাতে আপনি খুব সহজেই বিদ্যুৎ বিল অনেকটাই কমাতে পারবেন। কারণ আপনি প্রায় প্রতিদিনই এমন অনেক ভুল করে বসেন, যার জন্য প্রচুর ইলেকট্রিক বিল আসে। চলুন সেই সব ছোট ছোট দিকে নজর দেওয়া যাক।

24 ডিগ্রিতে এসি চালান:

অনেকেই ঘর তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য 19,20 ডিগ্রিতে এসি চালান। কিন্তু 24 ডিগ্রিতে এয়ার কন্ডিশনার চালালে আর প্রতি মাসে বিলে অনেক টাকা করে গুনতে হবে না। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, এসি-তে প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়িয়ে 6 শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা যায়। অর্থাৎ, আপনি যদি 18 ডিগ্রির পরিবর্তে 24 ডিগ্রিতে এসি চালান, তাহলে আপনি 36 শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ বাঁচাতে পারবেন।

বৈদ্যুতিক সরঞ্জাম কেনার সময় রেটিং মাথায় রাখুন:

যখনই আপনি বাড়ির জন্য এয়ার কন্ডিশনার, ফ্রিজ বা গিজারের মতো যে কোনও সরঞ্জাম কিনবেন। চেষ্টা করুন তাদের পাওয়ার রেটিং দেখে নেওয়ার। পাওয়ার রেটিং-এর মানে হল, আপনার ডিভাইসটি কতটা বিদ্যুৎ খরচ করবে, তা দেখে নেওয়া। আপনার উচিত 3 বা 5 Star রেটিং দেখে নেওয়া। তবে এসব পণ্যের দাম কিছুটা বেশি হয়।

অ্যাপ্লায়েন্সগুলি সম্পূর্ণ বন্ধ করুন:

বেশিরভাগ লোকেরই এই অভ্যাস রয়েছে, কেবল রিমোট দিয়ে এসি, টিভি বা এক্সবক্স সেট বন্ধ করে দেন। কিন্তু এতে আপনার বিদ্যুৎ খরচা অনেক বেশি হয়। আজকালকার আধুনিক মেশিনগুলি স্ট্যান্ডবাই মোডে থাকে। ফলে আপনি যখনই পরের বার চালু করবেন, তখন সঙ্গে সঙ্গে অনেক বিদ্যুৎ টেনে নেবে। সেক্ষেত্রে যে কোনও ডিভাইসই পুরোপুরি সুইচ দিয়ে বন্ধ করুন।