সস্তার Samsung Galaxy A05 ভারতে আসছে খুব জলদি, 50MP ক্যামেরা ও 60Hz রিফ্রেশ রেট ডিসপ্লে

Samsung Galaxy A05 Launch News: চমৎকার ক্যামেরা সেটআপও থাকছে এই স্যামসাং ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে একটি 50MP ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হচ্ছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 2MP ডেপথ ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হচ্ছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।

সস্তার Samsung Galaxy A05 ভারতে আসছে খুব জলদি, 50MP ক্যামেরা ও 60Hz রিফ্রেশ রেট ডিসপ্লে
আসছে নতুন গ্যালাক্সি মোবাইল।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2023 | 7:31 PM

Samsung ভারতে একটি সস্তার ফোন লঞ্চ করতে চলেছে, যার নাম Galaxy A05। কয়েক দিন আগেই সংস্থাটি Samsung Galaxy A05s ফোনটি নিয়ে এসেছিল, যার দামও বেশ কম। তারপর থেকেই Samsung Galaxy A05 ফোনটি নিয়ে বেশি করে জল্পনা শুরু হয়েছে। এখন এই ফোনেরই একটি সাপোর্ট পেজ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হয়ে গিয়েছে, যা সর্বপ্রথম লক্ষ্য করে 91Mobiles। সেখান থেকেই মনে করা হচ্ছে, ফোনটি খুব জলদিই দেশে লঞ্চ হতে পারে। লিস্টিং থেকে জানা গিয়েছে, এই ফোনের মডেল নম্বর SM-A055F/DS। এখানে মডেল নম্বরের শেষে DS অর্থে ফোনটি ডুয়াল-সিম সাপোর্টেড।

Samsung Galaxy A05: স্পেসিফিকেশন

Galaxy A05 ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির FHD+ ডিসপ্লে। 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে ডিসপ্লেটি। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হতে পারে একটি মিডিয়াটেকের হেলিও G85 চিপসেটের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 6GB RAM এবং 128GB স্টোরেজের সঙ্গে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।

চমৎকার ক্যামেরা সেটআপও থাকছে এই স্যামসাং ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে একটি 50MP ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হচ্ছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 2MP ডেপথ ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হচ্ছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।

অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh থাকছে Galaxy A05 ফোনে। এই ব্যাটারি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ব্ল্যাক, সিলভার ও লাইট গ্রিন এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। যদিও এই স্যামসাং ফোনটি কত টাকায় লঞ্চ করা হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে, 12000 টাকার মধ্যেই দেশের বাজারে ঝড় তুলতে পারে Samsung Galaxy A05।