JioPhone 5G লঞ্চ হতে পারে মাসের শেষে, দেশের সবথেকে সস্তার 5G ফোনের বিশেষত্ব কী?

JioPhone 5G-র দাম হতে পারে 8,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে। এখন তাই যদি হয়, তাহলে তা ভারতের সবথেকে সস্তার ফোন হবে। আবার এরকম সম্ভাবনাও রয়েছে যে, ফোনটি 15,000 টাকার সেগমেন্টে লঞ্চ করা হতে পারে।

JioPhone 5G লঞ্চ হতে পারে মাসের শেষে, দেশের সবথেকে সস্তার 5G ফোনের বিশেষত্ব কী?
সবথেকে সস্তার 5G স্মার্টফোন নিয়ে আসছে JIO।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 12:05 PM

Reliance Jio-র 46তম বার্ষিক সাধারণ সম্মেলন আয়োজিত হতে চলেছে আগামী 28 অগস্ট। সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, সেই দিন ঠিক দুপুর দুটোর সময় ইভেন্টটি অনুষ্ঠিত হবে। মুকেশ আম্বানি সেদিন একাধিক প্রোডাক্ট, ভবিষ্যতে কোম্পানির প্ল্যান সহ অনেক কিছুরই উন্মোচন করতে চলেছেন। 28 অগস্ট, সোমবার মুম্বইয়ের টেলিকম সংস্থাটি Jio Financial Services, JioPhone 5G এবং বেশ কয়েকটি Jio 5G প্ল্যান লঞ্চ করতে পারে বলে জানা গিয়েছে। এখন এ নিয়ে কোনও নিশ্চিত বার্তা রিলায়েন্স জিও-র তরফে দেওয়া হয়নি। এদের মধ্যে JioPhone 5G অর্থাৎ রিলায়েন্স জিও-র পরবর্তী প্রজন্মের স্মার্টফোন নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে। সেই ফোনের দাম কত হতে পারে, কী ফিচার থাকতে পারে, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

JioPhone 5G: কত দাম হতে পারে

এর আগে Reliance AGM ইভেন্টে মুকেশ আম্বানি জানিয়েছিলেন, একটি ‘আলট্রা অ্যাফর্ডেবল’ ফোন নিয়ে কাজ করছে তাঁর সংস্থা। সেই ফোনের দাম কত হতে পারে, তা নিয়ে সংস্থাটি কিছু জানায়নি এখনও পর্যন্ত। তবে, এর মধ্যে একাধিক লিক থেকে জানা গিয়েছে, সেই JioPhone 5G-র দাম হতে পারে 8,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে। এখন তাই যদি হয়, তাহলে তা ভারতের সবথেকে সস্তার ফোন হবে। আবার এরকম সম্ভাবনাও রয়েছে যে, ফোনটি 15,000 টাকার সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। ভারতের বাজারে এই মুহূর্তে একাধিক 5G ফোন রয়েছে এই বাজেট সেগমেন্টে।

JioPhone 5G: কী-কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে

গিকবেঞ্চ অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোনটি দেখা গিয়েছে, যার মডেল নম্বর Jio LS1654QB5। লিস্টিং থেকে জানা গিয়েছে, এই JioPhone এর বেস ভ্যারিয়েন্টটি 4GB RAM সাপোর্ট সহ আসছে। মুকেশ আম্বানি ইতিমধ্যেই কোয়ালকমের সঙ্গে তাঁর সংস্থার পার্টনারশিপের ঘোষণা করেছেন। সেখান থেকেই মনে করা হচ্ছে, JioPhone 5G-তে পারফরম্যান্সের জন্য থাকতে পারে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট।

গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী, JioPhone 5G-তে পারফরম্যান্সের জন্য Qualcomm Snapdragon 480+ প্রসেসর দেওয়া হতে পারে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে থাকতে পারে Android 13 অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং পরবর্তীতে তা Android 14 OS আপডেট পেয়ে যাবে। 6.5 ইঞ্চির একটি HD+ LCD 90Hz ডিসপ্লে থাকছে। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। এই ব্যাটারি অন্তত 18W পর্যন্ত চার্জিং সাপোর্ট করবে বলে জানা গিয়েছে। ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে এই ফোনে, যার প্রাইমারি সেন্সর 13MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর থাকছে।

তবে, এই ফিচার ও স্পেসিফিকেশনগুলি সত্যিই থাকছে কি না, সে বিষয়ে জানতে গেলে আর 20 দিন অপেক্ষা করতে হবে। অগস্টের শেষেই এই ফোনের যাবতীয় খুটিনাটি তথ্য সম্পর্কে জানাবে Reliance Jio।

Reliance AGM থেকে আর কী ঘোষণা করা হতে পারে

Reliance Jio দেশের বিভিন্ন প্রান্তে 5G নেটওয়ার্ক চালু করেছে ঠিকই। কিন্তু টেলিকম সংস্থাটি এখনও পর্যন্ত সে ভাবে কোনও 5G প্ল্যান চালু করেনি। জল্পনা চলছে, কোম্পানির ঝুলিতে ইতিমধ্যেই থাকা বিভিন্ন 4G প্ল্যানের অনুরূপই হতে চলেছে 5G প্ল্যানগুলি। খরচের সামান্য হেরফের হতে পারে, তার পরিবর্তে দেওয়া হতে পারে বিরাট গতির ইন্টারনেট।

পাইপলাইনে রয়েছে Jio Air Fiber সার্ভিস লঞ্চেরও পরিকল্পনা। এখন Airtel যেহেতু তার Xstream AirFiber লঞ্চ করে দিয়েছে, তাই মনে করা হচ্ছে বার্ষিক সাধারণ সম্মেলনে জিও তার এয়ার ফাইবার লঞ্চ করতে পারে। এদিকে এই ইভেন্ট থেকেই লঞ্চ হতে পারে Jio Financial Services এর মতো যুগান্তকারী পরিষেবা, যা মুকেশ আম্বানির স্বপ্ন। দেশের প্রিমিয়ার নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে কাজ করবে জিও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন।