OnePlus Community Sale: ফোন থেকে শুরু করে টিভিতে 5000 টাকা পর্যন্ত ছাড়, ওয়ানপ্লাস নিয়ে এল কমিউনিটি সেল

OnePlus Community Sale 2022 Deals And Offers: শুরু হয়েছে ওয়ানপ্লাসের কমিউনিটি সেল। চার দিনের এই সেলে স্মার্টফোন থেকে শুরু করে টিভি-সহ সংস্থার আরও একাধিক প্রডাক্টে থাকছে আকর্ষণীয় ছাড়। সেগুলিই একবার দেখে নিন।

OnePlus Community Sale: ফোন থেকে শুরু করে টিভিতে 5000 টাকা পর্যন্ত ছাড়, ওয়ানপ্লাস নিয়ে এল কমিউনিটি সেল
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2022 | 10:42 PM

চিনের জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ওয়ানপ্লাস (OnePlus) ভারতে তাদের তৃতীয় সংস্করণের কমিউনিটি সেল নিয়ে হাজির হয়েছে। গত 6 জুন থেকে শুরু হয়ে এই সেল চলবে 10 জুন পর্যন্ত। আর ওয়ানপ্লাসের কমিউনিটি সেল (Community Sale) মানেই ফোন থেকে শুরু করে টিভি – বিবিধ প্রডাক্ট ক্যাটেগরিতে আকর্ষণীয় ছাড়। ওয়ানপ্লাস কমিউনিটি সেলে কোন কোন প্রডাক্টে কত টাকা পর্যন্ত ছাড় থাকছে, এক নজরে দেখে নেওয়া যাক।

ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ফোনে ছাড়

1) ওয়ানপ্লাস কমিউনিটি সেলে OnePlus 10R 5G ফোনটি পাওয়া যাবে 38,999 টাকায়। তবে অফারের এখানেই শেষ নয়। তারপরেও আবার একাধিক ব্যাঙ্ক অফারে এই ফোনটি উপলব্ধ হয়েছে মাত্র 34,999 টাকায়।

2) অন্য দিকে সংস্থাটি OnePlus 10 Pro ফোনে 5,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে এবং OnePlus 10R ফোনে দিচ্ছে 4,000 টাকা ডিসকাউন্ট। এই ছাড় তখনই পাওয়া যাবে, যখন একজন গ্রাহক ICICI ব্যাঙ্কের ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটি করবেন। এই অফারগুলি মিলবে ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, অ্যামাজন ডট ইন, ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর্স এবং অন্যান্য অফলাইন রিটেল পার্টনারের কাছ থেকেও।

3) OnePlus 10 Pro, OnePlus 10R এবং OnePlus 9RT এই তিনটি ফোনই সেন থেকে নো-কস্ট EMI অপশনে যথাক্রমে 9 মাস ও 6 মাসের কিস্তিতে কিনে নিতে পারবেন ক্রেতারা। তবে তার জন্য আপনার দরকার একটি ICICI ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড।

4) অন্য দিকে আবার Citibank ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 10% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অর্থাৎ যথাক্রমে 4,000 টাকা ও 5,000 টাকা ছাড় পেয়ে যাবেন। এই অফারে যে সব ফোনগুলি মিলবে, সেগুলি হল –

* OnePlus 10 Pro

* OnePlus 10R

* OnePlus 9 Series

* OnePlus 9R

* OnePlus 9RT

5) পাশাপাশি এই ওয়ানপ্লাস কমিউনিটি সেলে OnePlus 10 Pro, OnePlus 9RT এই দুটি ফোনে অতিরিক্ত 4000 টাকা এক্সচেঞ্জ অফার মিলবে এবং OnePlus 10R ফোনটির ক্ষেত্রে মিলবে 3,000 টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট। ওয়ানপ্লাস ডট ইন এবং ওয়ানপ্লাস স্টোর অ্যাপের কাস্টমাররা অতিরিক্ত 2000 টাকা এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন।

6) এখন আপনি যদি OnePlus 9 Pro এবং OnePlus 9 ফোন দুটি এক্সচেঞ্জ অফারে ক্রয় করতে চান, তাহলে যথাক্রমে 5000 টাকা ও 3000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন।

ওয়ানপ্লাস নর্ড অফার

1) কমিউনিটি সেলে ওয়ানপ্লাস নর্ড ফোনের জন্যও থাকছে একাধিক আকর্ষণীয় ডিল। OnePlus Nord CE 2 এবং OnePlus Nord CE 2 Lite এই দুটি ফোনে পেয়ে যাবেন 2,000 টাকা ছাড়। পাশাপাশি কাস্টমারদের জন্য থাকছে 3 মাসের নো-কস্ট EMI অপশনে ফোনগুলি কেনার সুযোগ। সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, কাস্টমাররা 14 জুন পর্যন্ত আমেরিকান এক্সপ্রেসের কার্ডে কেনাকাটি করলে পেয়ে যাবেন 10% ছাড়।

2) এখন আপনি যদি আপনার পুরনো ফোনটি বদলে নিজেকে একটা OnePlus Nord CE 2 Lite-এ আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে আবার অতিরিক্ত 2,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। মনে রাখবেন, এই এক্সচেঞ্জ অফারটি উপলব্ধ হবে 6 থেকে 30 জুন, 2022 পর্যন্ত।

ওয়ানপ্লাস টিভি অফার

OnePlus TV 43 Y1S Pro টিভির ক্ষেত্রে থাকছে দুর্ধর্ষ ছাড়। Axis Bank-এর ক্রেডিট অথবা ডেবিট কার্ডের সাহায্যে এই ফোনটি ক্রয় করলে পেয়ে যাবেন 2,000 টাকা ডিসকাউন্ট এবং সেই সঙ্গেই আবার 6 মাসের কমপ্লিমেন্টারি প্রাইম ভিডিয়ো সাবস্ক্রিপশন। এর থেকে কম দামের যে ওয়ানপ্লাস টিভিগুলি রয়েছে, সেগুলির ক্ষেত্রে নো-কস্ট EMI অপশনে থাকছে 1500 টাকা ছাড়।