iPhone 15 Plus প্রথমবার এত সস্তায়, এমন অফার কিন্তু বারবার আসে না…
iPhone 15 Plus Price: iPhone 15 Plus (128GB) লঞ্চ হয়েছে 89,900 টাকায়। Flipkart-এও দাম একই। Flipkart এই ক্ষেত্রে কোনও ছাড় দেয়নি। অর্থাৎ কোম্পানির দেওয়া দামেই আপনাকে এই ফোন কিনতে হবে। তবে আপনি এতে ব্যাঙ্ক আর এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন।
যেদিন থেকে বাজারে iPhone 15 সিরিজ লঞ্চ করেছে, তবে থেকেই বহু মানুষের মধ্যে এই ফোন কেনার ক্রেজ দেখা যাচ্ছে। কিন্তু দাম বেশি হওয়ায় অনেকেই কিনে উঠতে পারছেন না। এবার তাদের জন্য সুখবর আছে। দীপাবলি অফারে iPhones-এ বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। বিক্রি শুরু হওয়ার মাত্র কয়েকদিন পরেই হঠাৎ করে iPhone 15 Plus-এর দাম কমানো হল। আপনি ফ্লিপকার্টে এই দুর্দান্ত অফার পেয়ে যাবেন। iPhone 15 Plus আপনি 50 হাজার টাকার কম দামে কিনে নিতে পারবেন।
iPhone 15 Plus-এ কী কী অফার আছে?
iPhone 15 Plus (128GB) লঞ্চ হয়েছে 89,900 টাকায়। Flipkart-এও দাম একই। Flipkart এই ক্ষেত্রে কোনও ছাড় দেয়নি। অর্থাৎ কোম্পানির দেওয়া দামেই আপনাকে এই ফোন কিনতে হবে। তবে আপনি এতে ব্যাঙ্ক আর এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন।
iPhone 15 Plus-এ ব্যাঙ্ক অফার:
আপনি যদি iPhone 15 Plus কেনার জন্য Bank of Baroda কার্ড ব্যবহার করেন, তাহলে আপনি 3,000 টাকা ছাড় পাবেন। এরপর ফোনটির দাম হবে 85,900 টাকা। একটি এক্সচেঞ্জ অফারও রয়েছে, যার মাধ্যমে আপনি বিশাল ডিসকাউন্টে ফোনটি পেয়ে যাবেন।
iPhone 15 Plus-এ এক্সচেঞ্জ অফারও পাবেন:
iPhone 15 Plus-এ 39,150 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার রয়েছে। আপনি যদি আপনার পুরানো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করেন তবে আপনি এত বেশি ছাড় পাবেন। কিন্তু 39,150 টাকা ছাড় শুধুমাত্র তখনই পাওয়া যাবে যদি আপনার পুরনো ফোনটির অবস্থা ভাল থাকে। তবে আপনি ফোনটি 46,750 টাকায় কিনতে পারবেন।