Realme 10 Pro-র Coca-Cola Edition লঞ্চ হল, 20,999 টাকায় দুর্দান্ত লুক

Realme 10 Pro Coca-Cola Edition ভারতে লঞ্চ করা হয়েছে 20,999 টাকা দামে। 14 ফেব্রুয়ারি থেকে এই ফোনটি রিয়েলমি-র অফিসিয়াল ওয়েবসাইটে ক্রয় করতে পারবেন কাস্টমাররা। পাশাপাশি ফ্লিপকার্টেও এই ফোন কিনতে পারবেন।

Realme 10 Pro-র Coca-Cola Edition লঞ্চ হল, 20,999 টাকায় দুর্দান্ত লুক
রিয়েলমি-র জনপ্রিয় ফোনের কোকা-কোলা এডিশন এসে গেল।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 8:48 PM

Realme Coca-Cola Phone: জল্পনা চলছিল অনেক দিন আগেই থেকেই। সেই জল্পনার অবসান ঘটিয়েই ভারতে Realme 10 Pro-র Coca-Cola Edition লঞ্চ করে গেল। কোকা-কোলা ব্র্যান্ডের মতোই ফোনের পিছনে ও দুই প্রান্তে কোম্পানির সেই লেজেন্ডারি রং ব্যবহৃত হয়েছে। Coca-Cola ভক্তদের নজর কাড়বে ফোনটি। এখনই এই Realme 10 Pro Coca-Cola Edition ভারতে কত দামে লঞ্চ করা হয়েছে, লুক ব্যতিরেকে রিয়েলমি ১০ প্রো-র সঙ্গে এই কোকাকোলা এডিশনের বৈশিষ্ট্যগত কোনও ফারাক রয়েছে কি না, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

Realme 10 Pro Coca-Cola Edition: ফিচার ও স্পেসিফিকেশন

জনপ্রিয় রিয়েলমি ফোনটিতে রয়েছে 6.72 ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1080 X 2400 পিক্সেলস। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে কোয়ালকম SM6375 স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। রিয়েলমি-র কাস্টমাইজড UI ব্যবহৃত হয়েছে ফোনটিতে, যা অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক।

বেশ বড় এবং শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একবার চার্জে একদিনের ব্যাকআপ দিতে পারে ফোনটি। ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে একটি 108MP সেন্সর দেওয়া হয়েছে। সেকেন্ডারি হিসেবে থাকছে একটি 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে।

ফোনটির সঙ্গে একটি বিশেষ Coca-Cola বক্স দেওয়া হচ্ছে, যাতে কাস্টমাইজ়ড কোকা-কোলা এডিশন বক্স রয়েছে। লিমিটেড সংখ্যক কার্ড, একটি কাস্টমাইজ়ড SIM নিডল ট্রে, DIY স্টিকার্স এবং রিয়্যাল Meow Coca Cola Figure-ও দেওয়া হচ্ছে।

Realme 10 Pro Coca-Cola Edition: নতুন কী রয়েছে

এই ফোনে দেওয়া হয়ছে মেটাল ব্যাক ও তার সঙ্গে স্ক্র্যাচ-রেজ়িস্ট্যান্ট শেল। রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম, নতুন লক স্ক্রিন, রিডিজ়াইনড সিস্টেম আইকন, বটল ওপেনিং নোটিফিকেশন, এবং অবশ্যই কোকা-কোলা রিংটোন।

Realme 10 Pro Coca-Cola Edition: ভারতে দাম

Realme 10 Pro Coca-Cola Edition ভারতে লঞ্চ করা হয়েছে 20,999 টাকা দামে। 14 ফেব্রুয়ারি থেকে এই ফোনটি রিয়েলমি-র অফিসিয়াল ওয়েবসাইটে ক্রয় করতে পারবেন কাস্টমাররা। পাশাপাশি ফ্লিপকার্টেও এই ফোন কিনতে পারবেন। কেবল মাত্র 8GB RAM + 256GB স্টোরেজ অপশনে এই ফোনটি পাওয়া যাবে।