Vivo T Series Smartphone: ভিভো টি১ প্রো ৫জি এবং ভিভো টি১ ৪৪ ওয়াটের ফোন একসঙ্গে লঞ্চ হয়েছে ভারতে
Vivo T Series Smartphone: এই দুই স্মার্টফোনই ভিভো কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার আইকিউওও জেড৬ প্রো ৫জি এবং আইকিউওও জেড৬ ৪জি স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সান।
ভিভো টি১ প্রো ৫জি (Vivo T1 Pro 5G) এবং ভিভো টি১ ৪৪ ওয়াটের (Vivo T1 44W) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ভিভো কোম্পানি ভিভো টি১ প্রো ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়া চ্যানেলে। এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। এছাড়াও রয়েছে ৬৬ ওয়াটের টার্বো ফ্ল্যাশ চার্জিং টেকনোলজি। ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লেও রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। অন্যদিকে ভিভো টি১ ৪৪ ওয়াটের ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং ৪৪ ওয়াটের চার্জিং সাপোর্ট। এই দুই স্মার্টফোনই ভিভো কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার আইকিউওও জেড৬ প্রো ৫জি এবং আইকিউওও জেড৬ ৪জি স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সান।
ভারতে ভিভো টি১ প্রো ৫জি এবং ভিভো টি১ ৪৪ ওয়াটের দাম কত?
ভিভো টি১ প্রো ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। টার্বো ব্ল্যাক এবং টার্বো সিয়ান এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি১ প্রো ৫জি। অন্যদিকে ভিভো টি১ ৪৪ ওয়াট ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৪,৪৯৯ টাকা। আর এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৫,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। আইস ডন, মিডনাইট গ্যালাক্সি এবং স্টারি স্কাই— এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি১ ৪৪ ওয়াটের ফোন।
ভিভো ‘টি’ সিরিজের এই দুই ফোনের উপলব্ধতা
ভিভো টি১ প্রো ৫জি ফোনের প্রি-বুকিং শুরু হচ্ছে ৫ মে থেকে। আর এই ফোনের বিক্রি শুরু হচ্ছে ৭ মে (দুপুর ১২টা) থেকে। ভিভো টি১ ৪৪ ওয়াটের ফোনের বিক্রি শুরু হচ্ছে ৮ মে (দুপুর ১২টা) থেকে। ভিভো ‘টি’ সিরিজের এই দুটো ফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং ভিভো ই-স্টোর থেকে। ভিভো টি১ প্রো ৫জি ফোন কেনার ক্ষেত্রে ২৫০০ টাকার বেনিফিট পাবেন ক্রেতারা। আর অন্যদিকে ভিভো টি১ ৪৪ ওয়াটের ফোনের ক্ষেত্রে ১৫০০ টাকা বেনিফিট পাবেন ক্রেতারা। ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ৩১ মে পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।
ভিভো টি১ প্রো ৫জি ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন
ভিভো টি১ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার (১১৭ ডিগ্রি ফিল্ড অফ ভিউ) এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনে ৪৭০০ এমএএইচের একটি ব্যাটারিও রয়েছে।
ভিভো টি১ ৪৪ ওয়াটের ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন
ভিভো টি১ ৪৪ ওয়াটের ফোনের রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এর সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের bokeh ক্যামেরা সেনসর রয়েছে। অর্থাৎ এই ফোনেও ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।