108MP ক্যামেরার দুরন্ত Moto G60 এবার মাত্র 3,499 টাকায়, Flipkart-এর অবিশ্বাস্য অফার

Flipkart Smartphone Offer: সদ্য লঞ্চ হওয়া একটি Motorola স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় ছাড়। আর সেই ফোনটি হল অত্যন্ত জনপ্রিয় Moto G60। ফ্লিপকার্টে 4,000 টাকারও কম দামে এই ফোনটি আপনি পেয়ে যাবেন। কীভাবে, এখনই জেনে নিন।

108MP ক্যামেরার দুরন্ত Moto G60 এবার মাত্র 3,499 টাকায়, Flipkart-এর অবিশ্বাস্য অফার
বাম্পার ফিচার্স ও স্পেসিফিকেশনসে ভরপুর মোটো জি৬০ এবার খুবই কম দামে।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2022 | 12:49 PM

স্মার্টফোনের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচারটি হল তার ক্যামেরা। ফোন কেনার সময়ই মানুষ আগে ক্যামেরাটা ভাল করে দেখে নেন। কারণ, আজকাল ফটোগ্রাফির জন্য মানুষের একমাত্র পছন্দ স্মার্টফোনের ক্যামেরা। তাই ভাল ক্যামেরা স্মার্টফোনের চাহিদাও সবথেকে বেশি। হালফিলে প্রায় সব সংস্থাই তাদের সস্তার স্মার্টফোনেও চমৎকার ক্যামেরা অফার করছে। তার মধ্যেই একটি Moto G60। এই ফোনের দাম শুরু হচ্ছে 21,999 টাকা থেকে। ফোনটির সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল তার 108MP ক্যামেরা। এখন এই ফোনটিই আপনি Flipkart-এর অফারে মাত্র 3,499 টাকায় ক্রয় করতে পারবেন। কীভাবে?

3,499 টাকায় Flipkart থেকে Moto G60 কিনবেন কীভাবে

ফ্লিপকার্টে Moto G60 ফোনটি 27% ছাড়ের পর 21,999 টাকা থেকে সরাসরি 15,999 টাকা দামে উপলব্ধ হয়েছে। এরপরে হয়তো আপনি ভাবতে পারেন যে ফোনটি 3,499 টাকায় কীভাবে ক্রয় করা যেতে পারে। আসলে ফোনটির সঙ্গে ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে যাঁরা এই ফোনটি ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন 5% ছাড়। তার থেকেও বড় কথা হল, পুরনো স্মার্টফোন বদলে যাঁরা নিজেকে একটি Moto G60 ফোনে আপগ্রেড করিয়ে নিতে চান, তাঁরা পেয়ে যাবেন অতিরিক্ত 12,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। আর তাতেই 15,999 টাকার ফোনটি আপনি পেয়ে যাবেন 3,499 টাকায়।

Moto G60 ফিচার্স ও স্পেসিফিকেশনস

মোটোরোলার এই স্মার্টফোনে রয়েছে একটি 6.8 ইঞ্চির ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1080×2460 পিক্সেলস। এই ফোনে রয়েছে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি Qualcomm Snapdragon 768G প্রসেসর দ্বারা চালিত হবে। সফ্টওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে Android 11 অপারেটিং সিস্টেম। অত্যন্ত শক্তিশালী একটি 6000mAh ব্যাটারি রয়েছে।

যেমনটা আমরা আগেই জানিয়েছি, এই ফোনে রয়েছে একটি 108MP প্রাইমারি ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে একটি 8MP এবং আর একটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই স্মার্টফোনে একটি 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

এছাড়া ফোনটির অতিরিক্ত ফিচার্সের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, প্রক্সিমিটি, অ্যাক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং জাইরোস্কোপ। কানেক্টিভিটি ফিচার্সের দিক থেকে ফোনটিতে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, এনএফসি, এফএম রেডিও এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে।