Jio-Airtel 5G Smartphones: শাওমি, রিয়েলমি, পোকো, ওপ্পো, স্যামসাং, আইফোনের এই সব মডেলগুলি Jio-Airtel 5G সাপোর্ট করবে
ভারতে Xiaomi, Realme, Vivo, Samsung, iPhone এবং Oppo-র মতো জনপ্রিয় কোম্পানিগুলির একগুচ্ছ ডিভাইস 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। নীচের তালিকা থেকে দেখে নিন, আপনার ফোনটিও 5G সাপোর্ট করে কি না।
চলতি মাসের শুরু থেকেই ভারতে 5G রোলআউটের প্রক্রিয়াটি শুরু হয়ে গিয়েছে। ভারতী এয়ারটেল এই মুহূর্তে নির্দিষ্ট কিছু শহরে Airtel 5G Plus পরিষেবা শুরু করেছে। অন্য দিকে এয়ারটেলের প্রতিযোগী সংস্থা রিলায়েন্স জিও দীপাবলির মধ্যেই চারটি শহরে Jio True 5G শুরু করেছে- দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাই।
এদিকে এয়ারটেল প্রাথমিক ভাবে 5G পরিষেবা দেবে, দিল্লি, মুম্বই, নাগপুর, অহমদাবাদ, শিলিগুড়ি, চেন্নাই সহ আরও বেশ কিছু শহরে। সংস্থাটি জানিয়েছে, গ্রাহকরা আপাতত 4G রিচার্জ প্ল্যানেই 5G-র ফুল স্পিডের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। এদিকে রিলায়েন্স জিও তার MyJio অ্যাপের মাধ্যমে গ্রাহকদের 5G স্পিডের আনন্দ উপভোগ করতে দেবে এবং তা বাছাই করা কিছু কাস্টমারদের জন্য।
এই সব স্মার্টফোনগুলি 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে
সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের একটি রিপোর্ট অনুযায়ী, 5G পরিষেবা প্রদানে টেলিকম কোম্পানিগুলি বিভিন্ন ব্যান্ড পেয়েছে, যেগুলি শুধুমাত্র 5G স্মার্টফোন সাপোর্ট করার জন্য হাই-স্পিড ইন্টারনেটের সুবিধা পাবে। ভারতে Xiaomi, Realme, Vivo, Samsung, iPhone এবং Oppo-র মতো জনপ্রিয় কোম্পানিগুলির একগুচ্ছ ডিভাইস 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। নীচের তালিকা থেকে দেখে নিন, আপনার ফোনটিও 5G সাপোর্ট করে কি না।
Xiaomi-র স্মার্টফোন
শাওমি এবং রেডমির যে ফোনগুলি 5G সাপোর্ট পেতে চলেছে, সেই তালিকায় রয়েছে Xiaomi Mi 10, Xiaomi Mi 10i, Xiaomi Mi 10T, Xiaomi Mi 10T Pro, Xiaomi Mi 11 Ultra, Xiaomi Mi 11X Pro, Xiaomi Mi 11X, Xiaomi Mi 11 Lite NE, Redmi Note 11T 5G, Xiaomi 11T Pro, Xiaomi 11i HyperCharge, Redmi Note 10T, Redmi Note 11 Pro Plus, Xiaomi 12 Pro, Xiaomi 11i, Redmi 11 Prime + 5G, Redmi K50i।
Poco-র স্মার্টফোন
পোকোর 5G সাপোর্টেড ফোনের তালিকায় রয়েছে গুটিকয়েক মডেল- Poco M3 Pro 5G, Poco F3 GT, Poco M4 5G, Poco M4 Pro 5G, Poco F4 5G, Poco X4 Pro।
Oppo-র স্মার্টফোন
যে ওপ্পো ফোনগুলি 5G সাপোর্ট করবে, সেই তালিকায় রয়েছে Oppo Reno5G Pro, Oppo Reno 6, Oppo Reno 6 pro, Oppo F19 Pro Plus, Oppo A53s, Oppo A74, Oppo Reno 7 Pro 5G, Oppo F21 Pro 5G, Oppo Reno7, Oppo Reno 8, Oppo Reno 8 pro এবং Oppo K10 5G।
Realme-র স্মার্টফোন
