Flipkart সেলে iPhone 14 সিরিজ়ের এই ফোন মাত্র 24,599 টাকায়
iPhone 14 Plus-এর দাম এই মুহূর্তে 79,900 টাকা। ফ্লিপকার্ট তার দশেরা সেলে এই ফোনের উপরে 15,000 টাকারও বেশি ছাড় দিচ্ছে। ফলে, ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 64,999 টাকায়। অর্থাৎ সরাসরি 18 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। আপনার পুরনো ফোন বদলে পেয়ে যেতে পারেন 39,150 টাকা পর্যন্ত ছাড়। যদিও ছাড়ের সেই অঙ্কটা নির্ভর করছে আপনি কোন ফোন বদলাচ্ছেন তার উপরে।
Flipkart-এ শুরু হয়েছে দশেরা সেল। ফ্যাশন থেকে শুরু করে ইলেকট্রনিক্স সমস্ত রেঞ্জের বিবিধ প্রোডাক্টে মিলছে আকর্ষণীয় ছাড়। এখন এই সেলেই আপনি সবথেকে কম দামে পাবেন iPhone 14 সিরিজ়ের চমৎকার একটি ফোন। আর সেই ফোনটি হল iPhone 14 Plus। যে বছর এই ফোনটি লঞ্চ করা হয়েছিল, সে সময় ফোনটি এতটা জনপ্রিয় হয়নি। তবে সদ্য iPhone 15 Plus লঞ্চ হওয়ার পর থেকে iPhone 14 Plus নিয়েও মানুষের মধ্যে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। এখন এই iPhone 14 Plus-এ কত টাকার ছাড় পাবেন, কী-কী অফার থাকছে, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।
iPhone 14 Plus: ফ্লিপকার্ট অফার
iPhone 14 Plus-এর দাম এই মুহূর্তে 79,900 টাকা। ফ্লিপকার্ট তার দশেরা সেলে এই ফোনের উপরে 15,000 টাকারও বেশি ছাড় দিচ্ছে। ফলে, ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 64,999 টাকায়। অর্থাৎ সরাসরি 18 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে।
অফারের এখানেই শেষ নয়। আপনার কাছে যদি কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলেও আপনি পেয়ে যাচ্ছেন অতিরিক্ত 10% ডিসকাউন্ট। তার ফলে আপনি বাঁচাতে পারছেন 1250 টাকা।
থাকছে আরও একটি আকর্ষণীয় অফার। সেটি হল এক্সচেঞ্জ ডিল, যা এই মুহূর্তে ই-কমার্স প্ল্যাটফর্মগুলির সবথেকে বড় অফার। আপনার পুরনো ফোন বদলে পেয়ে যেতে পারেন 39,150 টাকা পর্যন্ত ছাড়। যদিও ছাড়ের সেই অঙ্কটা নির্ভর করছে আপনি কোন ফোন বদলাচ্ছেন তার উপরে। এই পরিমাণ ছাড় যদি আপনি পেয়ে যান, তাহলে মাত্র 24,599 টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন iPhone 14 Plus।
iPhone 14 Plus: স্পেসিফিকেশন
এই ফোনে রয়েছে 6.1 ইঞ্চির ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে অত্যন্ত শক্তিশালী একটি A15 Bionic চিপসেট। প্রসেসরটি পেয়ার করা থাকছে 128GB, 256GB এবং 512GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। মিডনাইট পার্পল, স্টারলাইট, প্রোডাক্ট রেড এবং ব্লু – একাধিক কালার ভ্যারিয়েন্টে ফোনটি আপনি পেয়ে যাবেন। iPhone 14 Plus-এর পিছনে রয়েছে একটি 12MP প্রাইমারি ক্যামেরা এবং পিছনেও একটি 12MP ক্যামেরা দেওয়া হয়েছে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য। এছাড়া দুর্ধর্ষ ভিডিয়ো কোয়ালিটির জন্য ফোনটিতে রয়েছে সিনেম্যাটিক মোড।