Apple iPhone: 33 দিন পর মিলল সমুদ্রে হারিয়ে যাওয়া সাধের iPhone, তারপরেই ঘটল আসল চমক
Apple iPhone Features: কখনও কি শুনেছেন, একটি ফোন এক মাসেরও বেশি সময় ধরে জলে ডুবে থাকার পরেও কিছুই হয়নি? এমনটাই হয়েছে Apple-এর iPhone-এ। এক ব্যক্তির গল্প ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Apple iPhone News: Apple সব সময়ই তাদের iPhone-এর দাম সব সময়ই বেশি রাখে। তারা যখনই একটি ফোন লঞ্চ করে, হাজারো ফিচার সহ বাজারে আনে। আর সেই সব ফিচার দেখেই বেশি দাম দিয়েই মানুষ কিনে ফেলে। iPhone যে তার সিকিউরিটির দিকে বিশেষ নজর দেয়, তা আর বলার অপেক্ষা থাকে না। বিভিন্ন সময় প্রাম বাঁচানো থেকে শুরু করে পাহাড়ে হারিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনা, সব কিছুর জন্যই খরবের শিরনামে থেকেছে Apple-এর iPhone। এবারও এমন কিছু হল, যা দেখলে আপনি চমকে উঠবেন। একেক ফোনের একেক রকম বিশেষত্ব থাকে বলেই হয়তো তার দামেরও বেশ অনেকটাই পার্থক্য হয়। কারও ক্যামেরা ভাল বা কারও ব্যাটারি ব্যাকআপ বেশ ভাল। অনেক ফোন ওয়াটার প্রুফও। কিন্তু কখনও কি শুনেছেন, একটি ফোন এক মাসেরও বেশি সময় ধরে জলে ডুবে থাকার পরেও কিছুই হয়নি? এমনটাই হয়েছে Apple-এর iPhone-এ। এক ব্যক্তির গল্প ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অবাক অধিকাংশ মানুষ। 33 দিন ধরে সাগরে ডুবে থাকা iPhone তুলে এনে চার্জ দিতেই একেবারে নতুনের মতোই চলে গেল। এই অবস্থা দেখে তিনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারেননি।
এটি মিনেসোটাতে বসবাসকারী 27 বছর বয়সী জ্যাচ সিগেলকোর গল্প। জ্যাচ সম্প্রতি হাওয়াইয়ের ওয়াইকিকি বিচে ছুটিতে গিয়েছিলেন। সঙ্গে তার মা ও বোনও ছিলেন। পরিবারের সঙ্গে কায়াকিং করার সময় দুর্ঘটনাক্রমে তার ফোন সমুদ্রে পড়ে যায়। তিনি তখন বুঝতে পারেননি। পরে যখন কায়াক প্যাডেল খুঁজছিলেন, তখন তিনি বুঝতে পারেন তার সানগ্লাস এবং স্মার্টফোন জলে পড়ে গিয়েছে। কিন্তু তখন কোনও মতোই সেই ফোনটি খুঁজে পাওয়া যায়নি।
33 দিন সাগরের তলদেশে থাকার পর ফোনটি অবশেষে উদ্ধার করা হয়। জ্যাকের ফোন পড়ে যাওয়ার কয়েকদিন পর, ডাঃ কার্ল ব্রুকিংস, যিনি কায়াকিং ডাইভিং-এ বেশ শৌখিন, তিনি সমুদ্রের তলায় একটি অদ্ভুত জিনিস দেখতে পান। তারপরে সেটির কাছে যেতেই দেখেন সেটি একটি iPhone। ফোন দেখেই তুলে নিলেন। যদিও তিনি আশা করেছিলেন যে, এই ফোন কাজ করবে না। কিন্তু এক সপ্তাহ ধরে ফোনটি চালের বাক্সে রাখার পর যখন তিনি ফোনটি চার্জ করেন, তখন চার্জ হতে শুরু করে। এমনকি চালুও হয়ে যায়। ফোন চালু হওয়ার পর ডাঃ কোরল ফোনের মালিকের সঙ্গে যোগাযোগ করেন। জ্যাচ সিগেলকোরও অবাক হয়ে যান। অর্থাৎ 33 দিন জলে ডুবে থাকার পরেও ফোনটির যে কিছু হয়নি, তা দেখেই অবাক সকলে।