iphone 15 লঞ্চের আগেই সস্তা হয়ে গেল কোম্পানির আগের সব মডেল, মিলছে প্রচুর ডিসকাউন্ট
iPhone Offers: iPhone 12-এর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট 50,999 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ড ইএমআই লেনদেনে 2,000 টাকা ছাড় পাবেন।
চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে iPhone 15 সিরিজ লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগে, ই-কমার্স সাইট Flipkart-এ iPhone 14, iPhone 13 এবং iPhone 12-এ ছাড় দিচ্ছে। তাই আপনি যদি আইফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। আপনি Flipkart-এ অনেক টাকার ছাড় পাবেন। এছাড়াও ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারগুলির সুবিধাও পাবেন। চলুন জেনে নেওয়া যাক কোন আইফোন কত দামে পাবেন।
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে iPhone 14-এর দাম:
iPhone 14-এর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি ই-কমার্স সাইট Flipkart-এ 66,999 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে । ব্যাঙ্ক অফারের কথা বললে, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ইএমআই-তে কিনলে 4,000 টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ তখন ফোনটির দাম হবে 62,999 টাকা। আর Flipkart Axis Bank কার্ড থেকে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাবেন। এতে আপনি আপনার পুরনো ফোনটি এক্সচেঞ্জ করে 50,000 টাকা বাঁচাতে পারেন। এই ফোনটি প্রতি মাসে 2,792 টাকার ইএমআইতেও কেনা যাবে।
iPhone 13-এর দাম:
iPhone 13-এর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট 58,999 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। তবে ফোনটি আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ইএমআই পেমেন্টে 2,000 টাকা ছাড় পাবেন। তখন ফোনটির দাম হবে 56,999 টাকা। এছাড়াও, আপনি Flipkart Axis Bank কার্ড লেনদেনে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এক্সচেঞ্জ অফারের 50,000 টাকা পর্যন্ত কমতে পারে। আপনি ইএমআই-তে প্রতি মাসে 2,459 টাকা দিলেই কিনে নিতে পারবেন।
iPhone 12-এর দাম:
iPhone 12-এর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট 50,999 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ড ইএমআই লেনদেনে 2,000 টাকা ছাড় পাবেন। অর্থাৎ ফোনটি তখন আপনি মাত্র 48,999 টাকায় কিনতে পারবেন। Flipkart Axis Bank কার্ডে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারে আপনি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে 50,000 টাকা বাঁচাতে পারেন। ফোনটি প্রতি মাসে 2,459 টাকার ইএমআইতেও পাওয়া যাচ্ছে।