Feature Phone Sale Hike: স্মার্টফোনের জমানায় দেশে বাড়ল ফিচার ফোন কেনার ধুম, হঠাৎ 9% বৃদ্ধির কারণ জানেন?
Feature Phone Sale: সাইবারমিডিয়া রিসার্চ অর্থাৎ CMR-এর রিপোর্ট অনুযায়ী, প্রতি বছরই বাজারে ফিচার ফোনের বিক্রি বাড়ছে। 2023 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে, ফিচার ফোন বিক্রি 9 শতাংশ পর্যন্ত বেড়েছে।
আজকাল স্মার্টফোনের চাহিদা ব্যাপক হারে বেড়েছে। এবার আপনার মনে হতেই পারে, স্মার্টফোনের এত সুবিধা ছেড়ে কে-ই বা আর ফিচার ফোন কিনবে। কিন্তু এমন এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। দেশে ফিচার ফোনের ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। সাইবারমিডিয়া রিসার্চ অর্থাৎ CMR-এর রিপোর্ট অনুযায়ী, প্রতি বছরই বাজারে ফিচার ফোনের বিক্রি বাড়ছে। 2023 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে, ফিচার ফোন বিক্রি 9 শতাংশ পর্যন্ত বেড়েছে। অর্থাৎ এই স্মার্টফোনের যুগেও মানুষ ফিচার ফোনের দিকে ঝুঁকছে। এই তথ্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, ভারতে 2G নেটওয়ার্ক সহ ফিচার ফোনগুলির একটি বড় শেয়ার রয়েছে বাজারে।
রিপোর্ট অনুযায়ী, 4G ফিচার ফোনের চাহিদা সবচেয়ে বেশি। এর প্রধান কারণ হল এগুলি সাশ্রয়ী। যে 4G স্মার্টফোনগুলি ভারতে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, তার মধ্যে রয়েছে Nokia 8000 4G, Nokia 106 4G এবং itel Magic X Pro এই গুলি। 2023 সালে ভারতে 4G স্মার্টফোনের ব্যাপক চাহিদা থাকবে বলে মনে করা হচ্ছে। Jio Bharat-এর ফিচার ফোনও এই তালিকায় যুক্ত হয়েছে।
itel ভারতে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন ব্র্যান্ড। এর শেয়ার 35 শতাংশ। এর পর রয়েছে Lava, যার 30 শতাংশ শেয়ার রয়েছে। এরপর Nokia, 11 শতাংশ এবং Karbonn মোবাইলের 4 শতাংশ এবং স্যামসাংয়ের শেয়ার 3 শতাংশ। তবে স্যামসাংয়ের চালান 74 শতাংশ কমেছে। আইটেল এবং লাভার 29 শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে Nokia শিপমেন্টে 39 শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ স্মার্টফোনের যুগেও ফিচার ফোনের শেয়ার যেভাবে বেড়েছে, তা অবাক করা।
এর কারণ কী?
বহু মানুষ স্মার্টফোন থাকা সত্ত্বেও ফিচার ফোন ব্যবহার করেন। তাছাড়া যতই বাজারে কম দামে স্মার্টফোন আসুক না কেন, ফিচার ফোনের দামের সঙ্গে অনেক বেশি তফাৎ থাকে। ফলে দামটাই মূল কারণ হিসেবে ধরা যেতে পারে। আর সেই সঙ্গে রয়েছে অতিরিক্ত খরচা। স্মার্টফোন কেনার সঙ্গে সঙ্গে অনেক অতিরিক্ত খরচা যুক্ত হয়। রিচার্জেও টাকাও তখন অনেকটাই বেড়ে যায়। এই সব কিছুকে কেন্দ্র করেই এখনও পর্যন্ত দেশের অনেক মানুষ ফিচার ফোন ব্যবহার করেন।