রিয়েলমির গুচ্ছের স্মার্টফোন 5G সাপোর্ট করবে। সেগুলি হল, Realme 8s 5G, Realme X7 Max 5G, Realme Narzo 30pro 5G, Realme X7 5G, Realme X7pro 5G, Realme 8 5G, Realme X50 Pro, Realme GT 5G, Realme GT ME, Realme GT NEO2, Realme 9 5G, Realme 9 Pro, Realme 9 Pro Plus, Realme Narzo 30 5G, Realme 9 SE, Realme GT2, Realme GT 2 pro, Realme GT NEO3, Realme Narzo 50 5G, Realme Narzo 50 pro, Realme 9i GT, Realme GT Neo 3T, Realme GT Neo 3T 150W।
Vivo-র স্মার্টফোন
Vivo X50 Pro , Vivo V20 Pro , Vivo X60 Pro+ , Vivo X60 , Vivo X60 Pro , Vivo V21 5G , Vivo V21e , Vivo X70 Pro , Vivo X70 Pro+ , Vivo Y72 5G , Vivo V23 5G , Vivo V23 Pro 5G , Vivo V23e 5G , Vivo T1 5G, Vivo Y75 5G, Vivo T1 Pro, Vivo X80, Vivo X80 Pro, Vivo V25, Vivo V25 Pro, Vivo Y55 5G, Vivo Y55s 5G- এই এত সব ভিভো ফোন 5G সাপোর্ট করবে।
iQOO-র স্মার্টফোন
ভিভো-র সাবব্র্যান্ড iQOO-র যে সব ফোনগুলি 5G সাপোর্ট করবে, সেগুলি হল- iQOO 3 5G, iQOO 7, iQOO 7 Legend, iQOO Z3, iQOO Z5 5G, iQOO 9 Pro, iQOO 9, iQOO 9 SE, iQOO Z6, iQOO 9T।
OnePlus-এর স্মার্টফোন
OnePlus Nord, OnePlus 9, OnePlus 9 Pro, OnePlus Nord CE, OnePlus Nord CE 2, OnePlus 10 Pro 5G, OnePlus Nord CE Lite 2, OnePlus 10R, OnePlus Nord 2T, OnePlus 10T, OnePlus 9RT, OnePlus 8 – (OTA Update এখনও পায়নি), OnePlus 8T- (শীঘ্রই OTA আপডেট পেতে চলেছে), OnePlus 8 Pro – (এখনও OTA আপডেট বাকি), OnePlus Nord 2 – (OTA আপডেট এখনও পায়নি), OnePlus 9R – (OTA এখনও পায়নি) এই সব ফোনগুলি 5G সুবিধা পাবে।
Samsung-এর স্মার্টফোন
Samsung Galaxy A53 5G, Samsung A33 5G, Samsung Galaxy S21 FE, Samsung Galaxy S22 Ultra, Samsung Galaxy M33, Samsung Galaxy Z Flip 4, Samsung Galaxy S22, Samsung Galaxy S22+, Samsung Galaxy Z Fold4, Samsung Galaxy Note 20 Ultra, Samsung Galaxy S21, Samsung Galaxy S21 Plus, Samsung Galaxy S21 Ultra, Samsung Galaxy Z fold 2, Samsung E426B (F42), Samsung A528B (A52s), Samsung M526B (M52), Samsung Galaxy Z Flip3, Samsung Galaxy Z Fold 3, Samsung A22 5G, Samsung S20FE 5G, Samsung M32 5G, Samsung F23, Samsung A73, Samsung M42 – , Samsung M53, Samsung M13 এই সব স্যামসাং ফোনগুলি 5G সাপোর্ট পেতে চলেছে।
iPhone-এর স্মার্টফোন
Apple iPhone 12 Mini, Apple iPhone 12, Apple iPhone 12 Pro, Apple iPhone 12 Pro Max, Apple iPhone 13 Mini, Apple iPhone 13, Apple iPhone 13 pro, Apple iPhone 13 Pro Max, Apple iPhone SE- 2022, Apple iPhone 14, Apple iPhone 14 Plus, Apple iPhone 14 pro, Apple iPhone 14 Pro Max এই সব আইফোন মডেলগুলি 5G সাপোর্ট করবে।