11,499 টাকার এই Samsung Galaxy ফোন মাত্র 549 টাকায়, Flipkart Sale-এ সাড়া জাগানে অফার
Flipkart থেকে SAMSUNG Galaxy F04 ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলটি অর্ডার করতে পারেন। এমনিতে ই-কমার্স প্ল্যাটফর্মে এই ফোনের দাম 11,499 টাকা। এই ফোনের উপরে 39% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি। তাতে ফোনটির দাম হয়ে যাচ্ছে 6,999 টাকা।
নতুন ফোন কেনার চিন্তাভাবনা করছেন? Samsung Galaxy কিনবেন বলেই মনোস্থির করেছেন? তাহলে আপনার জন্য চমৎকার একটি ভাল দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে। সেই ফোনের নাম Samsung Galaxy F04। Flipkart-এ যে Big Saving Says সেল চলছে, তাতেই ফোনটি খুব কম দামে পেয়ে যাবেন। একাধিক অফার থাকছে Samsung Galaxy F04-এর সঙ্গে। কত দাম এই ফোনের, আপনিইবা কত টাকার ছাড় পাবেন, কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নিন।
Flipkart থেকে SAMSUNG Galaxy F04 ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলটি অর্ডার করতে পারেন। এমনিতে ই-কমার্স প্ল্যাটফর্মে এই ফোনের দাম 11,499 টাকা। এই ফোনের উপরে 39% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি। তাতে ফোনটির দাম হয়ে যাচ্ছে 6,999 টাকা। সেই সঙ্গে আবার রয়েছে একাধিক ব্যাঙ্কের আকর্ষণীয় অফার। আপনার কাছে যদি Flipkart Axis Bank ক্রেডিট কার্ড থাকে, আর সেই কার্ড দিয়ে আপনি যদি ফোনটি ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন আরও অতিরিক্ত 10% ছাড়।
এবারে আপনার জন্য থাকছে সবথেকে আকর্ষণীয় অফারটি। সেটি হল এক্সচেঞ্জ অফার, যার ফলে Samsung Galaxy F04 আপনি কল্পনার থেকেও কম দামে পেয়ে যাবেন। আপনার পুরনো ফোনটা ফ্লিপকার্টের কাছে দিয়ে আপনি নিজেকে আপগ্রেড করে নিতে পারেন একটা Samsung Galaxy F04-এ। আর তাতে ছাড় পাবেন 6,450 টাকা। ফলে, মাত্র 549 টাকাতেই ফোনটি আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। যদিও যে ফোনটা আপনি বদলাবেন, তার পরিস্থিতি অত্যন্ত ভাল হতে হবে।
Samsung Galaxy F04 ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির HD ডিসপ্লে। ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 13MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই স্মার্টফোনে একটি 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি থাকছে, আবার পারফরম্যান্সের জন্য রয়েছে একটি Mediatek Helio P35 প্রসেসর।
কম দামে এই ফোন আপনার জন্য অত্যন্ত ভাল একটি বিকল্প। জলদি অর্ডার করুন, তা না হলে বড় অফারটি মিস করবেন।