12,499 টাকায় Oppo A17 লঞ্চ হয়ে গেল, 50MP ক্যামেরা ও 5000mAh ব্যাটারি

Oppo A17 Specs, Features: গুরুত্বপূর্ণ ফিচারের দিক থেকে রয়েছে MediaTek Helio G35 প্রসেসর। লেদার ডিজ়াইন দেওয়া হয়েছে ফোনটিতে, দুটি কালার ভ্যারিয়েন্ট সহযোগে লঞ্চ হয়েছে। ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP।

12,499 টাকায় Oppo A17 লঞ্চ হয়ে গেল, 50MP ক্যামেরা ও 5000mAh ব্যাটারি
সস্তার Oppo A17 এসে গেল ভারতে।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2022 | 4:55 PM

Oppo A17 Launched: ভারতে আর একটি নতুন বাজেট স্মার্টফোন নিয়ে এল Oppo। সংস্থার সেই লেটেস্ট হ্যান্ডসেটের নাম Oppo A17। বাজেট সেগমেন্টেই এই ফোনটি নিয়ে এসেছে সংস্থা। গুরুত্বপূর্ণ ফিচারের দিক থেকে রয়েছে MediaTek Helio G35 প্রসেসর। লেদার ডিজ়াইন দেওয়া হয়েছে ফোনটিতে, দুটি কালার ভ্যারিয়েন্ট সহযোগে লঞ্চ হয়েছে। ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP।

Oppo A17: দাম ও উপলব্ধতা

একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে এই Oppo A17 ফোনটি। সেই 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের Oppo A17-এর দাম 12,499 টাকা। মিডনাইট ব্ল্যাক এবং সানলাইট অরেঞ্জ এই দুই রঙে পাওয়া যাবে ফোনটি। Oppo-র অনলাইন স্টোর এবং দেশের বিভিন্ন রিটেল আউটলেট থেকেও ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Oppo A17 ফোনের সঙ্গে লঞ্চ অফারও দিচ্ছে সংস্থাটি। Axis, ICICI, HDFC এবং Kotak ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে যাঁরা এই ফোন ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

Oppo A17: স্পেসিফিকেশন, ফিচার

ডুয়াল সিম সাপোর্টেড এই Oppo A17 ফোনে সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক ColorOS 12.1.1 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে MediaTek Helio G35 অক্টা-কোর প্রসেসরের সাহায্যে। একটি 6.56 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যার রেজ়োলিউশন 720×1,612 পিক্সেলস। এই স্ক্রিন 60Hz রিফ্রেশ রেট দিতে পারে এবং তার স্ক্রিন টু বডি রেশিও 89.8 শতাংশ।

Oppo A17 ফোনে রয়েছে 4GB পর্যন্ত RAM। তবে এই ফোনের স্টোরেজ থেকে আরও 4GB নিয়ে অতিরিক্ত RAM হিসেবে ব্যবহার করা যেতে পারে। আবার স্টোরেজও চাইলে বাড়িয়ে নিতে পারবেন কাস্টমাররা, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানোর অপশন থাকছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর। অন্য দিকে ফোনের পিছনে থাকছে একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 2MP ডেপথ সেন্সর।

বেশ বড় এবং শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই Oppo A17 ফোনে। IPX4 রেটেড ওয়াটার রেজ়িস্ট্যান্ট বডি রয়েছে এই ফোনের। ডিভাইসটির ওজন মাত্র 189 গ্রাম এবং পরিমাপ 164.2×75.6×8.3mm। কানেক্টিভিটি ফিচার্সের দিক থেকে রয়েছে Wi-Fi 5, Bluetooth v5.3, GPS/ A-GPS, USB Type-C, এবং একটি 3.5mm হেডফোন জ্যাক। ফোন আনলক করার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করা যেতে পারে।