Redmi 12C স্মার্টফোনের নয়া ভ্যারিয়েন্ট এত সস্তায়! লাইন লেগে গেল সব দোকানে

Redmi 12C New Variant Price: ভারতে Redmi 12C-এর দাম: এই Redmi ব্র্যান্ডের স্মার্টফোনটির 4 GB RAM ও 128 GB ভ্যারিয়েন্টটি আপনি 9,999 টাকায় কিনতে পারবেন। এই ভ্যারিয়েন্টের সেল 22 জুন থেকে শুরু হয়েছে। অর্থাৎ আপনি আজই এই নতুন ভ্যারিয়েন্ট কিনে নিতে পারবেন।

Redmi 12C স্মার্টফোনের নয়া ভ্যারিয়েন্ট এত সস্তায়! লাইন লেগে গেল সব দোকানে
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 12:48 PM

Redmi 12C Price: ভারতীয় বাজারে Xiaomi-এর বিরাট জনপ্রিয়তা রয়েছে। আর সেই সঙ্গে তার Redmi 12C ফোনটির জনপ্রিয়তা তুঙ্গে। বিক্রি শুরু হওয়ার পরেই বাজারে সব ইউনিট বিক্রি হয়ে গিয়েছিল। তবে তখন ফোনটি খুব বেশি স্টোরেজ নিয়ে বাজারে আসেনি। কোম্পানিটি তারপরেই জানিয়েছিল যে, এর নতুন ভ্যারিয়েন্ট আনা হবে। সেই মতো জনপ্রিয়তাকে ধরে রাখতেই কোম্পানিটি Redmi 12C-এর নতুন স্টোরেজ ভার্সন বাজারে আনল। Xiaomi ভারতে গ্রাহকদের জন্য Redmi 12C এর নতুন RAM এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। Redmi 12C-এর নতুন ভ্যারিয়েন্টে আপনি 4 GB RAM-এর সঙ্গে 128 GB স্টোরেজ পাবেন। এই নতুন ফোনের দাম এবং ফিচারগুলি জানুন।

ভারতে Redmi 12C-এর দাম: এই Redmi ব্র্যান্ডের স্মার্টফোনটির 4 GB RAM ও 128 GB ভ্যারিয়েন্টটি আপনি 9,999 টাকায় কিনতে পারবেন। এই ভ্যারিয়েন্টের সেল 22 জুন থেকে শুরু হয়েছে। অর্থাৎ আপনি আজই এই নতুন ভ্যারিয়েন্ট কিনে নিতে পারবেন। Redmi 12C-এর অন্যান্য ভ্যারিয়েন্টের দামের কথা বললে, 4 GB RAMএ 64 GB ভ্যারিয়েন্টের দাম 8,999 টাকা। আর 6 GB RAM ও 128 GB ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা। ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।

Redmi 12C-এর স্পেসিফিকেশন: এই ফোনে 60Hz রিফ্রেশ রেট সহ 6.71-ইঞ্চি এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে রয়েছে, যা 500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। গতি এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনে MediaTek Helio G85 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটির এত জনপ্রিয়তা থাকার একটি প্রধান কারণ হল এই ফোনের ক্যামেরা। এত কম দামে কোম্পানিটি দুর্দান্ত ক্যামেরা দিয়েছে। এমনকি এই সেলফি আর ফটোগ্রাফির যুগে আপনি ঝকঝকে ছবি তুলতে পারবেন এই ফোনে।

ফোনের পিছনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনের সামনে একটি 5-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর পাবেন। এছাড়াও এতে একটি 3.5mm হেডফোন জ্যাক ও চার্জের জন্য একটি মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 10W চার্জিং সাপোর্ট করে।