ডিসেম্বরে ColorOS 13 পাবে Oppo-র এই সব স্মার্টফোন, Android 13 এখন আপনার মনপসন্দ ফোনেও

Oppo ColorOS 13 হল একটি Android 13 ভিত্তিক অপারেটিং সিস্টেম। মূলত যে ফোনগুলি এই সফটওয়্যার আপডেট পাবে, সেই তালিকায় রয়েছে Oppo F21 Pro 5G, Oppo Reno8 Pro, Oppo A74 5G-র মতো জনপ্রিয় কিছু ওপ্পো হ্যান্ডসেট। সম্পূর্ণ তালিকাটি এখনই দেখে নিন।

ডিসেম্বরে ColorOS 13 পাবে Oppo-র এই সব স্মার্টফোন, Android 13 এখন আপনার মনপসন্দ ফোনেও
কোন কোন Oppo স্মার্টফোন ColorOS 13 আপডেট পাবে, জেনে নিন। প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2022 | 6:05 PM

Android 13 ভিত্তিক ColorOS 13 রোলআউটের টাইমলাইন ঘোষণা করল জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Oppo। সংস্থার তরফে বিস্তারিত একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কোন কোন Oppo স্মার্টফোন ডিসেম্বরেই লেটেস্ট Android OS আপবেট পাবে। তবে প্রাথমিক ভাবে ডিসেম্বরে এই আপডেটের বিটা ভার্সনটি রোলআউট করা হবে, যার সুবিধা পাবেন গুটিকয়েক বিটা পরীক্ষক। তারপর ধাপে ধাপে তা প্রতিটি Oppo স্মার্টফোন ইউজারের ব্যবহারযোগ্য হয়ে উঠবে। প্রসঙ্গত, Oppo ColorOS 13 হল একটি Android 13 ভিত্তিক অপারেটিং সিস্টেম। মূলত যে ফোনগুলি এই সফটওয়্যার আপডেট পাবে, সেই তালিকায় রয়েছে Oppo F21 Pro 5G, Oppo Reno8 Pro, Oppo A74 5G-র মতো জনপ্রিয় কিছু ওপ্পো হ্যান্ডসেট।

গিজ়মোচায়না-র রিপোর্ট অনুযায়ী, “সংস্থাটি চলতি মাসে একটা বিরাট অঙ্কের ফোনের জন্য সফটওয়্যারের স্টেবল এবং বিটা বিল্ড রোলআউট করবে। কিন্তু মনে রাখতে হবে, এই টাইমলাইনটি অনুমান করা হচ্ছে এবং বেশ কিছু দেশে নির্দিষ্ট কিছু মডেলে এই আপডেট পৌঁছে যেতে অপ্রত্যাশিত ভাবে দেরি হতে পারে।”

যে সব Oppo স্মার্টফোন ডিসেম্বরে স্টেবল ColorOS 13 আপডেট পাবে

যে সব ফোনে আপডেট পৌঁছে গিয়েছে এবং যাচ্ছে

– Oppo Find X5 Pro

– Oppo Find X5

– Oppo Find X3 Pro

– Oppo Reno8 Pro

– Oppo Reno8

– Oppo Reno7

– Oppo Reno7 Z 5G

– Oppo F21 Pro 5G

– Oppo F21 Pro

– Oppo K10 5G

– Oppo K10

– Oppo A96

– Oppo A77

– Oppo A76

15 ডিসেম্বর থেকে আপডেট পাবে যে সব Oppo ফোন

– Oppo Find X3 Lite (ফ্রান্স)

– Oppo Reno7 5G (ভারত)

– Oppo Reno6 Pro 5G (ইন্দোনেশিয়া, সৌদি আরব)

– Oppo Reno6 5G (ভারত)

– Oppo Reno5 Pro 5G (সৌদি আরব)

– Oppo Reno5 5G (ইন্দোনেশিয়া)

21 ডিসেম্বর আপডেট পাবে যে Oppo স্মার্টফোন

– Oppo Find X3 Neo (ফ্রান্স)

28 ডিসেম্বর থেকে আপডেট পাবে যে সব Oppo স্মার্টফোন

– Oppo Reno6 Z (থাইল্যান্ড)

– Oppo Reno5 Pro 5G (ভারত, পাকিস্তান)

– Oppo Reno5 Z (সংযুক্ত আরব আমিরশাহী)

– Oppo F19 Pro+ 5G (ভারত)

29 ডিসেম্বর থেকে আপডেট পাবে যে সব Oppo স্মার্টফোন

– Oppo Find X5 Lite (ফ্রান্স)

– Oppo A74 5G (ভারত, ইন্দোনেশিয়া)

ডিসেম্বরে ColorOS 13 বিটা আপডেট পাবে যে সব Oppo স্মার্টফোন

যে সব ফোনে বিটা আপডেট পৌঁছে গিয়েছে এবং যাচ্ছে

– Oppo Find X2 Pro

– Oppo Find X2

– Oppo Reno8

– Oppo Reno7 Pro 5G

– Oppo Reno7 5G

– Oppo Reno6 Pro 5G

– Oppo Reno6 5G

– Oppo Reno6 Z

– Oppo Reno5 Pro 5G

– Oppo F21s Pro

– Oppo F19 Pro+ 5G

– Oppo A74

9 ডিসেম্বর থেকে বিটা আপডেট পাবে যে সব Oppo স্মার্টফোন

– Oppo Reno8 Z (থাইল্যান্ড)

– Oppo F21s Pro 5G (ভারত)

23 ডিসেম্বর থেকে বিটা আপডেট পাবে যে সব Oppo স্মার্টফোন

– Oppo F19s (ভারত)

– Oppo F19 (ভারত)

– Oppo A95 (ইন্দোনেশিয়া)

– Oppo A77s (ভারত, ইন্দোনেশিয়া)

– Oppo A74 (ইন্দোনেশিয়া)