iPhone 14 Max: আইফোন ১৪ ম্যাক্স মডেলের দাম কত হতে পারে? কী কী ফিচার-স্পেসিফিকেশনই বা থাকতে পারে, দেখে নিন

iPhone 14 Series: মোট চারটি ফোন থাকবে আইফোন ১৪ সিরিজে। আর সেগুলি হল আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স।

iPhone 14 Max: আইফোন ১৪ ম্যাক্স মডেলের দাম কত হতে পারে? কী কী ফিচার-স্পেসিফিকেশনই বা থাকতে পারে, দেখে নিন
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2022 | 10:04 AM

আইফোন ১৩ সিরিজ লঞ্চের সময় থেকেই আইফোন ১৪ সিরিজের (iPhone 14 series) কথা শোনা যাচ্ছিল। এবার শোনা যাচ্ছে, চলতি বছরের একদম শেষে কিংবা পরের বছর অ্যাপেল কর্তৃপক্ষ আইফোন ১৪ সিরিজ লঞ্চ করতে চলেছেন। মোট চারটি ফোন থাকবে এই সিরিজে। আর সেগুলি হল আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। আইফোনের ‘মিনি’ মডেল এই নতুন সিরিজে বাদ দেওয়া হবে বলেও শোনা গিয়েছে। সম্প্রতি আইফোন ১৪ ম্যাক্স ফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। এর আগেই একবার শোনা গিয়েছিল যে আইফোন ১৪ ম্যাক্স (iPhone 14 Max) মডেলে ৬ জিবি র‍্যাম থাকতে পারে। এর পাশাপাশি এও শোনা গিয়েছিল যে এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। নতুন রিপোর্টেও এই তথ্য দেওয়া হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে আইফোন ১৪ ম্যাক্স মডেলে এ১৫ বায়োনিক চিপসেট থাকতে পারে। তবে আইফোন ১৪ সিরিজ কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।

আইফোন ১৪ ম্যাক্স মডেলের সম্ভাব্য দাম কত হতে পারে?

টিপস্টার Sam (@Shadow_Leak)- এর দাবি আইফোন ১৪ ম্যাক্স ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৮৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৬৯,৬০০ টাকা। অন্যান্য কী কী র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হতে পারে এবং তার দাম কত হতে পারে সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

আইফোন ১৪ ম্যাক্সের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার্স

আইফোন ১৪ ম্যাক্স আসলে আইফোন ১৪ সিরিজের মডেল। এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৬ জিবি LPDDR4X র‍্যাম থাকতে পারে। এছাড়াও শোনা গিয়েছে এই ফোনে ফ্লেক্সিবল OLED ডিসপ্লে থাকতে। এর পাশাপাশি এ১৫ বায়োনিক চিপ থাকতে পারে আইফোন ১৪ ম্যাক্স মডেলে। এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে একজোড়া ১২ মেগাপিক্সেলের সেনসর থাকার সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ফোনে। এর পাশাপাশি শোনা গিয়েছে, আইফোন ১৪ ম্যাক্স মডেলের ডিসপ্লের উপর একটি নচ ডিজাইন থাকতে পারে। সেখানেই হয়তো সেলফি ক্যামেরা সেনসর সেট করা থাকবে। এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে এই ফোনে ফেস আইডি রেকগনিশন ফিচারও থাকতে পারে। এর আগে একটি রিপোর্টে শোনা গিয়েছিল যে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে নাকি নতুন এ১৬ বায়োনিক চিপ যুক্ত করতে পারেন অ্যাপেল কর্তৃপক্ষ।