Amazon-এ মহালুট অফার, একদম সস্তা হয়ে গেল iPhone 15
iPhone 15 Offers: iPhone 15-এ বিরাট ছাড় পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি এতদিন কোনও অফারের অপেক্ষা করে থাকেন, তাহলে এই ছাড়ে কিনে নিতেই পারেন। প্রতি বছর অ্যাপল তাদের নতুন আইফোন সিরিজ লঞ্চ করে। এই বছরের 12 সেপ্টেম্বর কোম্পানি iPhone 15 লঞ্চ করেছে।

iPhone 15 বাজারে আসার পর থেকে এর আগের মডেলগুলির উপর অনেক ছাড় দেওয়া হয়েছে। তবে এবার iPhone 15-এ বিরাট ছাড় পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি এতদিন কোনও অফারের অপেক্ষা করে থাকেন, তাহলে এই ছাড়ে কিনে নিতেই পারেন। প্রতি বছর অ্যাপল তাদের নতুন আইফোন সিরিজ লঞ্চ করে। এই বছরের 12 সেপ্টেম্বর কোম্পানি iPhone 15 লঞ্চ করেছে। 10 দিন পর ফোনটির বিক্রি শুরু হলেও, তাতে বিশেষ কোনও ছাড় পাওয়া যায়নি। এমনকি তা সত্ত্বেও ভারতসহ অনেক দেশেই অ্যাপল স্টোরের সামনে কেনাকাটার জন্য মানুষের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। তবে এবার আপনি 35,000 টাকার কম দামে iPhone 15 কিনতে পারবেন। শুনেই চমকে গেলেন তো? আদতেই এমন কিছু অফার দেওয়া হচ্ছে। জেনে নেওয়া যাক সেসব অফার।
iPhone 15-এ 12 হাজার টাকা ছাড়-
Amazon India বর্তমানে iPhone 15-এ কিছু আকর্ষণীয় অফার দিচ্ছে। আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডগুলিতে 5,000 টাকা ইনস্ট্যান্ট ছাড় এবং Airtel পোস্টপেইড কানেকশনে স্যুইচ করলে অতিরিক্ত 7,000 টাকা ছাড় পেয়ে যাবেন। আর তারপরে আপনি মোট 12,000 টাকা বাঁচাতে পারেন। এখানেই শেষ নয়। রয়েছে আরও একটি বিরাট অফার। আপনি যদি আপনার পুরনো আইফোন এক্সচেঞ্জ করেন, তবে ফোনটির দাম 35,000 টাকার থেকেও কমে যাবে।
iPhone 15-এ বিশেষ কী আছে?
iPhone 15 এর একটি 6.1-ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং এটি গোলাপী, হলুদ, সবুজ, নীল এবং কালো রঙে পাওয়া যায়। iPhone 15-এ একটি 48-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা রয়েছে, যা iPhone 14-এর 12-মেগাপিক্সেল ক্যামেরাটিকে আপগ্রেড করা হয়েছে। ব্যাটারির ক্ষেত্রে, Apple-এর দাবি, iPhone 15 একবার চার্জে সারা দিন চলবে। iPhone 15-এ Apple-এর A16 Bionic প্রসেসর রয়েছে, যা গত বছর অর্থাৎ 2022-এর A15 Bionic চিপসেটের থেকে ভাল। iPhone 15 এর একটি USB Type C চার্জিং পোর্ট রয়েছে, যা একটি বিরাট পরিবর্তন।





