Moto G52 Sale: মোটো জি৫২ ফোনের বিক্রি শুরু হচ্ছে ভারতে, জেনে নিন দাম ও বিভিন্ন অফার
Moto G52: ৩ মে ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনে যেসব অফার রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। চারকোল গ্রে এবং Porcelain White- এই দুই রঙে পাওয়া যাবে মোটো জি৫২ ফোন।
মোটো জি৫২ (Moto G52) ফোনের বিক্রি শুরু হচ্ছে ভারতে। প্রথমবারের জন্য দেশে এই ফোনের (Motorola Smartphone) বিক্রি শুরু হচ্ছে। কয়েকদিন আগেই এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। মোটো জি৫২ ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং তার সঙ্গে ৬ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। ভারতে মোটো জি৫২ ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৪৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৪৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে।
৩ মে ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনে যেসব অফার রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। চারকোল গ্রে এবং Porcelain White- এই দুই রঙে পাওয়া যাবে মোটো জি৫২ ফোন। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে এই ফোন কিনলে ১০০০ টাকা ইন্সট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। এর পাশাপাশি রয়েছে জিওর অফার। তারা জানিয়েছে, ২৫৪৯ টাকার বেনিফিট পাবেন ক্রেতারা। থাকছে ২০০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগও। তবে সেক্ষেত্রে ৫৪৯ টাকার রিচার্জ করতে হবে। এই প্ল্যানে জি৫- এর এক বছরের সাবস্ক্রিপশন পাবেন। মোটো জি৫২ ফোন কেনার ক্ষেত্রে ফ্লিপকার্ট ইএমআই অপশন এবং এক্সচেঞ্জ অফারের ব্যবস্থা রেখেছে।
মোটোরোলা জি সিরিজের ফোন মোটো জি৫২- র বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন একনজরে
মোটো জি৫২ ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। ফোনটিতে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস পিওলেড ডিসপ্লে যার রেজ়োলিউশন ১০৮০x২৪০০ পিক্সেলস, অ্যাসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ৯০ হার্ৎজ়। সেলফি ক্যামেরার জন্য এই ডিসপ্লেতে একটি হোল-পাঞ্চ ডিজ়াইন দেওয়া হয়েছে। এর টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্ৎজ়, ডিসিআই-পিথ্রি কালার গ্যামুট এবং ডিসি ডিমিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর।
একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হয়েছে একটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল সেন্সর। রয়েছে আরও একটি সেকেন্ডারি ক্যামেরা, যার সেন্সর ২ মেগাপিক্সেলের। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর।
অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনটিতে, যা ৩৩ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির আয়তন ১৬০মিমি প্রায় এবং ওজন মাত্র ১৬৯ গ্রাম।
আরও পড়ুন- Amazon Summer Sale 2022: অ্যামাজনের সামার সেল, আইফোন ১৩- সহ একগুচ্ছ ফোনে দারুণ অফার, দেখে নিন